বাইক বন্ধ করার পর ‘টিক, টিক’ শব্দ হয় কেন? কোনও ক্ষতি হয় না তো? জেনে নিন
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Bikes- বাইক থামার পর মানে ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর এক ধরণের শব্দ হয়। টিক, টিক, টিক – অনেকটা এরকম। অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কিসের শব্দ? কেন এরকম শব্দ হয়?
advertisement
advertisement
advertisement
বাইকের ধোঁয়ায় অনেক রকমের ক্ষতিকর পদার্থ থাকে। এর মধ্যে অন্যতম হল কার্বন মনোঅক্সাইড। পাশাপাশি হাইড্রোকার্বন ও নাইট্রোজেন অক্সাইডও থাকে। এই জন্য বাইকের সাইলেন্সরে ক্যাটালিটিক কনভার্টার লাগানো হয়। এই কনভার্টার ক্ষতিকারক পদার্থগুলির সঙ্গে রাসয়নিক বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডকে কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে।
advertisement
advertisement
পাইপের বিভিন্ন স্তর ভিন্ন হারে ঠান্ডা হয়। বোল্টের ক্যাম্পিং লোডের পরোয়া না করেই একে অপরের সঙ্গে ঘষা খায়। ইঞ্জিন চালু থাকলে ক্যাটালিটিক কনভার্টারের তাপমাত্রাও বেশি থাকে। তখন এর মধ্যে দিয়ে প্রবাহিত নির্গমন গ্যাসের কারণে এটি প্রসারিত হয়। কিন্তু ইঞ্জিন বন্ধ করার পর এটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, আর প্রক্রিয়া যখন চলে তখন টিক টিক শব্দ হয়।
advertisement