WhatsApp Update: ডেটা মুছে না ফেলেই লগ আউট, নতুন ফিচার নিয়ে কাজ করছে WhatsApp, জেনে নিন ঠিক কী সুবিধা পেতে চলেছেন
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp শীঘ্রই ইউজারদের তাঁদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে মুছে ফেলার পরিবর্তে লগ আউট করার বিকল্প এনে দেবে।
সবাই বলছেন, এর সত্যিই বড় দরকার ছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যখন, তখন কেন সব সময়ে অনলাইন থাকতে হবে! এটা অস্বীকার করার জো নেই যে WhatsApp এখন আমাদের অষ্টপ্রহরের সঙ্গী, তবে লগ ইন আর লগ আউটের সুবিধা এতেও থাকা উচিত। সেই লক্ষ্যেই এবার ইউজারদের চাহিদা পূরণ করতে চলেছে Meta মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম।
advertisement
advertisement
advertisement
WhatsApp-এর এই লগ আউট বাটন তাহলে কবে আসতে চলেছে? সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কেন এই ফিচার দরকার, সেই কথা বলে নেওয়া জরুরি। আসলে এই ধরনের অ্যাপের জন্য লগ আউট ফিচার প্রয়োজনীয় তো বটেই, বিশেষ করে সেই সব ইউজারদের জন্য, যাঁরা তাঁদের অ্যাকাউন্ট একেবারে মুছে না ফেলে কিছুক্ষণের জন্য এটি নিষ্ক্রিয় করতে চান।
advertisement
ফেসবুক বছরের পর বছর ধরে এই অপশন অফার করে আসছে, ইনস্টাগ্রামও সেই সুবিধা দিয়ে থাকে, অতএব Meta মালিকানাধীন অন্য একটি প্ল্যাটফর্মও এই ফিচার সাপোর্ট করবে তা আশা করা অন্যায় নয়। WhatsApp আপাতত অভ্যন্তরীণভাবে লগ আউট বিকল্পটি পরীক্ষা-নিরীক্ষা করছে, তবে আগামী কয়েক মাসের মধ্যে এই টুলের একটি পাবলিক বিটা সংস্করণ এসে যাবে তা আশা করা হচ্ছে।
advertisement
লগ আউট করার জন্য WhatsApp-এ দুটি বিকল্প থাকবে। ইউজার হয় সমস্ত ডেটা এবং প্রেফারেন্স মুছে ফেলতে পারেন, এক্ষেত্রে ব্যাপারটা প্রায় অ্যাকাউন্ট এবং তার সব ডিটেল মুছে ফেলার মতো বা ডিঅ্যাকটিভেট করার মতো। তবে, একই সঙ্গে আবার WhatsApp ইউজারকে ডেটা এবং প্রেফারেন্স রাখতেও দেবে, যাতে যে কোনও সময় চাইলেই ফিরে আসা যায়, মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করা যায় এবং চ্যাট, গ্রুপ এবং আরও অনেক কিছু না হারিয়ে আগের মতো WhatsApp ব্যবহার শুরু করা যায়।
advertisement
advertisement
advertisement