WhatsApp-এ আসছে নতুন ফিচার, বিরাট সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সকলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার একটা অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে WhatsApp।
advertisement
সে বন্ধুর মেসেজ হোক, কিংবা পরিবারের সদস্যদের মেসেজ হোক অথবা আবার অফিসেরই মেসেজ হোক! সকাল থেকে শুরু করে সারা দিন ধরে চলতে থাকে মেসেজ আদানপ্রদান। আর এই মেসেজ চালাচালির পর্ব চলতে থাকে একেবারে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। ফলে বোঝাই যাচ্ছে যে, সকলের সঙ্গে যোগাযোগ বজায় রাখার একটা অপরিহার্য মাধ্যম হয়ে উঠেছে WhatsApp।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রথমে এই ফিচার শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পাবেন। কিন্তু WA Beta Info রিপোর্ট বলছে যে, এমনকী আইওএস ব্যবহারকারীরাও এই ফিচার পাবেন। WA Beta Info-র শেয়ার করা এই স্ক্রিনশট থেকে জানা যাচ্ছে যে, কিছু বাছাই করা বিটা টেস্টারই এই নয়া ফিচার পাচ্ছেন। বলা হচ্ছে যে, যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত করাটাই লক্ষ্য।









