WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এবার কভার ফটো! মেটার নতুন ফিচারে বদলে যাচ্ছে অ্যাপের চেহারা
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপ প্রোফাইলে কভার ফটো যোগ করার নতুন ফিচার পরীক্ষা করছে মেটা। অ্যান্ড্রয়েড ও আইওএসে বিটা ভার্সনে চালু হওয়া এই সুবিধা প্রোফাইল কাস্টমাইজেশনকে আরও ব্যক্তিগত করে তুলবে
WhatsApp আরও বেশি করে ফেসবুকের পথে হাঁটছে, যার অর্থ হল মেসেজিং অ্যাপটিতে আরও নতুন ফিচার যুক্ত হচ্ছে। আর সর্বশেষ সংযোজনটি হল প্রোফাইলে একটি কভার ফটো যুক্ত করার অপশন, যা ইউজারদের অ্যাকাউন্টে থাকা সবাই দেখতে পাবে। প্ল্যাটফর্মটি বেশ কিছুদিন ধরে অ্যান্ড্রয়েডে এর বিটা সংস্করণ পরীক্ষা করছিল এবং এখন আইওএস ইউজাররাও এই অপশনটি পেতে চলেছেন, যদিও এটি এখনও বিটা সংস্করণেই রয়েছে।
advertisement
advertisement
WhatsApp কভার ফটো ফিচার: এটি কী সুবিধা দেয় -কভার ফটো অপশনটি ইউজারদের জন্য প্রোফাইল সেটিংসের মধ্যেই উপলব্ধ থাকবে। WaBetaInfo দ্বারা শেয়ার করা বিবরণ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে কভার ফটোটি প্রোফাইল ফটোকে ঢেকে দেবে এবং মেসেজিং অ্যাপটিতে পার্সোনালাইজেশনের আরও একটি স্তর যুক্ত করবে। আমরা ফেসবুক, লিঙ্কডইন এবং এমনকি এক্স-এর মতো অ্যাপগুলিতেও এটি দেখেছি।
advertisement
কভার ফটোর আকার প্রোফাইল ফটোর চেয়ে চওড়া এবং বড়, নিজেদের ব্যক্তিত্ব বা মেজাজের সঙ্গে মানানসই যে কোনও ছবি যোগ করা যেতে পারে। টিপস্টার WhatsApp কভার ফটো ফিচারটি কীভাবে কাজ করবে তাও শেয়ার করেছে। এটিকে সবার জন্য, শুধুমাত্র নিজেদের পরিচিতিদের জন্য দৃশ্যমান করা যেতে পারে বা সবার জন্য এর অ্যাক্সেস ব্লকও করা যেতে পারে। ফিচারটি মেসেজিং অ্যাপের সেটিংসের প্রাইভেসি ট্যাবে উপলব্ধ থাকবে।
advertisement
advertisement
প্ল্যাটফর্মটি ২০২৬ সাল শুরু করেছে গ্রুপ চ্যাটের উপর মনোযোগ দিয়ে। এর মধ্যে একটি হল মেম্বার ট্যাগ। WhatsApp দাবি করেছে যে এটি একটি বহুল অনুরোধ করা ফিচার ছিল, যা ইউজারদের গ্রুপের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে সাহায্য করে। প্ল্যাটফর্মটি ইউজারদের জন্য কাস্টম টেক্সট স্টিকার এবং ইভেন্টের জন্য আগাম রিমাইন্ডারও নিয়ে আসছে, আশা করা যায় যে এগুলো সবার উপকারে আসবে।









