WhatsApp-এ নতুন ফিচার ! এবার এভাবেও ব্যবহার করতে পারেন স্টিকার

Last Updated:
1/6
ফের নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp। এবার  WhatsApp স্টেটাসে পৌঁছে গেল ইমোজি।
ফের নতুন ফিচার নিয়ে হাজির WhatsApp। এবার WhatsApp স্টেটাসে পৌঁছে গেল ইমোজি।
advertisement
2/6
WABetaInfo ওয়েবসাইটের এক রিপোর্টে যানা গিয়েছে  WhatsApp beta 2.19.110 এর হাত ধরে Android ফোনে WhatsApp এ যোগ হবে এই ফিচার।
WABetaInfo ওয়েবসাইটের এক রিপোর্টে যানা গিয়েছে WhatsApp beta 2.19.110 এর হাত ধরে Android ফোনে WhatsApp এ যোগ হবে এই ফিচার।
advertisement
3/6
এবার থেকে ইমোজি ব্যবহগার করা যাবে স্টেটাসেও । নতুন এই ইমোজি  আসার সাথেই পুরনো ইমোজি বাদ যাবে বলে জানানো গিয়েছে।
এবার থেকে ইমোজি ব্যবহগার করা যাবে স্টেটাসেও । নতুন এই ইমোজি আসার সাথেই পুরনো ইমোজি বাদ যাবে বলে জানানো গিয়েছে।
advertisement
4/6
 তবে এই ফিচার আপনার রোজকার WhatsApp কথোপকথনে কোন পরিবর্তন আনবে না।
তবে এই ফিচার আপনার রোজকার WhatsApp কথোপকথনে কোন পরিবর্তন আনবে না।
advertisement
5/6
এখন শুধুমাত্র  WhatsApp-এর বিটা গ্রাহকরা স্টেটাসে নতুন ইমোজি ব্যবহার করতে পারবেন। স্টেবেল আপডেটে কবে এই ফিচার পৌঁছাবে তা এখন জানা যায়নি।
এখন শুধুমাত্র WhatsApp-এর বিটা গ্রাহকরা স্টেটাসে নতুন ইমোজি ব্যবহার করতে পারবেন। স্টেবেল আপডেটে কবে এই ফিচার পৌঁছাবে তা এখন জানা যায়নি।
advertisement
6/6
সম্প্রতি iPhone, Android ও ওয়েব ভার্সানের WhatsApp –এ যোগ হয়েছিল অ্যানিমেটেড স্টিকার। এছাড়াও এই সপ্তাহেই চ্যাট উইন্ডোর স্ক্রিনশট নেওয়া নিষিদ্ধ হয়েছে WhatsApp –এ।
সম্প্রতি iPhone, Android ও ওয়েব ভার্সানের WhatsApp –এ যোগ হয়েছিল অ্যানিমেটেড স্টিকার। এছাড়াও এই সপ্তাহেই চ্যাট উইন্ডোর স্ক্রিনশট নেওয়া নিষিদ্ধ হয়েছে WhatsApp –এ।
advertisement
advertisement
advertisement