WhatsApp Account Ban: বড় খবর! ভারতে ২ কোটিরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করল WhatsApp! এবার কি আপনার পালা? কী করতে হবে?
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Account Ban: WhatsApp ইন্ডিয়া মান্থলি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে মেসেজিং প্ল্যাটফর্মে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এই বছর প্রায় দ্বিগুণ হয়েছে।
advertisement
advertisement
১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, ২০২৪-এর মধ্যে তথ্য অনুসারে, ৬৭ লক্ষ, ২৮ হাজার WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। এই বছর ফেব্রুয়ারিতে এই পরিসংখ্যান বেড়েছে, ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪-এর মধ্যে ৭৬ লক্ষ ২৮ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। মার্চ মাসে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে, ১ মার্চ থেকে ৩১ মার্চ, ২০২৪-এর মধ্যে ৭৯ লক্ষ, ৫৪ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এটি প্রথম তিনটিতে মোট নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা ২ কোটি ২৩ লক্ষ দশ হাজার।
advertisement
তুলনামূলক ভাবে, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে, মোট ২ কোটি ৯১ লক্ষ ৮ হাজার WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। ফেব্রুয়ারিতে, ৪৫ লক্ষ ৯৭ হাজার ৪০০টি অ্যাকাউন্ট নিষিদ্ধের সম্মুখীন হয়েছে। সর্বশেষ, মার্চে ৪৭ লক্ষ ১৫ হাজার ৯০৬টি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাসে মোট ১২ কোটি ২৩ লক্ষ ১৩ শত ৬টি নিষিদ্ধ অ্যাকাউন্টের তথ্য জমা হয়েছে।
advertisement
WhatsApp-এর ওয়েবপেজ অনুসারে, "যদি আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়, তাহলে আপনি যখন WhatsApp খুলবেন তখন আপনি নিম্নলিখিত মেসেজটি দেখতে পাবেন- 'এই অ্যাকাউন্টটিতে WhatsApp ব্যবহার করার অনুমতি নেই'। অ্যাকাউন্টের কার্যকলাপ যদি আমাদের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে, উদাহরণস্বরূপ, যদি এতে স্প্যাম, স্ক্যাম জড়িত থাকে বা এটি WhatsApp ব্যবহারকারীদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে তবেই আমরা এই অবস্থান নিই।"
advertisement
মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের বিভিন্ন নির্দেশিকা আরও ভালভাবে বুঝতে “Acceptable Use of Our Services” বিভাগটি পর্যালোচনা করতে উৎসাহিত করেছে৷ WhatsApp নিরাপত্তার উপরেও লক্ষ্য তুলে ধরেছে, ব্যবহারকারীদের তাঁদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং অননুমোদিত ব্যবহারের বিষয়ে অবিলম্বে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।