WhatsApp Trick: গোপনে পড়ুন অন্যের মেসেজ, কেউ জানতে পারবে না! জেনে নিন হোয়াটসঅ্যাপ-এর এই ট্রিকস
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Trick: মেসেজও পড়ে ফেলবেন, আর ব্লু টিকও দেখাবে না। এমনটা চাইলে কী করতে হবে জেনে নিন।
advertisement
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপে ব্লু টিক বন্ধ করার পদ্ধতি: প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে যেতে হবে। তারপর সিলেক্ট করতে হবে Privacy অপশন। এখানে Read Receipts অপশন রয়েছে। সেটা খুঁজে বের করতে হবে। Read Receipts অপশন বন্ধ করে দিলেই চ্যাটে ব্লু টিক পড়াও বন্ধ হয়ে যাবে। ইউজার চাইলে ভবিষ্যতে এই ফিচার ফের চালু করতে পারেন। পদ্ধতি একই।
advertisement
তবে একটা কথা বলে রাখা ভাল, ব্লু টিক ফিচার বন্ধ করে দিলে ইউজারও আর ব্লু টিক দেখতে পাবেন না। মানে তিনি মেসেজ পড়েছেন কি না তা যেমন বোঝা যাবে না, তেমনই তাঁর পাঠানো মেসেজ প্রাপক পড়েছেন কি না, তিনিও সেটা আর বুঝতে পারবেন না। তবে গ্রুপ চ্যাটে এটা করা যায় না। সেখানে সব সদস্যই মেসেজ পড়বে। দুটি ব্লু টিকও পড়বে।
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপে Last Seen অপশন গোপন রাখার পদ্ধতি: হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে গিয়ে Privacy অপশনে ক্লিক করতে হবে। এখানে Last Seen and Online অপশন রয়েছে। এবার ক্লিক করতে হবে এই অপশনে। এই অপশনে ক্লিক করলে ৪টি অপশন আসবে - Everyone, My Contacts, My Contacts Except এবং Nobody। Nobody অপশনে ক্লিক করলেই ইউজারের লাস্ট সিন এবং অনলাইন স্ট্যাটাস আর কেউ দেখতে পাবে না।







