যদিও আজকাল হোয়াটসঅ্যাপ (WhatsApp Tips And Tricks)ছাড়াও ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম, সিগন্যালে অনেক মানুষ ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করে চলেন। তবে এখনও পর্যন্ত চ্যাটের জন্য সবথেকে বেশি সংখ্যক মানুষের পছন্দ কিন্তু হোয়াটসঅ্যাপই (WhatsApp Chat) , যেখানে ছবি, ভিডিও ও অন্যান্য জরুরি ফাইলও সহজেই পাঠাতে পারেন ইউজাররা। প্রতীকী ছবি।
জানিয়ে রাখি এই দুর্দান্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের ঝুলিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার (Features)। আবার রয়েছে একাধিক টিপস ও ট্রিকস (Tips And Tricks), যেগুলি জেনে রাখলে ইউজারদের (WhatsApp Chat) একাধিক ক্ষেত্রে খুব সুবিধা হতে পারে। এমনই এক ট্রিকস (WhatsApp Tips And Tricks) জানিয়ে রাখছি এই প্রতিবেদনে। এই সিক্রেট টিপস জানা থাকলে আপনাকে বোকা বানানো কিন্তু সহজ হবে না। প্রতীকী ছবি।
সঙ্গী সমানে ব্যস্ত ফোন স্ক্রিনে। আপনিও উসখুস করছেন প্রতিদিনের এক ছবি দেখতে দেখতে। এই অবস্থায় মনে যে প্রশ্ন অনবরত ধাক্কা মারে, আসলে কার সঙ্গে চ্যাট করছেন পার্টনার? অফিসের বন্ধু, ছেলেবেলার স্কুল-গ্রূপ না বিশেষ কেউ? যদি ফোনটা কেড়ে না নেওয়া হয় বা লুকিয়ে-চুরিয়ে না দেখা যায়, তাহলে সেই ব্যক্তি যে কার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করছেন এতক্ষণ ধরে, তা ধরাটা সত্যিই দুষ্কর। প্রতীকী ছবি।
খেয়াল রাখতে হবে – যাই করুন না কেন, এ ভাবে কে কার সঙ্গে বেশি চ্যাট করেছে, তা বোঝার জন্য সেই নির্দিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি কিন্তু আপনার দরকার হবেই। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে গেলে আপনার দরকার হবে সেই ব্যক্তির ফোনও। তাই যে যাই বলুক না কেন, পার্টনারের ফোনের পাসওয়ার্ডটি আপনাকে জানতেই হবে। তা নাহলে কিন্তু সব জারিজুরি জলে। প্রতীকী ছবি।