WhatsApp Screenshot Feature: আর নয় স্ক্রিনশট! প্রোফাইল ছবির Screenshot নিয়ে বড় সিদ্ধান্ত WhatsApp-এর, শীঘ্রই ব্লক হবে এই ফিচার

Last Updated:
WhatsApp Screenshot Feature: মেসেজিং অ্যাপ এই বছরের শুরুতে অ্যান্ড্রয়েডের এই ফিচারটিকে ব্লক করার কথা জানিয়েছে, এখন WhatsApp আইফোন ব্যবহারকারীদের জন্যও এই ব্লক করার ফিচার নিয়ে আসছে।
1/8
WhatsApp এখন আইফোন ব্যবহারকারীদের জন্য এমন ফিচার আনতে চলেছে যেখানে অন্যের প্রোফাইলের ছবির স্ক্রিনশট নেওয়া যাবে না। মেসেজিং অ্যাপ এই বছরের শুরুতে অ্যান্ড্রয়েডের এই ফিচারটিকে ব্লক করার কথা জানিয়েছে, এখন WhatsApp আইফোন ব্যবহারকারীদের জন্যও এই ব্লক করার ফিচার নিয়ে আসছে।
WhatsApp এখন আইফোন ব্যবহারকারীদের জন্য এমন ফিচার আনতে চলেছে যেখানে অন্যের প্রোফাইলের ছবির স্ক্রিনশট নেওয়া যাবে না। মেসেজিং অ্যাপ এই বছরের শুরুতে অ্যান্ড্রয়েডের এই ফিচারটিকে ব্লক করার কথা জানিয়েছে, এখন WhatsApp আইফোন ব্যবহারকারীদের জন্যও এই ব্লক করার ফিচার নিয়ে আসছে।
advertisement
2/8
সহজ কথায়, আইওএস-এ WhatsApp ব্যবহারকারীরা, অন্তত বিটা ভার্সনে, এখন অন্য যে কাউকে তাঁদের ডিসপ্লে থেকে স্ক্রিনশট নেওয়া ব্লক করে দিতে পারেন। এটি একটি বড় সিকিউরিটি আপডেট করেছে সংস্থা।
সহজ কথায়, আইওএস-এ WhatsApp ব্যবহারকারীরা, অন্তত বিটা ভার্সনে, এখন অন্য যে কাউকে তাঁদের ডিসপ্লে থেকে স্ক্রিনশট নেওয়া ব্লক করে দিতে পারেন। এটি একটি বড় সিকিউরিটি আপডেট করেছে সংস্থা।
advertisement
3/8
WhatsApp প্রোফাইলে ব্যবহারকারীদের দীর্ঘতম সময়ের সাপেক্ষে ছবি রাখার সুযোগ দেয়। তবে কেউ যেন ব্যবহারকারীদের ফটো স্ক্রিনশট করে গোপনীয়তা উল্লঙ্ঘন বা ভুল উদ্দেশ্যের জন্য ব্যবহার না করতে পারেন, তার জন্য এটি একটি বড় সিকিউরিটি আপডেট।
WhatsApp প্রোফাইলে ব্যবহারকারীদের দীর্ঘতম সময়ের সাপেক্ষে ছবি রাখার সুযোগ দেয়। তবে কেউ যেন ব্যবহারকারীদের ফটো স্ক্রিনশট করে গোপনীয়তা উল্লঙ্ঘন বা ভুল উদ্দেশ্যের জন্য ব্যবহার না করতে পারেন, তার জন্য এটি একটি বড় সিকিউরিটি আপডেট।
advertisement
4/8
WhatsApp আইওএস বিটা ভার্সন ২৪.১০.১০.৭০ নতুন ফিচারটিকে আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত ভার্সনেই উপলব্ধ করবে বলে মনে করা হচ্ছে।
WhatsApp আইওএস বিটা ভার্সন ২৪.১০.১০.৭০ নতুন ফিচারটিকে আগামী কয়েক মাসের মধ্যেই সমস্ত ভার্সনেই উপলব্ধ করবে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/8
WhatsApp ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে আমাদের এই ফিচারটির কার্যকারিতা দেখিয়েছে এবং এখন আইফোনেও এই প্রোফাইল ছবির ফিচার নিয়ে হাজির হয়েছে। এছাড়াও বিটামালীকাধীন ফেসবুক একটি অনন্য প্রোফাইল পিকচার গার্ড টুল প্রদান করেছে যা অন্যদের ছবির স্ক্রিনশট নিতে বাধা দেয়।
WhatsApp ইতিমধ্যেই অ্যান্ড্রয়েডে আমাদের এই ফিচারটির কার্যকারিতা দেখিয়েছে এবং এখন আইফোনেও এই প্রোফাইল ছবির ফিচার নিয়ে হাজির হয়েছে। এছাড়াও বিটামালীকাধীন ফেসবুক একটি অনন্য প্রোফাইল পিকচার গার্ড টুল প্রদান করেছে যা অন্যদের ছবির স্ক্রিনশট নিতে বাধা দেয়।
advertisement
6/8
মেসেজিং অ্যাপটি প্রথমে ফটো ক্যাপচার করার পরিবর্তে একটি কালো স্ক্রিন অফার করবে এবং মেসেজ দিয়ে জানাবে যে, "অ্যাপের সীমাবদ্ধতার কারণে স্ক্রিনশট নেওয়া যাবে না।" তবে মনে করা হচ্ছে যে, WhatsApp এই ফিচারটি আর ঐচ্ছিক থাকবে না, যার মানে ম্যানুয়ালি সিকিউরিটি সেটিংস পরিবর্তন করা যাবে না।
মেসেজিং অ্যাপটি প্রথমে ফটো ক্যাপচার করার পরিবর্তে একটি কালো স্ক্রিন অফার করবে এবং মেসেজ দিয়ে জানাবে যে, "অ্যাপের সীমাবদ্ধতার কারণে স্ক্রিনশট নেওয়া যাবে না।" তবে মনে করা হচ্ছে যে, WhatsApp এই ফিচারটি আর ঐচ্ছিক থাকবে না, যার মানে ম্যানুয়ালি সিকিউরিটি সেটিংস পরিবর্তন করা যাবে না।
advertisement
7/8
এর পাশাপাশি, WhatsApp একটি নতুন অডিও কল বারেও কাজ করছে যা ব্যবহারকারীরদের মূল ইন্টারফেসে না গিয়ে সহজেই কল গ্রহণ করতে বা কাট করতে সাহায্য করবে।
এর পাশাপাশি, WhatsApp একটি নতুন অডিও কল বারেও কাজ করছে যা ব্যবহারকারীরদের মূল ইন্টারফেসে না গিয়ে সহজেই কল গ্রহণ করতে বা কাট করতে সাহায্য করবে।
advertisement
8/8
এই মেসেজিং অ্যাপটি WhatsApp ডেটা সংগঠিত করে ডিভাইস স্টোরেজ পরিচালনা করতেও সাহায্য করবে। এছাড়াও ব্যবহারকারীরদের আরও উন্নত মানের পরিষেবা দিতে WhatsApp সর্বদা কিছু না কিছু আপডেট করেই চলেছে।
এই মেসেজিং অ্যাপটি WhatsApp ডেটা সংগঠিত করে ডিভাইস স্টোরেজ পরিচালনা করতেও সাহায্য করবে। এছাড়াও ব্যবহারকারীরদের আরও উন্নত মানের পরিষেবা দিতে WhatsApp সর্বদা কিছু না কিছু আপডেট করেই চলেছে।
advertisement
advertisement
advertisement