WhatsApp Tips and Tricks: WhatsApp-এ নম্বর সেভ না করেই চ্যাট করুন! জেনে নিন কী ভাবে
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp Tips and Tricks: অনেক সময়েই এমন নম্বরে WhatsApp মেসেজ করার দরকার হয় যে নম্বর মোবাইলে সেভ করা নেই। কিন্তু এর জন্য সহজ ও সরল উপায় রয়েছে।
সেরা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম হল WhatsApp। এর কারণ হল - এটি নিত্যনতুন ফিচার চালু করে। এই এক প্ল্যাটফর্মের মাধ্যমেই ইউজাররা চ্যাট, কল, ভিডিও কল করে অন্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেন। এছাড়াও নতুন নতুন ফিচার আনার জন্য অবিরাম কাজ করে চলেছে WhatsApp। তবে বেশ কিছু ফিচার আনা এখনও বাকি। এর মধ্যে অন্যতম হল - সেভ না করা কন্ট্যাক্টে মেসেজ পাঠানো। কারণ এই ফিচারটি এখনও নেই।
advertisement
আসলে WhatsApp-এ কাউকে মেসেজ পাঠাতে হলে প্রথমে তাঁদের নম্বর সেভ করতে হয়। এরপরেই তাঁদের মেসেজ পাঠানো যাবে। সেভ না করে কাউকে মেসেজ পাঠানো যায় না। এমন ফিচার এখনও আনেনি WhatsApp। তবে কিছু ট্রিক রয়েছে, যার মাধ্যমে আনসেভড নম্বরে মেসেজ করা সম্ভব। কিংবা যে নম্বর সেভ করতে চাইছেন না, তেমন নম্বরেও মেসেজ পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলি।
advertisement
সেলফ চ্যাট উইন্ডো ব্যবহার করে: ১. WhatsApp অ্যাপ খুলতে হবে। ২. ডান দিকের কোণে সার্চ আইকনে ট্যাপ করতে হবে। ৩. Message to yourself চ্যাট অপশন খুঁজে বার করতে হবে। ৪. এবার নিজের self chat উইন্ডোয় আনসেভড ফোন নম্বর লিখতে অথবা পেস্ট করতে হবে এবং সেন্ড করে দিতে হবে। ৫. এরপর নম্বরটা নীল হয়ে দেখাবে। ৬. এবার নম্বরটিকে ট্যাপ করে Chat with বিকল্প বেছে নিতে হবে। ৭. এবার নম্বরের সঙ্গে থাকা চ্যাট উইন্ডো খুলবে। এবার ওই ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে।
advertisement
advertisement
advertisement
iPhone ব্যবহার করে: ১. iPhone-এ Apple Shortcuts অ্যাপ খুলতে হবে। ২. Add shortcut বাটনে ট্যাপ করতে হবে। ৩. Non-Contact শর্টকাটে WhatsApp ইনস্টল করতে হবে। ৪. এরপর তা চালিয়ে যেতে ট্যাপ করতে হবে। ৫. Choose recipient বলে একটি পপ-আপ ভেসে উঠবে। ৬. এবার Choose recipient-এ কান্ট্রি কোড-সহ নম্বর লিখলেই হবে।