WhatsApp New Feature: WhatsApp-এ খুব শীঘ্রই নয়া ফিচার! এবার স্টিকার ব্যবহার করে ছবি আর মেসেজে রিঅ্যাকশন দিতে পারবেন ব্যবহারকারীরা

Last Updated:
WhatsApp New Feature: খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে চলেছে WhatsApp। আর এই নয়া ফিচারের কারণে ব্যবহারকারীরা মেসেজ এবং মিডিয়ায় স্টিকার ব্যবহার করে রিঅ্যাকশন দিতে পারবেন।
1/8
ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন নতুন ফিচার এনেই চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। মূলত ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের অভিজ্ঞতা যাতে আরও সুন্দর হয়, সেটাই সংস্থার মূল লক্ষ্য। আপাতত সেই কথা মাথায় রেখেই একটি নয়া ফিচার পরীক্ষা করছে এই টেক জায়ান্ট।
ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন নতুন ফিচার এনেই চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। মূলত ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের অভিজ্ঞতা যাতে আরও সুন্দর হয়, সেটাই সংস্থার মূল লক্ষ্য। আপাতত সেই কথা মাথায় রেখেই একটি নয়া ফিচার পরীক্ষা করছে এই টেক জায়ান্ট।
advertisement
2/8
যা এই মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। টিপস্টার WABetaInfo-র তরফে বলা হয়েছে যে, খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে চলেছে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপ। আর এই নয়া ফিচারের কারণে ব্যবহারকারীরা মেসেজ এবং মিডিয়ায় স্টিকার ব্যবহার করে রিঅ্যাকশন দিতে পারবেন।
যা এই মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। টিপস্টার WABetaInfo-র তরফে বলা হয়েছে যে, খুব শীঘ্রই একটি নতুন ফিচার আনতে চলেছে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপ। আর এই নয়া ফিচারের কারণে ব্যবহারকারীরা মেসেজ এবং মিডিয়ায় স্টিকার ব্যবহার করে রিঅ্যাকশন দিতে পারবেন।
advertisement
3/8
বর্তমানে এই প্ল্যাটফর্ম ইমোজি রিঅ্যাকশনের সুবিধা প্রদান করে। যার ফলে অ্যাপ থেকে একটি ইমোজি সিলেক্ট করে কোনও মেসেজের প্রতিক্রিয়া দিতে পারেন ব্যবহারকারীরা। এর পাশাপাশি এবার নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে WhatsApp কনভার্সেশন এবং মিডিয়া ফাইলের জন্য স্টিকার রিঅ্যাকশন অন্তর্ভুক্ত করতে চলেছে।
বর্তমানে এই প্ল্যাটফর্ম ইমোজি রিঅ্যাকশনের সুবিধা প্রদান করে। যার ফলে অ্যাপ থেকে একটি ইমোজি সিলেক্ট করে কোনও মেসেজের প্রতিক্রিয়া দিতে পারেন ব্যবহারকারীরা। এর পাশাপাশি এবার নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপে WhatsApp কনভার্সেশন এবং মিডিয়া ফাইলের জন্য স্টিকার রিঅ্যাকশন অন্তর্ভুক্ত করতে চলেছে।
advertisement
4/8
WhatsApp-এর অফিসিয়াল প্যাকে থাকা স্টিকারের সম্পূর্ণ রেঞ্জ, এক্সটার্নাল অ্যাপের মাধ্যমে ইম্পোর্ট করা থার্ড-পার্টি স্টিকার, আগে থেকে সেভ করা স্টিকার অথবা ব্যবহারকারীর নিজের তৈরি করা যে কোনও স্টিকার সাপোর্ট করবে এই স্টিকারগুলি। এমনটাই জানা গিয়েছে।
WhatsApp-এর অফিসিয়াল প্যাকে থাকা স্টিকারের সম্পূর্ণ রেঞ্জ, এক্সটার্নাল অ্যাপের মাধ্যমে ইম্পোর্ট করা থার্ড-পার্টি স্টিকার, আগে থেকে সেভ করা স্টিকার অথবা ব্যবহারকারীর নিজের তৈরি করা যে কোনও স্টিকার সাপোর্ট করবে এই স্টিকারগুলি। এমনটাই জানা গিয়েছে।
