WhatsApp New Feature: স্ট্যাটাস কে রিশেয়ার করবে, ঠিক করে দেবেন আপনিই, WhatsApp আনছে নতুন ফিচার, দেখে নিন এক ঝলকে
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp-এ চালু হচ্ছে দুটি নতুন গুরুত্বপূর্ণ ফিচার—স্ট্যাটাস পুনরায় শেয়ার করার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং মেসেজ অনুবাদের সুবিধা। এই নতুন বৈশিষ্ট্যগুলি কীভাবে ইউজারের গোপনীয়তা ও চ্যাটিং অভিজ্ঞতা উন্নত করবে, জেনে নিন
WhatsApp তার ইউজারদের চ্যাটিং এবং সোশ্যাল শেয়ারিং অভিজ্ঞতা উন্নত করার জন্য ক্রমাগত নতুন ফিচার চালু করছে। এখন, মেটা-মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি তার অ্যান্ড্রয়েড অ্যাপে একটি নতুন ফিচার পরীক্ষা করছে যা ইউজারদের তাঁদের স্ট্যাটাস আপডেটের উপর আরও নিয়ন্ত্রণ দেবে। লোকেরা স্ট্যাটাস আপডেটের মাধ্যমে বন্ধুদের এবং পরিবারের সঙ্গে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করে, কিন্তু কখনও কখনও তারা তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার করতে চায় না। WhatsApp এই সমস্যাটি মাথায় রেখে এই নতুন বৈশিষ্ট্যটি নিয়ে কাজ করছে।
advertisement
advertisement
advertisement
advertisement
অন্য দিকে, ইউজারদের মেসেজ ট্রানসলেশনের সুবিধাও দেবে WhatsApp। প্রথমে কোনও টেক্সট মেসেজ এল! এবার WhatsApp ইউজাররা সেই মেসেজ একটুক্ষণ চেপে ধরে থাকলে ট্রান্সলেশন অপশন পাবেন, সেই অপশন ট্যাপ করে অন্য ভাষায় একটি বার্তা অনুবাদ করতে পারবেন। ইউজাররা তাঁদের পছন্দ অনুযায়ী অনুবাদের ভাষা বেছে নিতে পারবেন এবং ভবিষ্যতেও ব্যবহার করার জন্য এটি ডাউনলোডও করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement