WhatsApp-এ সারাক্ষণ অ্যাক্টিভ? কোটি কোটি ব্যবহারকারীদের জন্য সরকারের সতর্কবার্তা! সাবধান না হলে বিপদে পড়বেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Hacking: ডেস্কটপের জন্য হোয়াটসঅ্যাপে একটি নিরাপত্তা ত্রুটি রয়েছে যা হ্যাকারদের নির্বিচারে কোড চালানোর অনুমতি দিতে পারে।
WhatsApp-এর ডেস্কটপ ইউজারদের জন্য ঝুলছে নিরাপত্তা সংক্রান্ত বিপদের খাঁড়া। চলতি সপ্তাহেই এ নিয়ে সতর্কতা জারি করেছে ভারত সরকার। যাঁরা নিজেদের PC-তে ডেস্কটপ অ্যাপ ইনস্টল করেছেন, তাঁদের উদ্দেশ্যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে থাকা ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অথবা CERT-IN গত ৯ এপ্রিল অত্যন্ত গুরুতর সতর্কতা জারি করেছিল।
advertisement
advertisement
advertisement
CERT-In নোটে ব্যাখ্যা করা হয়েছে যে, MIME টাইপ এবং ফাইল এক্সটেনশনের মধ্যে ভুল কনফিগারেশনের কারণে এই ঝুঁকি দেখা দিয়েছে। যা ভুলভাল অ্যাটাচমেন্ট খুলতে ব্যবহারকারীকে বাধ্য করে। আর ম্যালিশাস অ্যাটাচমেন্ট তৈরি করে এই ঝুঁকিগুলিকে কাজে লাগাতে পারে একজন হামলাকারী। যা ম্যানুয়ালি WhatsApp খোলার ক্ষেত্রে একটা পছন্দসই কোড তৈরি করে।
advertisement
advertisement
advertisement
advertisement