WhatsApp Status: ইনস্টাগ্রামের মতো এবার হোয়াটসঅ্যাপ স্টাটাসে যোগ করা যাবে গান, জেনে নিন কীভাবে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Status: এবার তেমনই নতুন ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ। টেক্সট, ইমেজ বা ভিডিও স্ট্যাটাসে এবার ১৫ সেকেন্ডের মিউজিক বা সঙ্গীত যুক্ত করতে পারবেন ইউজাররা।
advertisement
advertisement
WhatsApp-এর Updates সেকশনে এই ফিচার রয়েছে। এখান থেকে ফিচার অন করে স্ট্যাটাসে মিউজিক যোগ করতে পারবেন ইউজাররা। ছবি শেয়ার করলে ১৫ সেকেন্ডের, আর ভিডিও শেয়ার করলে ৬০ সেকেন্ডের অডিও যোগ করা যাবে। ইউজার তাঁর পছন্দের শিল্পী বা অ্যালবাম থেকে মিউজিক বেছে নিতে পারবেন। স্ট্যাটাসে এই মিউজিক থাকবে ২৪ ঘণ্টা পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
মিডিয়া নির্বাচন করার পর, স্ক্রীনের উপরে থাকা মিউজিক আইকনে ক্লিক করতে হবে। এবার “Popular in India” তালিকা থেকে গান বেছে নেওয়ার পালা। ইউজার যে কোনও একটি গান বেছে নিতে পারবেন। পছন্দসই গান নির্বাচন করার পর, “Done” অপশনে ক্লিক করতে হবে। তারপর নীচের ডান দিকের সবুজ আইকনে ট্যাপ করলেই মিউজিক সহ স্ট্যাটাস আপলোড হয়ে যাবে।
advertisement