WhatsApp Scam: "বিপদে আছি, টাকা পাঠাও"! WhatsApp-এ প্রিয়জনের বার্তা পেলেই সতর্ক হন !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
WhatsApp Scam: হোয়াটসঅ্যাপে এবার নতুন বিপদ। আপনার পরিচিত মানুষ হোয়াটসঅ্যাপে টাকা চাইলেই সাবধান! এটা কিন্তু টাকা চুরির নতুন ট্র্যাপ।
advertisement
সম্প্রতি দিল্লির বাসিন্দা এক মহিলার সঙ্গে এমন প্রতারণার ঘটনা ঘটেছে। বিদেশে পড়তে যাওয়া ছেলের নম্বর থেকে হঠাট মায়ের কাছে হোয়াটসঅ্যাপ আসে। ৫০ হাজার টাকা এখুনি পাঠাও খুব দরকার। বাকিটা পড়ে বলছি। সঙ্গে সঙ্গে মহিলা টাকা পাঠিয়ে দেন। পড়ে ছেলেকে ফোন করলে জানতে পারেন, তাঁর ছেলে ফোন করেইনি। photo source collected
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, প্রতারকরা আপনার প্রিয়জন বা বন্ধুর নম্বর ‘ক্লোন’ করে তা এই সব কাজে ব্যবহার করে। এ ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক কারও ফোন হারিয়ে গেলে। কারণ সেই হারানো ফোন থেকে প্রতারণার ফাঁদ পাতা আরও সহজ। তাই কেউ বিপদে আছে , টাকা চাই বললেই, সঙ্গে সঙ্গে টাকা পাঠাবেন না। আগে ফোনে খোঁজ নিন। photo source collected