WhatsApp Status হতে চলেছে আরও মজাদার; আসন্ন এই ফিচারের বিষয়ে জেনে নিন বিশদে

Last Updated:
WhatsApp-এর অন্যতম জনপ্রিয় ফিচার হল - স্টেটাস আপডেট। এর মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট এবং আরও নানা কিছু শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা।
1/6
বিশ্বের সবথেকে বড় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছে WhatsApp। বর্তমানে বিশ্ব জুড়ে জনপ্রিয় এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৩.৫ বিলিয়নেরও বেশি। ব্যবহারকারীদের নিরাপত্তা এবং অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন নতুন ফিচার রোল আউট করে যেতে থাকে এই সংস্থা।
বিশ্বের সবথেকে বড় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছে WhatsApp। বর্তমানে বিশ্ব জুড়ে জনপ্রিয় এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৩.৫ বিলিয়নেরও বেশি। ব্যবহারকারীদের নিরাপত্তা এবং অভিজ্ঞতা উন্নত করার জন্য নতুন নতুন ফিচার রোল আউট করে যেতে থাকে এই সংস্থা।
advertisement
2/6
WhatsApp-এর অন্যতম জনপ্রিয় ফিচার হল - স্টেটাস আপডেট। এর মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট এবং আরও নানা কিছু শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। আর WhatsApp Status-এ দুর্দান্ত কিছু বদল আসতে চলেছে। যার জন্য মুখিয়ে রয়েছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী।
WhatsApp-এর অন্যতম জনপ্রিয় ফিচার হল - স্টেটাস আপডেট। এর মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট এবং আরও নানা কিছু শেয়ার করতে পারেন ব্যবহারকারীরা। আর WhatsApp Status-এ দুর্দান্ত কিছু বদল আসতে চলেছে। যার জন্য মুখিয়ে রয়েছেন লক্ষ লক্ষ ব্যবহারকারী।
advertisement
3/6
সম্প্রতি স্টেটাস আপডেটের জন্য একটি মিউজিক ফিচার চালু করেছে WhatsApp। আর এখন নতুন ভিডিও শেয়ারিং অপশন আসতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এবার থেকে WhatsApp Status-এ লম্বা দৈর্ঘ্যের ভিডিও ভাগ করে নিতে পারবেন ব্যবহারকারীরা। যাঁরা নিজেদের ভিডিও কন্টেন্ট শেয়ার করার জন্য WhatsApp Status ব্যবহার করেন, তাঁদের জন্য এটা খুবই উপযোগী বলে প্রমাণিত হতে চলেছে।
সম্প্রতি স্টেটাস আপডেটের জন্য একটি মিউজিক ফিচার চালু করেছে WhatsApp। আর এখন নতুন ভিডিও শেয়ারিং অপশন আসতে চলেছে। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এবার থেকে WhatsApp Status-এ লম্বা দৈর্ঘ্যের ভিডিও ভাগ করে নিতে পারবেন ব্যবহারকারীরা। যাঁরা নিজেদের ভিডিও কন্টেন্ট শেয়ার করার জন্য WhatsApp Status ব্যবহার করেন, তাঁদের জন্য এটা খুবই উপযোগী বলে প্রমাণিত হতে চলেছে।
advertisement
4/6
WhatsApp-এর আসন্ন ফিচার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করার বিশ্বস্ত সূত্র হল WABetaInfo। আর সেখান থেকেই এই নতুন ফিচারের বিষয়ে কিছু তথ্য ভাগ করে নেওয়া হয়েছে। সেই রিপোর্টে ইঙ্গিত মিলেছে যে, Android ব্যবহারকারীদের জন্য বিটা ভার্সনে এই নয়া ফিচার দেখা গিয়েছে। এই আপডেটের সঙ্গে খুব শীঘ্রই ব্যবহারকারীরা নিজেদের স্টেটাসে ৯০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও ভাগ করে নিতে পারবেন।
WhatsApp-এর আসন্ন ফিচার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করার বিশ্বস্ত সূত্র হল WABetaInfo। আর সেখান থেকেই এই নতুন ফিচারের বিষয়ে কিছু তথ্য ভাগ করে নেওয়া হয়েছে। সেই রিপোর্টে ইঙ্গিত মিলেছে যে, Android ব্যবহারকারীদের জন্য বিটা ভার্সনে এই নয়া ফিচার দেখা গিয়েছে। এই আপডেটের সঙ্গে খুব শীঘ্রই ব্যবহারকারীরা নিজেদের স্টেটাসে ৯০ সেকেন্ড পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও ভাগ করে নিতে পারবেন।
advertisement
5/6
এর আগে ব্যবহারকারীরা স্টেটাসে ১ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। কিন্তু নতুন এই ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। আসন্ন এই আপডেটের জন্য ব্যবহারকারীরা লম্বা দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। যা প্রায় দেড় মিনিট দৈর্ঘ্যের। একটি স্ক্রিনশটে দেখা গিয়েছে যে, এই ফিচারটি ইতিমধ্যেই WABetaInfo-র তরফে রিলিজ করা হয়েছে। যদিও এটি পরীক্ষানিরীক্ষার মধ্যে রয়েছে, তবে খুবই শীঘ্রই তা ব্যবহারকারীদের মধ্যে রোল আউট করা হবে।
এর আগে ব্যবহারকারীরা স্টেটাসে ১ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। কিন্তু নতুন এই ফিচার ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে। আসন্ন এই আপডেটের জন্য ব্যবহারকারীরা লম্বা দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। যা প্রায় দেড় মিনিট দৈর্ঘ্যের। একটি স্ক্রিনশটে দেখা গিয়েছে যে, এই ফিচারটি ইতিমধ্যেই WABetaInfo-র তরফে রিলিজ করা হয়েছে। যদিও এটি পরীক্ষানিরীক্ষার মধ্যে রয়েছে, তবে খুবই শীঘ্রই তা ব্যবহারকারীদের মধ্যে রোল আউট করা হবে
advertisement
6/6
এদিকে আবার ভারত সরকারের তরফে দেশের লক্ষ লক্ষ WhatsApp ব্যবহারকারীর উদ্দেশ্যে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। CERT-In-এর মতে, যাঁরা নিজেদের কম্পিউটার এবং ল্যাপটপে WhatsApp অ্যাক্সেস কিংবা ব্যবহার করেন, তাঁদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ডেস্কটপ ডিভাইসের WhatsApp ব্যবহারকারীদের জন্য উচ্চ সতর্কতামূলক সাবধানবাণী জারি করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের আরও বেশি করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আবার ভারত সরকারের তরফে দেশের লক্ষ লক্ষ WhatsApp ব্যবহারকারীর উদ্দেশ্যে এক সতর্কবার্তা জারি করা হয়েছে। CERT-In-এর মতে, যাঁরা নিজেদের কম্পিউটার এবং ল্যাপটপে WhatsApp অ্যাক্সেস কিংবা ব্যবহার করেন, তাঁদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ডেস্কটপ ডিভাইসের WhatsApp ব্যবহারকারীদের জন্য উচ্চ সতর্কতামূলক সাবধানবাণী জারি করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের আরও বেশি করে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
advertisement