WhatsApp New Features: টাইপ করলেই তৈরি হবে স্টিকার! ২০২৬-এর শুরুতেই হোয়াটসঅ্যাপে দুর্দান্ত সব আপডেট

Last Updated:
WhatsApp New Feature: এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটকে আরও উন্নত এবং জনপ্রিয় করতে আরও কিছু নতুন টুল নিয়ে আসছে। কী কী নতুন সুবিধা মিলবে?
1/7
২০২৬ সালের শুরুতেই হোয়াটসঅ্যাপ তাদের প্রথম বড় ফিচার আপডেট আনতে চলেছে, যা মূলত গ্রুপ চ্যাট এবং গ্রুপের সদস্যদের দৃশ্যমানতা আরও উন্নত করবে। হোয়াটসঅ্যাপে গ্রুপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—কারণ একসঙ্গে শত শত মানুষকে যুক্ত রাখা, আবার প্রয়োজনে সহজেই মিটিং শুরু করার সুবিধাও এতে রয়েছে।
২০২৬ সালের শুরুতেই হোয়াটসঅ্যাপ তাদের প্রথম বড় ফিচার আপডেট আনতে চলেছে, যা মূলত গ্রুপ চ্যাট এবং গ্রুপের সদস্যদের দৃশ্যমানতা আরও উন্নত করবে। হোয়াটসঅ্যাপে গ্রুপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—কারণ একসঙ্গে শত শত মানুষকে যুক্ত রাখা, আবার প্রয়োজনে সহজেই মিটিং শুরু করার সুবিধাও এতে রয়েছে।
advertisement
2/7
এবার গ্রুপ চ্যাটকে আরও কার্যকর ও জনপ্রিয় করে তুলতে একাধিক নতুন টুল আনছে হোয়াটসঅ্যাপ। WhatsApp Group Chat Features: কী কী নতুন সুবিধা মিলবে?
এবার গ্রুপ চ্যাটকে আরও কার্যকর ও জনপ্রিয় করে তুলতে একাধিক নতুন টুল আনছে হোয়াটসঅ্যাপ। WhatsApp Group Chat Features: কী কী নতুন সুবিধা মিলবে?
advertisement
3/7
Member Tags (মেম্বার ট্যাগ):
গ্রুপের সদস্যদের সহজে চিহ্নিত করার জন্য চালু হচ্ছে মেম্বার ট্যাগ। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটি দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের চাওয়া একটি ফিচার। এই ট্যাগের মাধ্যমে প্রত্যেকে গ্রুপে নিজের ভূমিকা নির্ধারণ করতে পারবেন। যেমন—একটি গ্রুপে কেউ হতে পারেন “Anna’s Dad”, আবার অন্য গ্রুপে “Goalkeeper”। প্রতিটি গ্রুপের জন্য আলাদা ট্যাগ সেট করা যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ফিচার আসবে।
Member Tags (মেম্বার ট্যাগ):গ্রুপের সদস্যদের সহজে চিহ্নিত করার জন্য চালু হচ্ছে মেম্বার ট্যাগ। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এটি দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের চাওয়া একটি ফিচার। এই ট্যাগের মাধ্যমে প্রত্যেকে গ্রুপে নিজের ভূমিকা নির্ধারণ করতে পারবেন। যেমন—একটি গ্রুপে কেউ হতে পারেন “Anna’s Dad”, আবার অন্য গ্রুপে “Goalkeeper”। প্রতিটি গ্রুপের জন্য আলাদা ট্যাগ সেট করা যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ফিচার আসবে।
advertisement
4/7
Text Stickers (টেক্সট স্টিকার):
নতুন আপডেটে স্টিকার আরও মজাদার হচ্ছে। এবার যে কোনও শব্দ টাইপ করলেই সেটিকে স্টিকারে রূপান্তর করা যাবে। শুধু তাই নয়, নিজের তৈরি স্টিকার প্যাকেও তা যোগ করা যাবে, যাতে বারবার ব্যবহার করা সহজ হয়।
Text Stickers (টেক্সট স্টিকার):নতুন আপডেটে স্টিকার আরও মজাদার হচ্ছে। এবার যে কোনও শব্দ টাইপ করলেই সেটিকে স্টিকারে রূপান্তর করা যাবে। শুধু তাই নয়, নিজের তৈরি স্টিকার প্যাকেও তা যোগ করা যাবে, যাতে বারবার ব্যবহার করা সহজ হয়।
advertisement
5/7
Event Reminders (ইভেন্ট রিমাইন্ডার):
গ্রুপ চ্যাটে ইভেন্ট বা মিটিং তৈরি করার সময় এবার কাস্টম আগাম রিমাইন্ডার সেট করা যাবে। ফলে কেউ আর কল বা মিটিং মিস করবেন না।
Event Reminders (ইভেন্ট রিমাইন্ডার):গ্রুপ চ্যাটে ইভেন্ট বা মিটিং তৈরি করার সময় এবার কাস্টম আগাম রিমাইন্ডার সেট করা যাবে। ফলে কেউ আর কল বা মিটিং মিস করবেন না।
advertisement
6/7
প্রাথমিকভাবে এই ফিচারগুলি Android ও iOS ব্যবহারকারীদের জন্য আসবে। ওয়েব ভার্সনে পরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রাথমিকভাবে এই ফিচারগুলি Android ও iOS ব্যবহারকারীদের জন্য আসবে। ওয়েব ভার্সনে পরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/7
এদিকে, ভারতের পুলিশ সম্প্রতি ২০২৬ সালের নতুন বছরের শুভেচ্ছা সংক্রান্ত এক স্ক্যাম নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে। সাধারণ নিউ ইয়ার মেসেজের আড়ালে ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, ভারতের পুলিশ সম্প্রতি ২০২৬ সালের নতুন বছরের শুভেচ্ছা সংক্রান্ত এক স্ক্যাম নিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে। সাধারণ নিউ ইয়ার মেসেজের আড়ালে ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
advertisement
advertisement