WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে আসছে দারুণ ফিচার, আপনার হয়ে মেসেজ লিখবে AI
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: অ্যান্ড্রয়েডের তরফে জানানো হয়েছে, AI ফিচার চালু হয়ে গেলে মেসেজ টাইপ করার সময় সেন্ড বাটনের উপর একটা পেনসিল আইকন আসবে।
advertisement
অ্যান্ড্রয়েডের তরফে জানানো হয়েছে, এআই ফিচার চালু হয়ে গেলে মেসেজ টাইপ করার সময় সেন্ড বাটনের উপর একটা পেনসিল আইকন আসবে। অনুমান করা হচ্ছে, এই আইকন প্রেস করলে টেক্সট এডিটরে মেসজ খুলবে। সেখানে লেখার বিভিন্ন স্টাইল রয়েছে। ইউজার এআই-এর সাহায্যে তাঁর পছন্দের স্টাইলে মেসেজ রিরাইট করতে পারবেন। শুধু পার্সোনাল চ্যাট নয়, গ্রুপ চ্যাটেও এই সুবিধা পাওয়া যাবে।
advertisement
ইউজার একাধিক অপশন পাবেন। মজার, ব্যাঙ্গাত্মক, রহস্যময়, ছোট আকারে, ভয় ধরানো ইত্যাদি নানা স্টাইল। ইউজার তাঁর মেসেজের সঙ্গে যেটা যায়, সেই অনুযায়ী স্টাইল বেছে নিতে পারবেন। বদলে যাবে পুরো লেখা। এর সঙ্গে বানান দেখে দেওয়া এবং প্রুফরিড অপশনও থাকবে। জানা গিয়েছে, এই ফিচার এখনও পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। অ্যান্ড্রয়েড ইউজাররা কবে থেকে ব্যবহার করতে পারবেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি মেটা।
advertisement
গত কয়েক বছর ধরেই এআই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। মেটা এআই-ও চালু হয়ে গিয়েছে। এবার নিত্যনতুন এআই ফিচার নিয়ে আসার পালা। তবে শুধু রিরাইট ফাংশন নয়, স্ট্যাটাসে ফটো কলেজ ফিচারের উপরেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার চালু হলে ৬টি ছবির গ্রিড তৈরি করতে পারবেন ইউজাররা। মিউজিক, ভয়েস এবং টেক্সট অপশনের আলাদা লেআউট থাকবে। একেবারে ইনস্টাগ্রামের মতোই।
advertisement
advertisement
এআই-চালিত প্রযুক্তির যুগে হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য আরও স্মার্ট এবং সুবিধাজনক ফিচার আনতে চাইছে। এর মধ্যে রিরাইট ফাংশন অন্যতম। এটা শুধু মেসেজ লেখার অভিজ্ঞতাকে অন্য পর্যায়ে নিয়ে যাবে তাই নয়, ইউজারদের সময় বাঁচাবে এবং মেসেজকে আরও কার্যকরীও করে তুলবে। পাশাপাশি অন্যান্য নতুন নতুন ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপের ব্যবহারের একঘেয়েমিও কাটবে। এখন শুধু অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে এই সব ফিচার চালু হয়।