এই ভুল করলেই WhatsApp অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে !
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
WhatsApp: নতুন ফিচারটি আপাতত পরীক্ষাধীন রয়েছে এবং আমরা আশা করছি শীঘ্রই এর বিটা ভার্সনটি ব্যবহার করতে পারব।
advertisement
advertisement
advertisement
এই আসন্ন ফিচার সম্পর্কে WeBetaInfo-এ বিশদে এই বিষয়টি জানানো হয়েছে। এতে ব্যবহারকারীরা অন্যান্য চ্যাটের রিপ্লাই দিতে পারবেন, কিন্তু নতুন কারও সঙ্গে নতুন চ্যাট শুরু করতে পারবেন না বলে জানানো হয়েছে। WhatsApp-এ সাময়িক ভাবে ব্লক করা ব্যবহারকারীরা যখনই অন্য ব্যক্তির সঙ্গে চ্যাট করার চেষ্টা করবেন তখনই একটি পপ-আপ বক্স দেখতে পাবেন।
advertisement
মেসেজিং অ্যাপ তাদের জানাবে যে স্প্যাম, অটোমেটিক বা বাল্ক মেসেজ পাঠানোর কারণে তাঁদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করা হয়েছে। যেমনটি আমরা আগে উল্লেখ করেছি, WhatsApp ব্যানিং অ্যাকাউন্টের পরিবর্তে এই ফিচার আনতে চলেছে। এতে ব্যবহারকারীদের তাদের ডেটা এবং চ্যাট হিস্টরি হারানোর মতো সমস্যা হবে না। এতে অ্যাকাউন্টগুলিকে রেস্ট্রিক্ট করে ব্যবহারকারীদের প্ল্যাটফর্মেই নিযুক্ত রাখবে এবং তাদের সমস্ত নিয়ম অনুসরণ করে অ্যাপটি পরিচালনা করার পরামর্শ দেওয়া হবে।
advertisement
আমরা দেখতে পাচ্ছি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে WhatsApp অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের সঙ্গে এই ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য লঞ্চ করবে। এই ফিচারের পাশাপাশি WhatsApp ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভাল করতে প্রায়ই নানা ফিচার আপডেট করে চলেছে এবং নতুন নতুন ফিচার যোগ করার চেষ্টা করে ব্যবহারকারীদের সন্তুষ্ট করছে।







