WhatsApp চ্যাট মুছে ফেলেছেন? সব মেসেজ 'রিকভার' করা যায়, জেনে নিন উপায়
- Written by:Trending Desk
- Published by:Suman Majumder
Last Updated:
Whatsapp chat- অনেক সময়ই ব্যবহারকারীরা ভুলবশত মেসেজ মুছে ফেলেন কিংবা আবার অনেক সময় ফোন বদলাতে গিয়েও মেসেজ হারিয়ে যায়। তবে এমনটা ঘটলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
গুরুত্বপূর্ণ WhatsApp চ্যাট হারিয়ে গেলে সেটা খুবই হতাশা বয়ে আনে ব্যবহারকারীদের মনে। কারণ অনেক সময় WhatsApp চ্যাটে থাকে গুরুত্বপূর্ণ তথ্য, মধুর স্মৃতি এমনকী ব্যবসা সংক্রান্ত আলাপ-আলোচনাও। অনেক সময়ই ব্যবহারকারীরা ভুলবশত মেসেজ মুছে ফেলেন কিংবা আবার অনেক সময় ফোন বদলাতে গিয়েও মেসেজ হারিয়ে যায়। তবে এমনটা ঘটলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ WhatsApp চ্যাট রিকভার করা কিন্তু সম্ভব।
advertisement
WhatsApp-এ রয়েছে একাধিক বিল্ট-ইন টুল। এর মধ্যে অন্যতম হল Google Drive অথবা iCloud-এ ক্লাউড ব্যাক-আপ। আর থাকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লোকাল স্টোরেজ অপশন। নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে থার্ড পার্টি রিকভারি সফটওয়্যার কিন্তু হারিয়ে যাওয়া ডেটা রিট্রিভ করতে সাহায্য করে। তাহলে দেখে নেওয়া যাক, মুছে যাওয়া WhatsApp মেসেজ রিট্রিভ করার উপায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে এভাবে যদি কাজ না হয়, তাহলে থার্ড-পার্টি টুল ব্যবহার করে WhatsApp চ্যাট রিট্রিভ করা সম্ভব। সেটা করতে ব্যবহারকারীকে ডিলিটেড চ্যাটের জন্য নিজের ফোনের স্ক্যানকে কানেক্ট করাতে হবে। ডেটা রিকভার করার জন্য টুলের নির্দেশ অনুসরণ করতে হবে। যদিও মনে রাখতে হবে যে, ব্যবহারকারীকে শুধুমাত্র ট্রাস্টেড থার্ড-পার্টি টুলই ইনস্টল করতে হবে। যা Google Play Store-এর মতো ভরসাযোগ্য প্ল্যাটফর্মে পাওয়া যায়। তবে আনভেরিফায়েড অ্যাপ মার্কেট কিংবা অন্য কোনও জায়গা থেকে থার্ড-পার্টি টুল ডাউনলোড অথবা সাইড লোড করা হলে তা ডিভাইসে ম্যালওয়্যার এবং ভাইরাস এনে দিতে পারে। ফলে ডিভাইসের ক্ষতি হয়ে যায়।






