করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। কিন্ত এই অ্যাপ-এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ তাই মুশকিল আসানে এবার হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
মেসেঞ্জার রুম এমন একটি প্লাটফর্ম, যেখানে প্রাইভেট স্পেসে লিঙ্ক শেয়ার করে ভিডিও কলিং করা সম্ভব। এমন কী যারা ফেসবুক অ্যাপ ব্যভা করেণ না তারাও খুব সহজেই পাঠান লিঙ্কে ক্লিক করে জুড়তে পাড়বেন ভিডিও কলে। ফেসবুক ম্যাসেঞ্জারে রুমের বিষয়ে বললে এতে ব্যবহারকারীরা অ্যাপ স্যুইচ না করেই Whatsapp বা ইনস্টাগ্রাম থেকে ভিডিও চ্যাট রুমে যুক্ত হতে পারে।