WhatsApp Feature Update: গ্রুপ যত ছোটই হোক, হোয়াটসঅ্যাপে এবার ‘গল্প-আড্ডা’ চলবে এক ক্লিকে! নতুন ফিচারে চমক

Last Updated:
বড় গ্রুপগুলি অর্থাৎ যে গ্রুপে সদস্য সংখ্যা বেশি, সেগুলির ক্ষেত্রে WhatsApp ভয়েস চ্যাট ফিচার সাপোর্ট করে। কিন্তু এখন থেকে এই লিমিট সরিয়ে নিচ্ছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।
1/7
WhatsApp Group-গুলি ছোট-বড় নানা মাপের হয়। বড় গ্রুপগুলি অর্থাৎ যে গ্রুপে সদস্য সংখ্যা বেশি, সেগুলির ক্ষেত্রে WhatsApp ভয়েস চ্যাট ফিচার সাপোর্ট করে। কিন্তু এখন থেকে এই লিমিট সরিয়ে নিচ্ছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। যার ফলে এবার ছোট গ্রুপগুলির সদস্যরাও এই ফিচারটি উপভোগ করতে পারবেন।
WhatsApp Group-গুলি ছোট-বড় নানা মাপের হয়। বড় গ্রুপগুলি অর্থাৎ যে গ্রুপে সদস্য সংখ্যা বেশি, সেগুলির ক্ষেত্রে WhatsApp ভয়েস চ্যাট ফিচার সাপোর্ট করে। কিন্তু এখন থেকে এই লিমিট সরিয়ে নিচ্ছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। যার ফলে এবার ছোট গ্রুপগুলির সদস্যরাও এই ফিচারটি উপভোগ করতে পারবেন।
advertisement
2/7
Clubhouse-এর মতো অ্যাপগুলির ক্ষেত্রে ভয়েস চ্যাট অনেকটা ফ্যাশনের মতো ছিল। কম সময়ের জন্যই তা পাওয়া গিয়েছিল। তবে এখন আরও বেশি গ্রাহকের জন্য এই ফিচার প্রদান করছে WhatsApp। আসন্ন সময়ে Android এবং iOS উভয়ের জন্যই এই নতুন গ্রুপ ফিচার আনছে WhatsApp।
Clubhouse-এর মতো অ্যাপগুলির ক্ষেত্রে ভয়েস চ্যাট অনেকটা ফ্যাশনের মতো ছিল। কম সময়ের জন্যই তা পাওয়া গিয়েছিল। তবে এখন আরও বেশি গ্রাহকের জন্য এই ফিচার প্রদান করছে WhatsApp। আসন্ন সময়ে Android এবং iOS উভয়ের জন্যই এই নতুন গ্রুপ ফিচার আনছে WhatsApp।
advertisement
3/7
ছোট গ্রুপের জন্য WhatsApp Voice Chat: কীভাবে তা কাজ করে? এই নয়া আপডেটকে নিউ অডিও হ্যাংআউট বলে অভিহিত করছে WhatsApp। কারণ এর মাধ্যমে ছোট ছোট গ্রুপের সদস্যরা এই মেসেজিং অ্যাপে ভয়েস কনভার্সেশন শুরু করতে পারবেন, যা অনেকটা পার্সোনাল পডকাস্টের মতোই।
ছোট গ্রুপের জন্য WhatsApp Voice Chat: কীভাবে তা কাজ করে? এই নয়া আপডেটকে নিউ অডিও হ্যাংআউট বলে অভিহিত করছে WhatsApp। কারণ এর মাধ্যমে ছোট ছোট গ্রুপের সদস্যরা এই মেসেজিং অ্যাপে ভয়েস কনভার্সেশন শুরু করতে পারবেন, যা অনেকটা পার্সোনাল পডকাস্টের মতোই।
advertisement
4/7
WhatsApp আরও জানায় যে, গ্রুপের মধ্যে কেউ ভয়েস চ্যাট শুরু করলে তা অন্যদের কাছেও নোটিফিকেশন পাঠাবে। ফলে অন্য সদস্যদের কাছে বিষয়টি জয়েন করার ক্ষেত্রে সহজ হবে। আর এমনকী তাঁরা চাইলে যখন খুশি সেই হ্যাংআউট থেকে বেরিয়েও যেতে পারবেন।
