ফের নতুন বিপদ! গুগল সার্চে ফাঁস WhatsApp ব্যবহারকারীদের ফোন নম্বর

Last Updated:
গুগল সার্চে দেখা যাচ্ছে ব্যবহারকারীদের নাম্বার, জেনে নিন কীভাবে
1/5
হোয়াটসঅ্যাপের (WhatsApp) যেন দুঃসময়! নতুন পলিসি আনার জেরে আগেই এই চ্যাটিং অ্যাপের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকতে শুরু করেছে। এর মাঝে নতুন তথ্য উঠে এল। এবার Google ইনডেক্সে অর্থাৎ পাবলিক সার্চে দেখা মিলল প্রাইভেট হোয়াটসঅ্যাপ নম্বরের। এই নম্বর ইনডেক্স হওয়ার জেরে Google-এর ওপেন সার্চেই হোয়াটসঅ্যাপের URL লিঙ্কগুলি স্ক্রোল হতে শুরু করেছে। অর্থাৎ যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তা হলে আপনার কনট্যাক্ট নম্বরগুলি পাবলিক গুগল সার্চে স্ক্রোল হতে পারে। আর এর সুবিধা নেবে সাইবার ক্রিমিনাল থেকে শুরু করে হ্যাকাররা। তথ্য চুরির পাশাপাশি একাধিক ক্ষতি হয়ে যেতে পারে আপনার।
হোয়াটসঅ্যাপের (WhatsApp) যেন দুঃসময়! নতুন পলিসি আনার জেরে আগেই এই চ্যাটিং অ্যাপের বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকতে শুরু করেছে। এর মাঝে নতুন তথ্য উঠে এল। এবার Google ইনডেক্সে অর্থাৎ পাবলিক সার্চে দেখা মিলল প্রাইভেট হোয়াটসঅ্যাপ নম্বরের। এই নম্বর ইনডেক্স হওয়ার জেরে Google-এর ওপেন সার্চেই হোয়াটসঅ্যাপের URL লিঙ্কগুলি স্ক্রোল হতে শুরু করেছে। অর্থাৎ যদি আপনি ল্যাপটপ বা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তা হলে আপনার কনট্যাক্ট নম্বরগুলি পাবলিক গুগল সার্চে স্ক্রোল হতে পারে। আর এর সুবিধা নেবে সাইবার ক্রিমিনাল থেকে শুরু করে হ্যাকাররা। তথ্য চুরির পাশাপাশি একাধিক ক্ষতি হয়ে যেতে পারে আপনার।
advertisement
2/5
ইতিমধ্যেই Google ইনডেক্সে হোয়াটসঅ্যাপ নম্বরের পাবলিক লিস্টিংয়ের কথা জানিয়েছেন সাইবার সিকিওরিটি রিসার্চার রাজশেখর রাজারিয়া (Rajshekhar Rajaharia)। এক্ষেত্রে বেশ কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। এর জেরে ব্যবহারকারী থেকে শুরু করে সকলের মধ্যেই একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। গোপনীয়তা ভঙ্গের আতঙ্কে ভুগছেন অনেকে। তবে এ নিয়ে হোয়াটসঅ্যাপ-এর তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি।
ইতিমধ্যেই Google ইনডেক্সে হোয়াটসঅ্যাপ নম্বরের পাবলিক লিস্টিংয়ের কথা জানিয়েছেন সাইবার সিকিওরিটি রিসার্চার রাজশেখর রাজারিয়া (Rajshekhar Rajaharia)। এক্ষেত্রে বেশ কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। এর জেরে ব্যবহারকারী থেকে শুরু করে সকলের মধ্যেই একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। গোপনীয়তা ভঙ্গের আতঙ্কে ভুগছেন অনেকে। তবে এ নিয়ে হোয়াটসঅ্যাপ-এর তরফে এখনও কোনও বক্তব্য মেলেনি।
advertisement
3/5
গত ২৪ ঘণ্টায় কয়েকজন এই ধরনের অভিযোগও করেছেন। তাঁদের বক্তব্য, বিভিন্ন ধরনের অজানা লগ ইন OTP পাচ্ছেন তাঁরা। তবে এই বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি। অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ঘটেছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট নয়। অটো-এক্সপার্টদের একাংশের কথায়, প্রাইভেট নম্বরগুলি এভাবে ছড়িয়ে পড়লে তথ্যের পাশাপাশি অর্থ তছরুপের সম্ভাবনাও প্রবল।
গত ২৪ ঘণ্টায় কয়েকজন এই ধরনের অভিযোগও করেছেন। তাঁদের বক্তব্য, বিভিন্ন ধরনের অজানা লগ ইন OTP পাচ্ছেন তাঁরা। তবে এই বিষয়ে হোয়াটসঅ্যাপের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি। অন্য কোনও যান্ত্রিক ত্রুটি ঘটেছে কি না, সেই বিষয়টিও স্পষ্ট নয়। অটো-এক্সপার্টদের একাংশের কথায়, প্রাইভেট নম্বরগুলি এভাবে ছড়িয়ে পড়লে তথ্যের পাশাপাশি অর্থ তছরুপের সম্ভাবনাও প্রবল।
advertisement
4/5
প্রসঙ্গত, দিন কয়েক আগেই Google ইনডেক্সে দেখা মিলেছে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের লিঙ্ক। এই লিঙ্ক ইনভিটিশনের সূত্রে যে কেউ নানা ধরনের প্রাইভেট চ্যাট গ্রুপে জয়েন করতে পারবে। খুব একটা কাঠ-খড়ও পোড়াতে হবে না। শুধু সার্চ করতে হবে। আর সহজেই ঢোকা যাবে গ্রুপগুলিতে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই Google ইনডেক্সে দেখা মিলেছে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের লিঙ্ক। এই লিঙ্ক ইনভিটিশনের সূত্রে যে কেউ নানা ধরনের প্রাইভেট চ্যাট গ্রুপে জয়েন করতে পারবে। খুব একটা কাঠ-খড়ও পোড়াতে হবে না। শুধু সার্চ করতে হবে। আর সহজেই ঢোকা যাবে গ্রুপগুলিতে।
advertisement
5/5
Google ইনডেক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ইনভাইট লিঙ্কের বেশ কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেছিলেন সাইবার সিকিওরিটি রিসার্চার রাজশেখর রাজারিয়া। এই ঘটনার কয়েকদিন আগেও Google ইনডেক্সে ৪০০০-এর বেশি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখা গিয়েছিল। তাই সব মিলিয়ে এক অদ্ভুত আতঙ্ক তৈরি হয়েছে!
Google ইনডেক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ইনভাইট লিঙ্কের বেশ কয়েকটি স্ক্রিনশটও শেয়ার করেছিলেন সাইবার সিকিওরিটি রিসার্চার রাজশেখর রাজারিয়া। এই ঘটনার কয়েকদিন আগেও Google ইনডেক্সে ৪০০০-এর বেশি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখা গিয়েছিল। তাই সব মিলিয়ে এক অদ্ভুত আতঙ্ক তৈরি হয়েছে!
advertisement
advertisement
advertisement