ইয়ারফোন বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে। আগে ফোনের বক্সের সঙ্গে তারযুক্ত ইয়ারফোন থাকত। কিন্তু এখন ইয়ারপড, ব্লুটুথ হেডফোন বাজারে ছেয়ে গিয়েছে। আগে ফোনের সঙ্গে ইয়ারফোন দেওয়া হত। এখন গ্রাহরকার আলাদা করে হেডফোন কেনেন। আপনি কি কখনও দেখেছেন, ইয়ারফোন বা হেডফোনের পিছনের দিকে একটি ছোট্ট ছিদ্র থাকে! সেই ছিদ্র থাকার কারণ অনেকেই জানেন না। ইয়ারফোন ব্যবহারের ফলে কানের ভিতর বায়ুর চাপ তৈরি হয়। সেই চাপ লাঘব করার জন্যই এই ছিদ্রটি দেওয়া হয়। যে হেডফোনে এই ছিদ্র থাকে না সেটি ব্যবহার করলে কানে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা থাকে।