WhatsApp Use Tips: সাবধান! WhatsApp ব্যবহার করতে গিয়ে হ্যাকারের পাল্লায় পড়লেই সর্বনাশ, কখনওই এই ভুলগুলি করবেন না
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp Use Tips: মেসেজ পাঠানো থেকে শুরু করে নানা কাজ অনায়াসে করা যায় এই অ্যাপের মাধ্যমে। তবে এখানে অবশ্য ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর বিকল্প থাকে না।
বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল মেটা-অধিকৃত WhatsApp। মেসেজ পাঠানো থেকে শুরু করে নানা কাজ অনায়াসে করা যায় এই অ্যাপের মাধ্যমে। তবে এখানে অবশ্য ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর বিকল্প থাকে না।
advertisement
ফলে কন্ট্যাক্ট লিস্টে থাকা যে কেউ হোয়াটসঅ্যাপে আপনাকে খুঁজে পেয়ে যাবেন। ফলে তা হ্যাকারদের নিশানায় থাকে হামেশাই। তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটি কাজ WhatsApp-এ কখনওই করা উচিত নয়। দেখে নেওয়া যাক সেগুলিই।
advertisement
WhatsApp প্রোফাইল পিকচার না গোপন রাখা: যাঁরা কন্ট্যাক্ট লিস্টে নেই, তাঁদের থেকে প্রোফাইল পিকচার লুকিয়ে রাখতে হবে। আর এটা করা যাবে নিম্নলিখিত উপায়ে।
advertisement
১. প্রথমে এই ধাপ অনুসরণ করতে হবে - Settings -> Privacy -> Profile Photo, ২. এবার everyone, nobody অথবা my contacts বিকল্প বেছে নিতে হবে।
advertisement
যে তথ্য নিয়ে নিশ্চিত নন, তা শেয়ার কিংবা ফরওয়ার্ড করা: ভুয়ো খবর দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে কোনও কিছু শেয়ার কিংবা ফরওয়ার্ড করার কারণে তথ্য ডাবল-চেক করে নেওয়া আবশ্যক। বিশ্বস্ত সূত্রের উপর নির্ভর করতে হবে।
advertisement
অপরিচিতদের কাছ থেকে গ্রুপ রিকুয়েস্টে জয়েন করা চলবে না: কোন WhatsApp-এ গ্রুপে জয়েন করছেন, সেই বিষয়ে জানা উচিত। অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের তরফ থেকে এহেন রিকুয়েস্ট এলে তা গ্রহণ করা উচিত নয়।
advertisement
কারও অনুমতি ছাড়া তাঁকে কোনও গ্রুপে অ্যাড করা চলবে না: কন্ট্যাক্ট তালিকায় থাকা ব্যবহারকারীদের গোপনীয়তাকে সম্মান করা উচিত। তাই কারও অনুমতি ছাড়া তাঁকে অন্য গ্রুপে অ্যাড করা ঠিক নয়।
advertisement
সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য সংক্রান্ত মেসেজ ফরওয়ার্ড: এমন অনেক মেসেজ আসে, যেখানে বলা হয় সৌভাগ্য লাভের জন্য দশ বার এই মেসেজটা ফরওয়ার্ড করুন। এহেন মেসেজ থেকে বিরত থাকতে হবে। আসলে এই মেসেজগুলি ভীষণই বিরক্তিকর এবং ইনবক্সও ভরিয়ে তোলে।
advertisement
অজ্ঞাতপরিচয় কোনও ব্যবহারকারীর কাছ থেকে আসা লিঙ্কে ক্লিক নয়: বিনামূল্যে উপহার প্রাপ্তি কিংবা কোনও পুরস্কার জয় সংক্রান্ত লিঙ্ক পেলেও সেই প্রলোভনের ফাঁদে পা দেওয়া চলবে না। কারণ ওই ধরনের লিঙ্কে ক্লিক করলেই বিপদে পড়তে পারেন।
advertisement
WhatsApp account-এর টু-স্টেপ ভেরিফিকেশন এনেবল না করা: নিজের WhatsApp account-এর two-step verification এনেবল করা আবশ্যক। সেই সঙ্গে সব সময় সফটওয়্যার আপডেট করে রাখতে হবে। ফলে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করার জন্য এটা অতিরিক্ত পদক্ষেপ।
advertisement