WhatsApp-এর ভিডিও কল রেকর্ড করতে চাইছেন? জেনে নিন সহজ কায়দাটা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কিন্তু বহু ব্যবহারকারীই জানেন না, কী ভাবে WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করতে হয়। আসলে কিন্তু বিষয়টা বেশ তেমন কঠিন নয়
সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। এখন আমাদের প্রায় সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে WhatsApp। এর মাধ্যমে অফিসের কাজ ছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে বর্তমানে প্রায় সকলেই বিভিন্ন কাজের জন্য WhatsApp-এর উপরে নির্ভর করে থাকেন। আর WhatsApp-ও ইউজারদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নিত্যনতুন ফিচার লঞ্চ করে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অ্যান্ড্রয়েড ইউজাররা গুগল প্লে স্টোর থেকে XRecorder অ্যাপ ডাউনলোড করার পর, এর মাধ্যমে খুব সহজেই WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করতে পারবেন। এর জন্য ইউজারদের ফোনের স্ক্রিনে রেকর্ডিং অপশন দেখা যাবে। সেখান থেকেই WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করা সম্ভব। অর্থাৎ যাঁরা WhatsApp-এর ভিডিও কল রেকর্ডিং করতে চাইছেন, তাঁদের শুধু XRecorder অ্যাপ ডাউনলোড করতে হবে।