WhatsApp-এ ফোন করলে আপনাকে পাওয়া যাচ্ছে না? বন্ধুদের অভিযোগ মিথ্যা নাও হতে পারে! দেখে নিন কী হয়েছে আপনার iPhone-এ
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Ankita Tripathi
Last Updated:
অনেকেই অভিযোগ করেন, WhatsApp কলের কোনও নোটিফিকেশন তাঁরা পাননি। এমনকী রিং হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া যায়। কিন্তু কেন এমন হয়
advertisement
কানেকশনের সমস্যা:ইন্টারনেট সংযোগই হতে পারে সব থেকে বড় কারণ। WhatsApp কলের রিং শোনা না যাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে, স্থানীয় ইন্টারনেট সংযোগ যথেষ্ট শক্তিশালী কিনা তা দেখে নেওয়া। সংযোগ দুর্বল হলে কল ডিভাইসে নাও পৌঁছতে পারে। ফলে এমন হলে প্রথমেই মোবাইল ডেটা বা ওয়াই-ফাই সংযোগ ঠিক আছে কিনা দেখে নিতে হবে।
advertisement
advertisement
অন্য সংযুক্তি:অনেক সময়ই মোবাইল ডিভাইসটি অন্য কোনও ডিভাইসে সংযুক্ত থাকে। যেমন কোনও ওয়্যারলেস হেডফোন বা স্পিকার অথবা Apple Watch। সেক্ষেত্রে ইনকামিং কল নোটিফিকেশন নাও পাওয়া যেতে পারে। কারণ সেই সময় হয়তো সেই কলটি স্বয়ংক্রিয়ভাবে iPhone স্পিকারে বাজার বদলে AirPods-এ বাজছে, অথচ, ব্যবহারকারী তখন AirPods ব্যবহার করছেন না।
advertisement
advertisement
নয়েজ ক্যানসেলেশন:অনেকেই জানেন না, iPhone-এ অনেক সময় কল নোটিফিকেশন আসা বন্ধ করে দিতে পারে। Phone Noise Cancellation গ্লিচের কারণে এমনটা হতে পারে বলেই মনে করা হয়। এই ফিচারটি পাওয়া যাবে Accessibility> Audio/Visual> Phone Noise Cancellation অপশনে। এই অপশন বন্ধ করে দেখে নিতে হবে তারপরও ফোনের কল নোটিফিকেশন আসছে কিনা।