advertisement
5/8
ওই টিপস্টার আরও জানিয়েছে যে, অ্যানিমেটেড স্টিকারের ক্ষেত্রেও রিঅ্যাকশন হিসেবে মিলবে সাপোর্ট। তবে এখানে একটি বিষয় রয়েছে। আসলে অ্যানিমেটেড স্টিকারগুলিকে Lottie Framework ব্যবহার করেই তৈরি করতে হবে ব্যবহারকারীদের। আসলে অ্যানিমেটেড স্টিকার অন্তর্ভুক্ত করে ব্যবহারকারীদের মেসেজে রিঅ্যাক্ট করার ক্ষমতা উন্নত করতে চাইছে WhatsApp। ফলে কথোপকথন হয়ে উঠবে আরও মনোগ্রাহী।
ওই টিপস্টার আরও জানিয়েছে যে, অ্যানিমেটেড স্টিকারের ক্ষেত্রেও রিঅ্যাকশন হিসেবে মিলবে সাপোর্ট। তবে এখানে একটি বিষয় রয়েছে। আসলে অ্যানিমেটেড স্টিকারগুলিকে Lottie Framework ব্যবহার করেই তৈরি করতে হবে ব্যবহারকারীদের। আসলে অ্যানিমেটেড স্টিকার অন্তর্ভুক্ত করে ব্যবহারকারীদের মেসেজে রিঅ্যাক্ট করার ক্ষমতা উন্নত করতে চাইছে WhatsApp। ফলে কথোপকথন হয়ে উঠবে আরও মনোগ্রাহী।
advertisement
6/8
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লেটেস্ট WhatsApp beta 2.25.13.23 আপডেটে দেখা গিয়েছে এই ফিচার। যদিও iMessage-এ iPhone ব্যবহারকারীরা ইতিমধ্যেই মেসেজ এবং মিডিয়ায় স্টিকার রিঅ্যাকশন দিতে পারেন। অর্থাৎ iPhone ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই ফিচার পেয়ে গিয়েছেন
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের লেটেস্ট WhatsApp beta 2.25.13.23 আপডেটে দেখা গিয়েছে এই ফিচার। যদিও iMessage-এ iPhone ব্যবহারকারীরা ইতিমধ্যেই মেসেজ এবং মিডিয়ায় স্টিকার রিঅ্যাকশন দিতে পারেন। অর্থাৎ iPhone ব্যবহারকারীরা ইতিমধ্যেই এই ফিচার পেয়ে গিয়েছেন
advertisement
7/8
রিপোর্টে বলা হয়েছে যে, ব্যবহারকারীরা একটি মেসেজে একটু বেশি সময় ধরে চাপ দিলে বা লং-প্রেস করে রাখলে পপ-আপ মেন্যু খুলে যাবে। একটি স্টিকারের পাশাপাশি ৬টি উপলব্ধ ইমোজি দেখা যাবে। স্টিকার অন্তর্ভুক্ত করার জন্য এই বিকল্পগুলিকে কাস্টোমাইজও করা যাবে। এরপর সেটি মেসেজের রিঅ্যাকশন দেওয়ার কাজে ব্যবহার করা যাবে।
রিপোর্টে বলা হয়েছে যে, ব্যবহারকারীরা একটি মেসেজে একটু বেশি সময় ধরে চাপ দিলে বা লং-প্রেস করে রাখলে পপ-আপ মেন্যু খুলে যাবে। একটি স্টিকারের পাশাপাশি ৬টি উপলব্ধ ইমোজি দেখা যাবে। স্টিকার অন্তর্ভুক্ত করার জন্য এই বিকল্পগুলিকে কাস্টোমাইজও করা যাবে। এরপর সেটি মেসেজের রিঅ্যাকশন দেওয়ার কাজে ব্যবহার করা যাবে।
advertisement
8/8
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ফিচারটি আপাতত বিটা টেস্টিংয়ের আওতায় রয়েছে। পরবর্তীতে iOS ডিভাইসেও তা এক্সপ্যান্ড করতে পারে Meta। আপাতত এটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। তাই আশা করা যেতে পারে যে, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি রোল আউট করতে পারে Meta।
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ফিচারটি আপাতত বিটা টেস্টিংয়ের আওতায় রয়েছে। পরবর্তীতে iOS ডিভাইসেও তা এক্সপ্যান্ড করতে পারে Meta। আপাতত এটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। তাই আশা করা যেতে পারে যে, আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচারটি রোল আউট করতে পারে Meta।
advertisement
advertisement
advertisement