সবুজ রঙ কি এবার হারিয়ে যাবে! WhatsApp-এ আসছে ডিফল্ট থিম কালার বেছে নেওয়ার সুযোগ

Last Updated:
২০২৪ সালও খুব ব্যতিক্রম হবে এমনটা নয়। WhatsApp অ্যাপ্লিকেশনে আরও নতুন ফিচার যুক্ত হতে চলেছে।
1/8
গত এক বছরের বেশি সময় ধরে WhatsApp তার অ্যাপ্লিকেশনে এনেছে একের পর এক পরিবর্তন। কখনও তা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় নতুন কবচ যুক্ত করতে তো কখনও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে।
গত এক বছরের বেশি সময় ধরে WhatsApp তার অ্যাপ্লিকেশনে এনেছে একের পর এক পরিবর্তন। কখনও তা নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় নতুন কবচ যুক্ত করতে তো কখনও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে।
advertisement
2/8
২০২৪ সালও খুব ব্যতিক্রম হবে এমনটা নয়। WhatsApp অ্যাপ্লিকেশনে আরও নতুন ফিচার যুক্ত হতে চলেছে। এরই মধ্যে একটি হল অ্যাপের থিম নির্বাচন। iOS ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
২০২৪ সালও খুব ব্যতিক্রম হবে এমনটা নয়। WhatsApp অ্যাপ্লিকেশনে আরও নতুন ফিচার যুক্ত হতে চলেছে। এরই মধ্যে একটি হল অ্যাপের থিম নির্বাচন। iOS ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
advertisement
3/8
WABetaInfo-র রিপোর্টে বলা হয়েছে, WhatsApp তার iOS অ্যাপের জন্য একটি নতুন থিম ফিচার তৈরি করছে, যেমনটা দেখা গিয়েছে iOS 24.1.10.70 আপডেটের লেটেস্ট WhatsApp বিটাতে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা পাঁচটি ভিন্ন রঙ থেকে একটি নির্বাচন করে অ্যাপটির জন্য একটি ডিফল্ট থিম কালার তৈরি করতে পারবেন।
WABetaInfo-র রিপোর্টে বলা হয়েছে, WhatsApp তার iOS অ্যাপের জন্য একটি নতুন থিম ফিচার তৈরি করছে, যেমনটা দেখা গিয়েছে iOS 24.1.10.70 আপডেটের লেটেস্ট WhatsApp বিটাতে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীরা পাঁচটি ভিন্ন রঙ থেকে একটি নির্বাচন করে অ্যাপটির জন্য একটি ডিফল্ট থিম কালার তৈরি করতে পারবেন।
advertisement
4/8
WABetaInfo-র শেয়ার করা স্ক্রিনশট-এ দেখা গিয়েছে, সবুজ ছাড়াও নীল, সাদা, কোরাল এবং বেগুনি রঙ। মনে করা হচ্ছে আপাতত এগুলির মধ্যে থেকেই বেছে নিতে পারবেন ব্যবহারকারী।
WABetaInfo-র শেয়ার করা স্ক্রিনশট-এ দেখা গিয়েছে, সবুজ ছাড়াও নীল, সাদা, কোরাল এবং বেগুনি রঙ। মনে করা হচ্ছে আপাতত এগুলির মধ্যে থেকেই বেছে নিতে পারবেন ব্যবহারকারী।
advertisement
5/8
প্রতিবেদনে বলা হয়েছে, চিরপরিচিত সবুজ রঙ থেকে বেরিয়ে যেতে চাইছে WhatsApp। তা সে iOS হোক বা Android। এই পরিবর্তনটি অবশ্যই WhatsApp ব্যবহারকারীদের একটা নতুন অভিজ্ঞতা দেবে। অন্তত তাঁদের যাঁরা সুপরিচিত এই সবুজ রঙে বিরক্ত হয়ে উঠেছেন এবং চাইছেন অ্যাপের চেহারায় একটা বদল আসুক। WABetaInfo আরও জানিয়েছে যে WhatsApp ভবিষ্যতে ‘চ্যাট বাবল’-এর রঙ পরিবর্তন করার কথাও ভাবতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, চিরপরিচিত সবুজ রঙ থেকে বেরিয়ে যেতে চাইছে WhatsApp। তা সে iOS হোক বা Android। এই পরিবর্তনটি অবশ্যই WhatsApp ব্যবহারকারীদের একটা নতুন অভিজ্ঞতা দেবে। অন্তত তাঁদের যাঁরা সুপরিচিত এই সবুজ রঙে বিরক্ত হয়ে উঠেছেন এবং চাইছেন অ্যাপের চেহারায় একটা বদল আসুক। WABetaInfo আরও জানিয়েছে যে WhatsApp ভবিষ্যতে ‘চ্যাট বাবল’-এর রঙ পরিবর্তন করার কথাও ভাবতে পারে।
advertisement
6/8
কবে থেকে ব্যবহার করা যাবে—
কবে থেকে ব্যবহার করা যাবে—
advertisement
7/8
এখনও পর্যন্ত, এই ফিচারটি ডেভলপমেন্ট স্তরে রয়েছে। অর্থাৎ, বিটা টেস্টাররাও ব্যবহার করতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, এটি iOS অ্যাপের বিটা সংস্করণে চলে আসবে খুব শীঘ্রই। তবে এখনও কেউ অ্যাপটি কাস্টমাইজ করতে একটি চ্যাট ওয়ালপেপার বেছে নিতে পারেন। উজ্জ্বল, গাঢ় রঙও মধ্যে বেছে নেওয়া যেতে পারে। চাইলে ব্যবহার করা যায় নিজের ছবিও।
এখনও পর্যন্ত, এই ফিচারটি ডেভলপমেন্ট স্তরে রয়েছে। অর্থাৎ, বিটা টেস্টাররাও ব্যবহার করতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, এটি iOS অ্যাপের বিটা সংস্করণে চলে আসবে খুব শীঘ্রই। তবে এখনও কেউ অ্যাপটি কাস্টমাইজ করতে একটি চ্যাট ওয়ালপেপার বেছে নিতে পারেন। উজ্জ্বল, গাঢ় রঙও মধ্যে বেছে নেওয়া যেতে পারে। চাইলে ব্যবহার করা যায় নিজের ছবিও।
advertisement
8/8
এর পাশাপাশি WhatsApp–এর ওয়েব সংস্করণে একটি নতুন আপডেট পরীক্ষা করছে সংস্থা। সেক্ষেত্রে একটি গাঢ় রঙের স্কিম এবং একটি রি-ডিজাইন করা সাইডবার রাখা হয়েছে। বলা হচ্ছে এতে ব্যবহারকারীর চোখের উপর চাপ কমবে।
এর পাশাপাশি WhatsApp–এর ওয়েব সংস্করণে একটি নতুন আপডেট পরীক্ষা করছে সংস্থা। সেক্ষেত্রে একটি গাঢ় রঙের স্কিম এবং একটি রি-ডিজাইন করা সাইডবার রাখা হয়েছে। বলা হচ্ছে এতে ব্যবহারকারীর চোখের উপর চাপ কমবে।
advertisement
advertisement
advertisement