ব্যস্ততায় অনেক মেসেজ পড়া হয়নি? চিন্তা নেই, একাধিক আনরিড মেসেজ এখন পড়ুন এক ক্লিকে! WhatsApp আনছে দারুণ ফিচার
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: ব্যবহারকারীদের এই কঠিন কাজটিকে সহজ করে তুলবে WhatsApp-এর এই ফিচার। কীভাবে করবে কাজ, জেনে নিন
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই প্ল্যাটফর্মকে উন্নত করার জন্য ক্রমাগত নতুন ফিচার চালু করে থাকে WhatsApp। এবার সংশ্লিষ্ট সংস্থাটি আর একটি নতুন এআই-চালিত ফিচার নিয়ে আসতে চলেছে। এই ফিচারটির নাম Quick Recap ফিচার। আসলে এই বিশেষ ফিচারটি এমন একটি ফিচার, যা সেইসব ব্যবহারকারীদের জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে, যাঁরা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকেন এবং দীর্ঘ কনভার্সেশন দেখার জন্য বারবার স্ক্রোল করে সময় নষ্ট করতে চান না।
advertisement
advertisement
advertisement
এই ফিচারটি মেটা এআই-এর সাহায্যে কাজ করবে। ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় পাঁচটি পর্যন্ত চ্যাট নির্বাচন করে পড়তে পারবেন। তারপর উপরের ডান দিকে থ্রি-ডট মেন্যুতে ক্লিক করে Quick Recap ফিচারটি নির্বাচন করতে হবে এবং ব্যবহারকারী মেসেজের সারাংশটি পড়তে পারেন। বিশেষ বিষয় হল যে, এই ফিচারটি প্রাইভেট এবং গ্রুপ উভয় চ্যাটেরই সারাংশ দিতে সক্ষম।
advertisement
WhatsApp-এর তরফে জানানো হয়েছে যে, এই ফিচারটি মেটা প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি ব্যবহার করে কাজ করবে। অর্থাৎ মেসেজের ডেটা কখনওই রিডেবল ফরম্যাটে WhatsApp বা Meta-য় পৌঁছবে না। ডেটা এনক্রিপ্ট করা থাকবে। WhatsApp-এর তরফে জানানো হয়েছে, ব্যবহারকারীদের দয়া করে মনে রাখতে হবে যে, Advanced Chat Privacy দ্বারা প্রোটেক্টেড মেসেজগুলি এই ফিচারের অন্তর্ভুক্ত থাকবে না।
advertisement
এই Advanced Chat Privacy ফিচারটি ব্যবহারকারীরা কবে থেকে ব্যবহার করতে পারবেন? উত্তরে WhatsApp জানিয়ে দিয়েছে যে, এই ফিচারটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে এবং WhatsApp বিটা ভার্সন অ্যান্ড্রয়েড 2.25.21.12-তে পাওয়া যাচ্ছে। শীঘ্রই এটি বিটা ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তারপরে নিয়মিত স্টেবল আপডেটের মাধ্যমে সকলের জন্য এটি প্রদান করা হবে। অন্যদিকে, iOS ব্যবহারকারীরা কবে এই ধরনের ফিচার পাবেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্যের বিশদ বিবরণ পাওয়া যায়নি।