Window Air Conditioner Vs Split Air Conditioner: উইন্ডো এসি কিনবেন, নাকি স্প্লিট এসি? বিদ্যুৎ খরচ কম কোনটিতে? কেনার আগে জেনে রাখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Window Air Conditioner Vs Split Air Conditioner: যাঁরা এসি কেনার পরিকল্পনা করেন, তাঁরা স্প্লিট নাকি উইন্ডো, কোন ধরনের এসি কিনবেন, তা নিয়ে বিভ্রান্তিতে থাকেন। জানুন কোনটিতে বিদ্যুৎ বিলে বেশি সাশ্রয়।
ফেব্রুয়ারি মাসের এক্কেবারে শেষ পর্যায়। আর এখনই একপ্রকার গরম পড়ে গিয়েছে। কয়েক মাস পরে এই গরমেই গলদঘর্ম অবস্থা হবে মানুষের। তাই, আগেভাগে সতর্ক থাকতে অনেকে এই সময়টাতেই Air Conditioner কেনার পরিকল্পনা করেন। যাঁরা এসি কেনার পরিকল্পনা করেন, তাঁরা স্প্লিট নাকি উইন্ডো কোন ধরনের এসি কিনবেন, তা নিয়ে বিভ্রান্তিতে থাকেন।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে, যদি আপনার বাজেট যথাৰ্থ হয় তবে আপনার উচিত স্প্লিট এয়ার কন্ডিশনার কেনা। কারণ স্প্লিট এয়ার কন্ডিশনার আপনার ঘরের লুক বড় করে দেয়। এছাড়া ঘর শীতল করার ক্ষেত্রেও উইন্ডো এসির তুলনায় স্প্লিট এয়ার কন্ডিশনার সেরা। আপনার ঘরে যদি জানালা না থাকে তাহলে স্প্লিট এয়ার কন্ডিশনার আপনার জন্য সবচেয়ে ভাল হবে।
advertisement
advertisement
অন্যদিকে, বড় ঘর বা একাধিক ঘরের জন্য, স্প্লিট এসি সবচেয়ে ভাল কারণ তাদের শীতল করার ক্ষমতা বেশি এবং এটি একটি স্থায়ী ইনস্টলেশন। এই এসিগুলি একই সময়ে একাধিক ঘর ঠান্ডা করতে সাহায্য করে। উইন্ডো এসি এবং স্প্লিট এসি উভয়েরই নিজস্ব সুবিধা রয়েছে। তবে এটি আপনার রুমের আকার এবং প্রয়োজনীয়তার উপর নির্ভর করে।
advertisement
advertisement