লকডাউন ! বন্ধুদের সঙ্গে ভিডিও কল এখন এক ক্লিকেই, WhatsApp-এর নয়া ফিচার
Bangla Editor
1/ 6
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার ফের একবার গ্রাহদের কোথায় মাথায় রেখে নতুন একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ।
2/ 6
দেশজুড়ে চলছে লকডাউন, অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়ি থেকে বাইরে জাওয়া নিষেধ। তাই বলে কী আর বন্ধুদের সঙ্গে গল্প, আড্ডা বন্ধ করা যায়। এই কথা মাথায় রেখে এবার গ্রুপ ভিডিও কলিং আরও সহজ করে দিল হোয়াটসঅ্যাপ।
3/ 6
এতদিন পর্যন্ত গ্রুপ ভিডিও কলে একজন একজন করে মেম্বার যোগ করতে হত। কিন্তু এবার একটি মাত্র ক্লিক করেই গ্রুপে থাকা সবাই ভিডিয়ো কলে যুক্ত হতে পারেবেন। ট্যুইট করে এই কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
4/ 6
সর্বাধিক চারজন পর্যন্ত সদস্য এই গ্রুপ ভিডিয়ো কলে একসঙ্গে অংশ নিতে পারবেন। এবার গ্রুপ মেমবারদের নামের পাসেই একটি করে ভিডিও কলিং এর অপশন পেয়ে যাবেন। এবার গ্রুপের যাদের সঙ্গে কথা বলতে যান তাদের কল করে নিন।
5/ 6
অ্য়ান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা এই নতুন গ্রুপ ভিডিও কলের সুবিধা পাবেন। 2.20.108 আপডেটের মাধ্যমে এই ফিচারটি পৌঁছে যাবে আপনার ফোনে।
6/ 6
ইতিমধ্যেই ভুয়ো খবর আটকাতে মেসেজ ফরোয়ার্ড করার নিয়মে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন নিয়মে বলা হয়েছে, এবার থেকে মেসেজ ফরোয়ার্ড করার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে। একবারে একটি মেসেজ একজনকেই ফরোয়ার্ড করা যাবে। অনেককে একসঙ্গে মেসেজ ফরোয়ার্ড করার সুযোগ থাকবে না
লকডাউন ! বন্ধুদের সঙ্গে ভিডিও কল এখন এক ক্লিকেই, WhatsApp-এর নয়া ফিচার
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার ফের একবার গ্রাহদের কোথায় মাথায় রেখে নতুন একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ।
লকডাউন ! বন্ধুদের সঙ্গে ভিডিও কল এখন এক ক্লিকেই, WhatsApp-এর নয়া ফিচার
দেশজুড়ে চলছে লকডাউন, অতি প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়ি থেকে বাইরে জাওয়া নিষেধ। তাই বলে কী আর বন্ধুদের সঙ্গে গল্প, আড্ডা বন্ধ করা যায়। এই কথা মাথায় রেখে এবার গ্রুপ ভিডিও কলিং আরও সহজ করে দিল হোয়াটসঅ্যাপ।
লকডাউন ! বন্ধুদের সঙ্গে ভিডিও কল এখন এক ক্লিকেই, WhatsApp-এর নয়া ফিচার
এতদিন পর্যন্ত গ্রুপ ভিডিও কলে একজন একজন করে মেম্বার যোগ করতে হত। কিন্তু এবার একটি মাত্র ক্লিক করেই গ্রুপে থাকা সবাই ভিডিয়ো কলে যুক্ত হতে পারেবেন। ট্যুইট করে এই কথা জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
লকডাউন ! বন্ধুদের সঙ্গে ভিডিও কল এখন এক ক্লিকেই, WhatsApp-এর নয়া ফিচার
সর্বাধিক চারজন পর্যন্ত সদস্য এই গ্রুপ ভিডিয়ো কলে একসঙ্গে অংশ নিতে পারবেন। এবার গ্রুপ মেমবারদের নামের পাসেই একটি করে ভিডিও কলিং এর অপশন পেয়ে যাবেন। এবার গ্রুপের যাদের সঙ্গে কথা বলতে যান তাদের কল করে নিন।
লকডাউন ! বন্ধুদের সঙ্গে ভিডিও কল এখন এক ক্লিকেই, WhatsApp-এর নয়া ফিচার
ইতিমধ্যেই ভুয়ো খবর আটকাতে মেসেজ ফরোয়ার্ড করার নিয়মে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন নিয়মে বলা হয়েছে, এবার থেকে মেসেজ ফরোয়ার্ড করার বিষয়টি নিয়ন্ত্রণ করা হবে। একবারে একটি মেসেজ একজনকেই ফরোয়ার্ড করা যাবে। অনেককে একসঙ্গে মেসেজ ফরোয়ার্ড করার সুযোগ থাকবে না