WhatsApp-এ আসছে নতুন ফিচার, বিরাট সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা!

Last Updated:
সকলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার একটা অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে WhatsApp।
1/8
ভারত তথা সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। এই বিষয়ে অবশ্য আলাদা করে আর কিছু বলে দিতে হয় না! আসলে বেশিরভাগ মানুষের দিন শুরু হয় হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করেই।
ভারত তথা সারা বিশ্বে সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। এই বিষয়ে অবশ্য আলাদা করে আর কিছু বলে দিতে হয় না! আসলে বেশিরভাগ মানুষের দিন শুরু হয় হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করেই।
advertisement
2/8
সে বন্ধুর মেসেজ হোক, কিংবা পরিবারের সদস্যদের মেসেজ হোক অথবা আবার অফিসেরই মেসেজ হোক! সকাল থেকে শুরু করে সারা দিন ধরে চলতে থাকে মেসেজ আদানপ্রদান। আর এই মেসেজ চালাচালির পর্ব চলতে থাকে একেবারে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। ফলে বোঝাই যাচ্ছে যে, সকলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার একটা অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে WhatsApp।
সে বন্ধুর মেসেজ হোক, কিংবা পরিবারের সদস্যদের মেসেজ হোক অথবা আবার অফিসেরই মেসেজ হোক! সকাল থেকে শুরু করে সারা দিন ধরে চলতে থাকে মেসেজ আদানপ্রদান। আর এই মেসেজ চালাচালির পর্ব চলতে থাকে একেবারে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। ফলে বোঝাই যাচ্ছে যে, সকলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার একটা অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে WhatsApp।
advertisement
3/8
মেটা-মালিকানাধীন এই সংস্থা গত কয়েক মাসে ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করার জন্য বেশ কিছু নতুন ফিচার আনার কথা ঘোষণা করেছে। তবে এবার WhatsApp এমন একটা ফিচার আনার উপর কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ডকুমেন্ট আদানপ্রদান করতে পারবেন।
মেটা-মালিকানাধীন এই সংস্থা গত কয়েক মাসে ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করার জন্য বেশ কিছু নতুন ফিচার আনার কথা ঘোষণা করেছে। তবে এবার WhatsApp এমন একটা ফিচার আনার উপর কাজ করছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন ডকুমেন্ট আদানপ্রদান করতে পারবেন।
advertisement
4/8
WA Beta Info-র প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য নতুন ফিচার পরীক্ষা-নিরীক্ষা করছে WhatsApp। মেসেজিং অ্যাপটি ডকুমেন্ট প্রিভিউ অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। অর্থাৎ যখন কোনও ব্যবহারকারী কোনও ডকুমেন্ট শেয়ার করবেন, তিনি সেটা খোলার আগেই একটা ছোট্ট ছবি দেখতে পেয়ে যাবেন।
WA Beta Info-র প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডের জন্য নতুন ফিচার পরীক্ষা-নিরীক্ষা করছে WhatsApp। মেসেজিং অ্যাপটি ডকুমেন্ট প্রিভিউ অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে। অর্থাৎ যখন কোনও ব্যবহারকারী কোনও ডকুমেন্ট শেয়ার করবেন, তিনি সেটা খোলার আগেই একটা ছোট্ট ছবি দেখতে পেয়ে যাবেন।
advertisement
5/8
এতে চ্যাটের সঠিক নথি খুঁজে বার করা অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ ব্যবহারকারীরা না খুলেই এটি দেখতে সক্ষম হবেন। ফটো-ভিডিও শেয়ার করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর প্রিভিউ দেখার ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কন্টেন্ট খোলা উচিত না কি উচিত নয়।
এতে চ্যাটের সঠিক নথি খুঁজে বার করা অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ ব্যবহারকারীরা না খুলেই এটি দেখতে সক্ষম হবেন। ফটো-ভিডিও শেয়ার করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আর প্রিভিউ দেখার ফলে ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কন্টেন্ট খোলা উচিত না কি উচিত নয়।
advertisement
6/8
বর্তমানে WhatsApp-এ কোনও ছবি বা ভিডিও ডকুমেন্ট হিসেবে যদি শেয়ার করা হয়, প্রাপক সেটা ডাউনলোড না করলে দেখতে পারেন না। আসন্ন এই ফিচার আনা হলে সমস্যার সমাধান হবে।
বর্তমানে WhatsApp-এ কোনও ছবি বা ভিডিও ডকুমেন্ট হিসেবে যদি শেয়ার করা হয়, প্রাপক সেটা ডাউনলোড না করলে দেখতে পারেন না। আসন্ন এই ফিচার আনা হলে সমস্যার সমাধান হবে।
advertisement
7/8
এর পাশাপাশি WhatsApp আরও একটি ফিচার নিয়েও কাজ করছে। যেখানে কোন কন্ট্যাক্টের সঙ্গে চ্যাট করা যাবে, তার সাজেশনও আসবে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের কন্ট্যাক্টগুলি এমন কন্ট্যাক্ট হবে, যাদের সঙ্গে বহুদিন যোগাযোগ হয়নি।
এর পাশাপাশি WhatsApp আরও একটি ফিচার নিয়েও কাজ করছে। যেখানে কোন কন্ট্যাক্টের সঙ্গে চ্যাট করা যাবে, তার সাজেশনও আসবে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের কন্ট্যাক্টগুলি এমন কন্ট্যাক্ট হবে, যাদের সঙ্গে বহুদিন যোগাযোগ হয়নি।
advertisement
8/8
প্রথমে এই ফিচার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। কিন্তু WA Beta Info রিপোর্ট বলছে যে, এমনকী আইওএস ব্যবহারকারীরাও এই ফিচার পাবেন। WA Beta Info-র শেয়ার করা এই স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে যে, কিছু বাছাই করা বিটা টেস্টারই এই নয়া ফিচার পাচ্ছেন। বলা হচ্ছে যে, যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত করাটাই লক্ষ্য।
প্রথমে এই ফিচার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। কিন্তু WA Beta Info রিপোর্ট বলছে যে, এমনকী আইওএস ব্যবহারকারীরাও এই ফিচার পাবেন। WA Beta Info-র শেয়ার করা এই স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে যে, কিছু বাছাই করা বিটা টেস্টারই এই নয়া ফিচার পাচ্ছেন। বলা হচ্ছে যে, যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত করাটাই লক্ষ্য।
advertisement
advertisement
advertisement