অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সুখবর! হোয়াটসঅ্যাপে এবার অডিও-সহ লাইভ ফটো পাঠানো যাবে, কীভাবে? জেনে নিন

Last Updated:
WhatsApp অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আনছে নতুন মোশন ফটো ফিচার, যা অডিও-সহ লাইভ ছবি পাঠাতে দেবে। এই ফিচারের মাধ্যমে ছবি তোলার আগের ও পরের মুহূর্ত রেকর্ড করা যাবে, যা ভিজ্যুয়াল এবং অডিও উভয়ই ক্যাপচার করবে।
1/6
হামেশাই নতুন নতুন ফিচার নিয়ে কাজ করে থাকে WhatsApp। বর্তমানে কিছু রিপোর্ট সামনে এসেছে। যেখানে দাবি করা হচ্ছে যে, Android ব্যবহারকারীদের জন্য এক নতুন আপডেট পরীক্ষা-নিরীক্ষা করছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। এই নতুন ফিচারের নাম হল Motion Photo। আর নাম শুনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ফিচারের কারণে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে মোশন ফটো পাঠাতে পারবেন।
হামেশাই নতুন নতুন ফিচার নিয়ে কাজ করে থাকে WhatsApp। বর্তমানে কিছু রিপোর্ট সামনে এসেছে। যেখানে দাবি করা হচ্ছে যে, Android ব্যবহারকারীদের জন্য এক নতুন আপডেট পরীক্ষা-নিরীক্ষা করছে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। এই নতুন ফিচারের নাম হল Motion Photo। আর নাম শুনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, এই ফিচারের কারণে ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে মোশন ফটো পাঠাতে পারবেন।
advertisement
2/6
ফিচার ট্র্যাকার WABetaInfo-র তরফে জানানো হয়েছে যে, WhatsApp বিটা ভার্সন 2.25.22.29-এ এই ফিচার দেখা গিয়েছে। বর্তমানে কিছু বিটা ইউজাররা এটি পাচ্ছেন।
ফিচার ট্র্যাকার WABetaInfo-র তরফে জানানো হয়েছে যে, WhatsApp বিটা ভার্সন 2.25.22.29-এ এই ফিচার দেখা গিয়েছে। বর্তমানে কিছু বিটা ইউজাররা এটি পাচ্ছেন।
advertisement
3/6
Motion photo এমন একটি ফিচার, যা একটি ছবি ক্লিক করার বা ছবি তোলার আগের ও পরের মুহূর্তকে রেকর্ড করে। এটি অডিও এবং মুভমেন্ট উভয়ই ক্যাপচার করে। ফলে ছবিগুলি হয় আরও লাইভ বা প্রাণবন্ত। ছবি পাঠানোর সময় গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার সময় ব্যবহারকারীরা এবার থেকে একটি রিং-সহ নতুন আইকন দেখতে পাবেন। সেই সঙ্গে দেখা যাবে, প্লে বাটনকে ঘিরে রয়েছে একটি ছোট্ট সার্কেল। এই আইকনটিতে ট্যাপ করলেই Motion photo হিসেবে ছবিটি পাঠানো যাবে।
Motion photo এমন একটি ফিচার, যা একটি ছবি ক্লিক করার বা ছবি তোলার আগের ও পরের মুহূর্তকে রেকর্ড করে। এটি অডিও এবং মুভমেন্ট উভয়ই ক্যাপচার করে। ফলে ছবিগুলি হয় আরও লাইভ বা প্রাণবন্ত। ছবি পাঠানোর সময় গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার সময় ব্যবহারকারীরা এবার থেকে একটি রিং-সহ নতুন আইকন দেখতে পাবেন। সেই সঙ্গে দেখা যাবে, প্লে বাটনকে ঘিরে রয়েছে একটি ছোট্ট সার্কেল। এই আইকনটিতে ট্যাপ করলেই Motion photo হিসেবে ছবিটি পাঠানো যাবে।
advertisement
4/6
তবে এটাও মাথায় রাখা আবশ্যক যে, একাধিক Android স্মার্টফোনে এই ফিচারটি ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। Samsung-এ একে বলা হয় Motion Photos। আবার Google Pixel-এর ফোনে এর নাম হল Top Shot। যদিও WhatsApp-এ মোশন ফটো পাঠানোর জন্য অবশ্য এই ফিচার ব্যবহারকারী বা প্রেরকের ফোনে উপস্থিত থাকা আবশ্যক। তবে যদি ব্যবহারকারীর ফোনে এই মোশন ফটো তোলার ফিচার না থাকে, তাহলে অবশ্য তিনি অন্যের পাঠানো মোশন ফটো দেখতে পারবেন।
তবে এটাও মাথায় রাখা আবশ্যক যে, একাধিক Android স্মার্টফোনে এই ফিচারটি ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। Samsung-এ একে বলা হয় Motion Photos। আবার Google Pixel-এর ফোনে এর নাম হল Top Shot। যদিও WhatsApp-এ মোশন ফটো পাঠানোর জন্য অবশ্য এই ফিচার ব্যবহারকারী বা প্রেরকের ফোনে উপস্থিত থাকা আবশ্যক। তবে যদি ব্যবহারকারীর ফোনে এই মোশন ফটো তোলার ফিচার না থাকে, তাহলে অবশ্য তিনি অন্যের পাঠানো মোশন ফটো দেখতে পারবেন।
advertisement
5/6
ব্যবহারকারীর ফোনের স্ক্রিনের উপরের দিকের ডান পাশের কোণায় এই ফিচারের নতুন আইকন ভেসে উঠবে। এতে ট্যাপ করে ব্যবহারকারীরা কোনও ছবিকে মোশন ফটো হিসেবে পাঠাতে পারবেন। এর মধ্যে শুধু ভিস্যুয়াল মুভমেন্টই মিলবে না, সেই সঙ্গে এর মধ্যে অডিও সাপোর্টও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, ব্যবহারকারীরা ওই মুহূর্তের শব্দও শুনতে পাবেন।
ব্যবহারকারীর ফোনের স্ক্রিনের উপরের দিকের ডান পাশের কোণায় এই ফিচারের নতুন আইকন ভেসে উঠবে। এতে ট্যাপ করে ব্যবহারকারীরা কোনও ছবিকে মোশন ফটো হিসেবে পাঠাতে পারবেন। এর মধ্যে শুধু ভিস্যুয়াল মুভমেন্টই মিলবে না, সেই সঙ্গে এর মধ্যে অডিও সাপোর্টও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, ব্যবহারকারীরা ওই মুহূর্তের শব্দও শুনতে পাবেন।
advertisement
6/6
এই শক্তিশালী ফিচারের উপরেও চলছে কাজ: মোশন ফটোর পাশাপাশি আরও একটি বড়সড় আপডেটের কাজ চালিয়ে যাচ্ছে WhatsApp। সেই আপডেট এলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বরের পরিবর্তে নিজেদের ইউজারনেম শেয়ার করতে পারবেন। এটি গোপনীয়তা বা প্রিভেসিকে আরও শক্তিশালী করে তুলতে সহায়ক হবে।
এই শক্তিশালী ফিচারের উপরেও চলছে কাজ: মোশন ফটোর পাশাপাশি আরও একটি বড়সড় আপডেটের কাজ চালিয়ে যাচ্ছে WhatsApp। সেই আপডেট এলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বরের পরিবর্তে নিজেদের ইউজারনেম শেয়ার করতে পারবেন। এটি গোপনীয়তা বা প্রিভেসিকে আরও শক্তিশালী করে তুলতে সহায়ক হবে।
advertisement
advertisement
advertisement