WhatsApp-এ বড় বদল! শীঘ্রই আপডেট করে নিন

Last Updated:
WhatsApp ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার নিয়ে এল জনপ্রিয় এই চ্যাটিং সংস্থা, জেনে নিন ৷
1/7
WhatsApp new feature: বর্তমানে WhatsApp সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ ৷ এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই সকলের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব ৷ এখন প্রায় সকলেই এই অ্যাপ ব্যবহার করে থাকেন ৷ নিজেদের মধ্যে কথোপকথনের পাশাপাশি ছবি থেকে টাকা সমস্ত কিছু অত্যন্ত সহজেই এর মাধ্যমে পাঠানো যায় ৷
WhatsApp new feature: বর্তমানে WhatsApp সবচেয়ে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ ৷ এই অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই সকলের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব ৷ এখন প্রায় সকলেই এই অ্যাপ ব্যবহার করে থাকেন ৷ নিজেদের মধ্যে কথোপকথনের পাশাপাশি ছবি থেকে টাকা সমস্ত কিছু অত্যন্ত সহজেই এর মাধ্যমে পাঠানো যায় ৷
advertisement
2/7
এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স ৷ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবং তাঁদের উন্নতমানের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যেই নয়া ফিচার্স নিয়ে আসে সংস্থা ৷
এছাড়াও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স ৷ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এবং তাঁদের উন্নতমানের পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যেই নয়া ফিচার্স নিয়ে আসে সংস্থা ৷
advertisement
3/7
WhatsApp এর বিভিন্ন ফিচার্সের মধ্যে ‘WhatsApp Status’ ব্যবহারকারীদের পছন্দের মধ্যে একটি ৷ সম্প্রতি WhatsApp Status সংক্রান্ত একটি নতুন ফিচার রোলআউট করা হয়েছে ৷
WhatsApp এর বিভিন্ন ফিচার্সের মধ্যে ‘WhatsApp Status’ ব্যবহারকারীদের পছন্দের মধ্যে একটি ৷ সম্প্রতি WhatsApp Status সংক্রান্ত একটি নতুন ফিচার রোলআউট করা হয়েছে ৷
advertisement
4/7
WABetaInfo-র পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিটা 2.23.25.3 আপডেটে স্টেটাসের জন্য নয়া আপডেট দেওয়া হয়েছে ৷ অ্যাপে স্টেটাসের জন্য ফিল্টার দেওয়া হয়েছে ৷ ফিল্টার আসার পর আপনার স্টেটাস চারটি ভাগে ভাগ করা হবে ৷
WABetaInfo-র পোস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিটা 2.23.25.3 আপডেটে স্টেটাসের জন্য নয়া আপডেট দেওয়া হয়েছে ৷ অ্যাপে স্টেটাসের জন্য ফিল্টার দেওয়া হয়েছে ৷ ফিল্টার আসার পর আপনার স্টেটাস চারটি ভাগে ভাগ করা হবে ৷
advertisement
5/7
ভাগগুলি হচ্ছে ‘All, Recent, Viewed, Muted’ ৷ All সেকশনে সবকটি স্টেটাস দেখা যাবে ৷ Recent সেকশনে সবথেকে লেটেস্ট স্টেটাস দেখা যাবে ৷ Viewed-এ যে স্টেটাসগুলো আপনি দেখে নিয়েছেন আর Muted-এ আপনি যে স্টেটাস Mute করেছেন সেগুলো দেখা যাবে ৷
ভাগগুলি হচ্ছে ‘All, Recent, Viewed, Muted’ ৷ All সেকশনে সবকটি স্টেটাস দেখা যাবে ৷ Recent সেকশনে সবথেকে লেটেস্ট স্টেটাস দেখা যাবে ৷ Viewed-এ যে স্টেটাসগুলো আপনি দেখে নিয়েছেন আর Muted-এ আপনি যে স্টেটাস Mute করেছেন সেগুলো দেখা যাবে ৷
advertisement
6/7
এর পাশাপাশি সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নয়া ভয়েস চ্যাট ফিচার্স গ্রুপ চ্যাটের জন্য জারি করা হয়েছে ৷ ভয়েস কল বা ভয়েস নোটসের তুলনায় এই নয়া ফিচার্স আলাদা ভাবে কাজ করে ৷
এর পাশাপাশি সম্প্রতি হোয়াটসঅ্যাপ একটি নয়া ভয়েস চ্যাট ফিচার্স গ্রুপ চ্যাটের জন্য জারি করা হয়েছে ৷ ভয়েস কল বা ভয়েস নোটসের তুলনায় এই নয়া ফিচার্স আলাদা ভাবে কাজ করে ৷
advertisement
7/7
নয়া এই ফিচারে ভয়েস চ্যাট শুরু হওয়ার পর প্রত্যেক গ্রুপ মেম্বরের কাছে আলাদা করে রিং হবে না ৷ বরং ব্যবহারকারীদের কাছে সাইলেন্ট নোটিফিকেশন যাবে ৷ এই ভয়েস চ্যাটে ব্যবহারকারীরা যখন ইচ্ছে তখন জয়েন করতে পারবেন ৷ এই সময় গ্রুপের মেম্বাররা গ্রুপে মেসেজও করতে পারবেন ৷
নয়া এই ফিচারে ভয়েস চ্যাট শুরু হওয়ার পর প্রত্যেক গ্রুপ মেম্বরের কাছে আলাদা করে রিং হবে না ৷ বরং ব্যবহারকারীদের কাছে সাইলেন্ট নোটিফিকেশন যাবে ৷ এই ভয়েস চ্যাটে ব্যবহারকারীরা যখন ইচ্ছে তখন জয়েন করতে পারবেন ৷ এই সময় গ্রুপের মেম্বাররা গ্রুপে মেসেজও করতে পারবেন ৷
advertisement
advertisement
advertisement