সবুজ রঙ কি এবার হারিয়ে যাবে! WhatsApp-এ আসছে ডিফল্ট থিম কালার বেছে নেওয়ার সুযোগ
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
২০২৪ সালও খুব ব্যতিক্রম হবে এমনটা নয়। WhatsApp অ্যাপ্লিকেশনে আরও নতুন ফিচার যুক্ত হতে চলেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, চিরপরিচিত সবুজ রঙ থেকে বেরিয়ে যেতে চাইছে WhatsApp। তা সে iOS হোক বা Android। এই পরিবর্তনটি অবশ্যই WhatsApp ব্যবহারকারীদের একটা নতুন অভিজ্ঞতা দেবে। অন্তত তাঁদের যাঁরা সুপরিচিত এই সবুজ রঙে বিরক্ত হয়ে উঠেছেন এবং চাইছেন অ্যাপের চেহারায় একটা বদল আসুক। WABetaInfo আরও জানিয়েছে যে WhatsApp ভবিষ্যতে ‘চ্যাট বাবল’-এর রঙ পরিবর্তন করার কথাও ভাবতে পারে।
advertisement
advertisement
এখনও পর্যন্ত, এই ফিচারটি ডেভলপমেন্ট স্তরে রয়েছে। অর্থাৎ, বিটা টেস্টাররাও ব্যবহার করতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, এটি iOS অ্যাপের বিটা সংস্করণে চলে আসবে খুব শীঘ্রই। তবে এখনও কেউ অ্যাপটি কাস্টমাইজ করতে একটি চ্যাট ওয়ালপেপার বেছে নিতে পারেন। উজ্জ্বল, গাঢ় রঙও মধ্যে বেছে নেওয়া যেতে পারে। চাইলে ব্যবহার করা যায় নিজের ছবিও।
advertisement









