WhatsApp: WhatsApp-এ স্টিকারে আসছে বড় পরিবর্তন! Windows-এর জন্য আসছে নতুন ফিচার

Last Updated:
একটি প্রতিবেদন অনুসারে, এই স্টিকারগুলি সাধারণের চেয়ে অনেকটাই বড় হবে। তবে সকলেই যে এই সুবিধা পাবেন এমন নয়।
1/8
আবার নতুন ফিচার আনতে চলেছে WhatsApp। তবে এবার এই পরিবর্তন আসবে Windows-এর জন্য।
আবার নতুন ফিচার আনতে চলেছে WhatsApp। তবে এবার এই পরিবর্তন আসবে Windows-এর জন্য।
advertisement
2/8
Meta-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp Windows-এর জন্য তার ডেস্কটপ অ্যাপে এই নতুন ফিচার চালু করতে চলেছে। প্রস্তুতি সারা।
Meta-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp Windows-এর জন্য তার ডেস্কটপ অ্যাপে এই নতুন ফিচার চালু করতে চলেছে। প্রস্তুতি সারা।
advertisement
3/8
ব্যবহারকারীরা মাইক্রোসফ্ট স্টোর থেকে সর্বশেষ WhatsApp বিটা ভার্সন ইনস্টল করে নিলেই ডেস্কটপে বড় স্টিকারগুলি ব্যবহার করতে পারবেন। WABetaInfo-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।
ব্যবহারকারীরা মাইক্রোসফ্ট স্টোর থেকে সর্বশেষ WhatsApp বিটা ভার্সন ইনস্টল করে নিলেই ডেস্কটপে বড় স্টিকারগুলি ব্যবহার করতে পারবেন। WABetaInfo-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে।
advertisement
4/8
একটি প্রতিবেদন অনুসারে, এই স্টিকারগুলি সাধারণের চেয়ে অনেকটাই বড় হবে। তবে সকলেই যে এই সুবিধা পাবেন এমন নয়। ব্যবহারকারীদের মধ্যে একটি নির্বাচিত গোষ্ঠীই আপাতত এটি ব্যবহার করতে পারবেন। কী করে বোঝা যাবে, এই ফিচার চালু হয়েছে কিনা! সেজন্য কোনও প্রিয়জনকে একটা স্টিকার পাঠিয়ে দেখে নেওয়া যেতে পারে। যদি কেউ সফল না হন, তবে বুঝতে হবে, তাঁর অ্যাকাউন্টে ওই সুবিধা এখনও মেলেনি। এজন্য WhatsApp-এর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।
একটি প্রতিবেদন অনুসারে, এই স্টিকারগুলি সাধারণের চেয়ে অনেকটাই বড় হবে। তবে সকলেই যে এই সুবিধা পাবেন এমন নয়। ব্যবহারকারীদের মধ্যে একটি নির্বাচিত গোষ্ঠীই আপাতত এটি ব্যবহার করতে পারবেন। কী করে বোঝা যাবে, এই ফিচার চালু হয়েছে কিনা! সেজন্য কোনও প্রিয়জনকে একটা স্টিকার পাঠিয়ে দেখে নেওয়া যেতে পারে। যদি কেউ সফল না হন, তবে বুঝতে হবে, তাঁর অ্যাকাউন্টে ওই সুবিধা এখনও মেলেনি। এজন্য WhatsApp-এর পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।
advertisement
5/8
স্টিকার সাধারণত ইমোজির তুলনায় আরও বেশি আকর্ষণীয়। যেকোনও কথোপকথনে সেগুলি যখন দৃশ্যমান হয়, তখন ভাল প্রভাব পড়ে। বিশেষত যেসব স্টিকার কাস্টোমাইজ করা যায়, তার চাহিদা বেশি। কথার বাইরে বেরিয়ে এই ধরনের স্টিকারের সাহায্যে মনের ভাব প্রকাশ করা সহজ বলে মনে করে আধুনিক প্রজন্ম।
স্টিকার সাধারণত ইমোজির তুলনায় আরও বেশি আকর্ষণীয়। যেকোনও কথোপকথনে সেগুলি যখন দৃশ্যমান হয়, তখন ভাল প্রভাব পড়ে। বিশেষত যেসব স্টিকার কাস্টোমাইজ করা যায়, তার চাহিদা বেশি। কথার বাইরে বেরিয়ে এই ধরনের স্টিকারের সাহায্যে মনের ভাব প্রকাশ করা সহজ বলে মনে করে আধুনিক প্রজন্ম।
advertisement
6/8
তবে এই আপডেটটি শুধুমাত্র Windows-এর জন্য WhatsApp বিটাতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। অর্থাৎ, ডেস্কটপ নেটিভ অ্যাপ থেকে বড় স্টিকার পাঠানো হলেও সেটি মোবাইল অ্যাপে একই আকারে প্রদর্শিত হবে না। কিছু বিটা টেস্টারের কাছে বড় স্টিকার পাওয়া যাবে।
তবে এই আপডেটটি শুধুমাত্র Windows-এর জন্য WhatsApp বিটাতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। অর্থাৎ, ডেস্কটপ নেটিভ অ্যাপ থেকে বড় স্টিকার পাঠানো হলেও সেটি মোবাইল অ্যাপে একই আকারে প্রদর্শিত হবে না। কিছু বিটা টেস্টারের কাছে বড় স্টিকার পাওয়া যাবে।
advertisement
7/8
যদি আপডেটটি Microsoft স্টোরে দেখা না যায়, তাহলে অপেক্ষা করতে হবে। মনে করা হচ্ছে আগামী দিনে অন্য ব্যবহারকারীদের জন্যও খুলে যাবে এই সুযোগ।
যদি আপডেটটি Microsoft স্টোরে দেখা না যায়, তাহলে অপেক্ষা করতে হবে। মনে করা হচ্ছে আগামী দিনে অন্য ব্যবহারকারীদের জন্যও খুলে যাবে এই সুযোগ।
advertisement
8/8
 ইতিমধ্যে, WhatsApp কমিউনিটির ট্যাবের জন্য একটি টুইক করা ইন্টারফেসও চালু করছে। এর আগে, কমিউনিটি আইকনটি-কে গোল আকার দেওয়া হয়েছিল, যাতে এটিকে অন্য কথোপকথন থেকে আলাদা করা সহজ হয়৷
ইতিমধ্যে, WhatsApp কমিউনিটির ট্যাবের জন্য একটি টুইক করা ইন্টারফেসও চালু করছে। এর আগে, কমিউনিটি আইকনটি-কে গোল আকার দেওয়া হয়েছিল, যাতে এটিকে অন্য কথোপকথন থেকে আলাদা করা সহজ হয়৷
advertisement
advertisement
advertisement