WhatsApp আরও জানায় যে, গ্রুপের মধ্যে কেউ ভয়েস চ্যাট শুরু করলে তা অন্যদের কাছেও নোটিফিকেশন পাঠাবে। ফলে অন্য সদস্যদের কাছে বিষয়টি জয়েন করার ক্ষেত্রে সহজ হবে। আর এমনকী তাঁরা চাইলে যখন খুশি সেই হ্যাংআউট থেকে বেরিয়েও যেতে পারবেন।
advertisement
5/7
এর পাশাপাশি এই প্ল্যাটফর্ম চ্যাটের ঠিক নীচে ভয়েস চ্যাট পিন করে দেবে। যাতে ব্যবহারকারী অনায়াসে কল কন্ট্রোল অ্যাক্সেস করতে পারেন। নতুন সদস্যরা যখন চাইবেন, তখন এতে জয়েন করতে পারবেন। এমনকী কারা ইতিমধ্যেই যোগ দিয়েছেন, সেটাও দেখতে পাবেন। এই আপডেট এমন একটি ফিচার আনছে, যা ইতিমধ্যেই প্রদান করেছে X Space এবং Clubhouse। এবার তা WhatsApp-এও পাওয়া যাবে।
এর পাশাপাশি এই প্ল্যাটফর্ম চ্যাটের ঠিক নীচে ভয়েস চ্যাট পিন করে দেবে। যাতে ব্যবহারকারী অনায়াসে কল কন্ট্রোল অ্যাক্সেস করতে পারেন। নতুন সদস্যরা যখন চাইবেন, তখন এতে জয়েন করতে পারবেন। এমনকী কারা ইতিমধ্যেই যোগ দিয়েছেন, সেটাও দেখতে পাবেন। এই আপডেট এমন একটি ফিচার আনছে, যা ইতিমধ্যেই প্রদান করেছে X Space এবং Clubhouse। এবার তা WhatsApp-এও পাওয়া যাবে।
advertisement
6/7
কীভাবে WhatsApp Group-এ ভয়েস চ্যাট শুরু করা যাবে? WhatsApp Group-এ ভয়েস চ্যাট শুরু করার জন্য নিজের চ্যাটের একেবারে নীচের দিকে যেতে হবে। চ্যাট বক্স থেকে এবার উপরের দিকে সোয়াইপ করে কয়েক সেকেন্ডের জন্য হোল্ড করে রাখতে হবে। এতে গ্রুপে ভয়েস চ্যাট অ্যাক্টিভেট হয়ে যাবে।
কীভাবে WhatsApp Group-এ ভয়েস চ্যাট শুরু করা যাবে? WhatsApp Group-এ ভয়েস চ্যাট শুরু করার জন্য নিজের চ্যাটের একেবারে নীচের দিকে যেতে হবে। চ্যাট বক্স থেকে এবার উপরের দিকে সোয়াইপ করে কয়েক সেকেন্ডের জন্য হোল্ড করে রাখতে হবে। এতে গ্রুপে ভয়েস চ্যাট অ্যাক্টিভেট হয়ে যাবে।
advertisement
7/7
কিন্তু এখনই কেন করা হচ্ছে রোল আউট? এখন কেন এই ফিচার রোল আউট করা হচ্ছে, সেই বিষয়ে কিছুই বলেনি WhatsApp। কিন্তু তারা এটা নিশ্চিত করেছেব যে, সমস্ত চ্যাট, কল এবং মিডিয়া ফাইলের মতোই ভয়েস চ্যাটও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।
কিন্তু এখনই কেন করা হচ্ছে রোল আউট? এখন কেন এই ফিচার রোল আউট করা হচ্ছে, সেই বিষয়ে কিছুই বলেনি WhatsApp। কিন্তু তারা এটা নিশ্চিত করেছেব যে, সমস্ত চ্যাট, কল এবং মিডিয়া ফাইলের মতোই ভয়েস চ্যাটও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত।
advertisement
advertisement
advertisement