WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে নতুন চমক ‘কাস্টম লিস্ট’, কী কী সুবিধা পাবেন ইউজাররা? জানুন

Last Updated:
WhatsApp New Feature: নয়া কাস্টম চ্যাট লিস্ট ফিচার রোল আউট করছে WhatsApp; এই ফিচারটি আসলে কী? আর কীভাবেই বা কাজ করে?
1/6
বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় WhatsApp। আর গ্রাহকদের কথা মাথায় রেখে হামেশাই নতুন নতুন ফিচার আনে মেটা-র মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp। তারা একটি নতুন ফিচার রোল আউট করতে শুরু করেছে। মূলত ব্যবহারকারীরা যাতে নিজেদের ক্রমবর্ধমান চ্যাট লিস্ট নিয়ন্ত্রণ করতে পারেন, তার জন্য এই নতুন ফিচারটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো গ্রুপভিত্তিক চ্যাট ক্যাটেগরিতে ফেলতেপারবেন এই Custom Lists-এর মাধ্যমে। ফলে চ্যাট করা আরও সহজ হয়ে উঠবে।
বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় WhatsApp। আর গ্রাহকদের কথা মাথায় রেখে হামেশাই নতুন নতুন ফিচার আনে মেটা-র মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন WhatsApp। তারা একটি নতুন ফিচার রোল আউট করতে শুরু করেছে। মূলত ব্যবহারকারীরা যাতে নিজেদের ক্রমবর্ধমান চ্যাট লিস্ট নিয়ন্ত্রণ করতে পারেন, তার জন্য এই নতুন ফিচারটি ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো গ্রুপভিত্তিক চ্যাট ক্যাটেগরিতে ফেলতেপারবেন এই Custom Lists-এর মাধ্যমে। ফলে চ্যাট করা আরও সহজ হয়ে উঠবে।
advertisement
2/6
একটি ব্লগ পোস্টে সংস্থার তরফে বলা হয়েছে যে, ব্যবহারকারীরা Lists-এর মাধ্যমে নিজেদের পছন্দসই কাস্টম ক্যাটাগরিতে নিজেদের চ্যাট ফিল্টার করতে পারবেন। সেটা পরিবারের তালিকাই হোক, কিংবা কাজের জায়গার তালিকাই হোক অথবা আশপাশের এলাকার তালিকাই হোক। প্রয়োজনের সময় Lists-এর সাহায্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথোপকথন একেবারে হাতের কাছেই পাওয়া যায়।
একটি ব্লগ পোস্টে সংস্থার তরফে বলা হয়েছে যে, ব্যবহারকারীরা Lists-এর মাধ্যমে নিজেদের পছন্দসই কাস্টম ক্যাটাগরিতে নিজেদের চ্যাট ফিল্টার করতে পারবেন। সেটা পরিবারের তালিকাই হোক, কিংবা কাজের জায়গার তালিকাই হোক অথবা আশপাশের এলাকার তালিকাই হোক। প্রয়োজনের সময় Lists-এর সাহায্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথোপকথন একেবারে হাতের কাছেই পাওয়া যায়।
advertisement
3/6
Custom Lists-এর মাধ্যমে ব্যবহারকারীরা পরিবারের সদস্য, কাজের জায়গার সহকর্মী এবং অন্যান্য ক্যাটাগরির ভিন্ন ভিন্ন গ্রুপ তৈরি করতে পারবেন। যা অত্যন্ত উপযোগী হবে। এর জেরে দ্রুত একটি কথোপকথনে মন দিতে পারবেন তাঁরা। এর জন্য গোটা চ্যাট লিস্ট আর ঘাঁটতে হবে না তাঁদের।
Custom Lists-এর মাধ্যমে ব্যবহারকারীরা পরিবারের সদস্য, কাজের জায়গার সহকর্মী এবং অন্যান্য ক্যাটাগরির ভিন্ন ভিন্ন গ্রুপ তৈরি করতে পারবেন। যা অত্যন্ত উপযোগী হবে। এর জেরে দ্রুত একটি কথোপকথনে মন দিতে পারবেন তাঁরা। এর জন্য গোটা চ্যাট লিস্ট আর ঘাঁটতে হবে না তাঁদের।
