WhatsApp New Feature: ইনস্টাগ্রামের মতো ফিচার এবার হোয়াটসঅ্যাপেও! কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
WhatsApp New Feature: WhatsApp স্টেটাস আপডেটে এবার জুড়ছে প্রাইভেট ট্যাগিং, দেখে নিন ঠিক কী সুবিধা পেতে চলেছেন আপনি
advertisement
এবার তারই এক ধাপ হিসেবে WhatsApp-এ যুক্ত হতে চলেছে স্টেটাস আপডেটে প্রাইভেট ট্যাগিংয়ের সুবিধা। বিষয়টা যেরকম মনে হচ্ছে, একেবারেই তা-ই! ইউজার চাইলে পছন্দের কাউকে তাঁর স্টেটাসে ট্যাগ করতে পারেন, এতে করে সেই পোস্ট বিশেষ করে যাঁকে ট্যাগ করা হল, তাঁর সঙ্গে রি-শেয়ার হবে আর কী! যদিও, সেই পোস্টে কাকে ট্যাগ করা হল, তা শো করবে না WhatsApp।
advertisement
ভাল বিষয়, সন্দেহ নেই। প্রাইভেসিও রইল, আবার মনের কথা জানানোও গেল। WhatsApp-ও সেটাই চায়। এক বিবৃতিতে তাই জানানো হয়েছে মেটা-মালিকানাধীন সংস্থার তরফে যে, কাছের মানুষদের কাছে, পছন্দের মানুষদের কাছে স্টেটাস আপডেট যাতে পৌঁছয়, সেই ব্যাপারটা এবার পাকাপাকিভাবে নিশ্চিত হল। কেন না, যাঁদের ট্যাগ করা হল, তাঁদের নোটিফিকেশনও পাঠাবে WhatsApp আলাদা করে অন্যের অজান্তে।
advertisement
advertisement