WhatsApp-এ অচেনা নম্বর থেকে আসা মেসেজ নিয়ে নাজেহাল? জব্দ করুন এভাবে...
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp Update: এমন একটি বৈশিষ্ট্য পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের অপরিচিত বা অপরিচিত নম্বরের বার্তাগুলিকে ব্লক করতে দেয়।
advertisement
advertisement
advertisement
টগল বাটন থেকে এই ফিচার চালু করতে পারবেন ইউজাররা। এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপর উপরের ডানদিকে থ্রি ডট মেনুতে ক্লিক করলে বেশ কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। তারপর যেতে হবে প্রাইভেসি অপশনে। স্ক্রোল ডাউন করলে আসবে অ্যাডভান্সড অপশন। এতে ক্লিক করতে হবে। তাহলেই ব্লক আননোন মেসেজ ট্যাব সামনে চলে আসবে।
advertisement
হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করা সহজ এবং সুবিধাজনক। সবচেয়ে বড় কথা নিরাপদও। ফোন, চ্যাট থেকে ভিডিও কলের সুবিধা রয়েছে। ইউজারদের স্বার্থে একাধিক পদক্ষেপ করেছে মেটা। আঁটোসাঁটো গোপনীয়তাও বজায় রাখা হয়। সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে গেল হোয়াটসঅ্যাপ। মনে করা হচ্ছে, এই ফিচার পাবলিক বিটা ভার্সনে খুব শীঘ্রই চালু হয়ে যাবে।
advertisement