advertisement
4/6
Custom Lists কীভাবে তৈরি করা যাবে: Custom Lists তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহজ। চ্যাটস ট্যাবের একেবারে উপরের দিকে থাকা ফিল্টার বারে থাকা + আইকনে ট্যাপ করতে হবে। এরপর নতুন লিস্টে একটা নাম অ্যাসাইন করতে হবে। এরপর ব্যবহারকারীরা যে কোনও চ্যাট অ্যাড করতে পারেন। নিজেদের পছন্দসই লিস্টে ইন্ডিভিজ্যুয়াল এবং গ্রুপ যে কোনও চ্যাটে সেটা অ্যাড করা সম্ভব। আবার একজিস্টিং লিস্টসও এডিট করা একেবারেই সহজ। এতে যোগাযোগও অনেকটাই সহজ হয়ে উঠবে।
Custom Lists কীভাবে তৈরি করা যাবে: Custom Lists তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহজ। চ্যাটস ট্যাবের একেবারে উপরের দিকে থাকা ফিল্টার বারে থাকা + আইকনে ট্যাপ করতে হবে। এরপর নতুন লিস্টে একটা নাম অ্যাসাইন করতে হবে। এরপর ব্যবহারকারীরা যে কোনও চ্যাট অ্যাড করতে পারেন। নিজেদের পছন্দসই লিস্টে ইন্ডিভিজ্যুয়াল এবং গ্রুপ যে কোনও চ্যাটে সেটা অ্যাড করা সম্ভব। আবার একজিস্টিং লিস্টসও এডিট করা একেবারেই সহজ। এতে যোগাযোগও অনেকটাই সহজ হয়ে উঠবে।
advertisement
5/6
Custom Lists-এ চ্যাট অ্যাড করা অনেকটাই সেরকম, যেরকম ভাবে ব্যবহারকারীরা নিজেদের গুরুত্বপূর্ণ কনভার্সেশন ফেভারিট তালিকায় রাখেন। একবার লিস্ট তৈরি হয়ে গেলে সেটা ফিল্টার বারে জ্বলজ্বল করবে। যার ফলে অনায়াসে ভিন্ন ভিন্ন গ্রুপে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা।
Custom Lists-এ চ্যাট অ্যাড করা অনেকটাই সেরকম, যেরকম ভাবে ব্যবহারকারীরা নিজেদের গুরুত্বপূর্ণ কনভার্সেশন ফেভারিট তালিকায় রাখেন। একবার লিস্ট তৈরি হয়ে গেলে সেটা ফিল্টার বারে জ্বলজ্বল করবে। যার ফলে অনায়াসে ভিন্ন ভিন্ন গ্রুপে চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা।
advertisement
6/6
এদিকে এর আগে গত মাসেই ভারতের প্রায় ৮৪ লক্ষ অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp। মাত্র ১ মাসের মধ্যে WhatsApp-এর পেরেন্ট কোম্পানি Meta এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই সংস্থার বক্তব্য, তাদের প্ল্যাটফর্ম স্ক্যামের জন্য ব্যবহার করা হচ্ছে। সেই কারণে সন্দেহভাজন কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। আসলে বহু ব্যবহারকারীই WhatsApp-এর কাছে এই ধরনের স্ক্যাম সম্পর্কে অভিযোগ জানিয়েছিল।
এদিকে এর আগে গত মাসেই ভারতের প্রায় ৮৪ লক্ষ অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম WhatsApp। মাত্র ১ মাসের মধ্যে WhatsApp-এর পেরেন্ট কোম্পানি Meta এই পদক্ষেপ গ্রহণ করেছে। এই সংস্থার বক্তব্য, তাদের প্ল্যাটফর্ম স্ক্যামের জন্য ব্যবহার করা হচ্ছে। সেই কারণে সন্দেহভাজন কিছু অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। আসলে বহু ব্যবহারকারীই WhatsApp-এর কাছে এই ধরনের স্ক্যাম সম্পর্কে অভিযোগ জানিয়েছিল।
advertisement
advertisement
advertisement