Smartphone: হারানো ফোন ফিরে পাওয়া যায় কীভাবে? অনেকে জানেন না, কায়দা শিখে রাখুন

Last Updated:
স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নতুন কিনতে হবে ভেবে গা করকর করে বইকি! ফোন হারালে তা হলে কী করতে হবে জেনে রাখুন!
1/7
কলকাতা: দেশে এখন বাজেট মডেলের স্মার্টফোন বড় একটা নেই! কিনতে গেলে নিদেনপক্ষে মিড রেঞ্জের দিকেই তাকাতে হয়। আর বলা হয় বটে বাজেট, তবে তারও দাম বেশ কয়েক হাজার টাকার কম তো আর নয়! ফলে, স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নতুন কিনতে হবে ভেবে গা করকর করে বইকি!
কলকাতা: দেশে এখন বাজেট মডেলের স্মার্টফোন বড় একটা নেই! কিনতে গেলে নিদেনপক্ষে মিড রেঞ্জের দিকেই তাকাতে হয়। আর বলা হয় বটে বাজেট, তবে তারও দাম বেশ কয়েক হাজার টাকার কম তো আর নয়! ফলে, স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নতুন কিনতে হবে ভেবে গা করকর করে বইকি!
advertisement
2/7
 হারানো স্মার্টফোন ফিরে পাওয়া আর লটারিতে কোটি টাকা জেতার মধ্যে বড় একটা ফারাক নেই, তেমনটাই বেশিরভাগ ইউজারের অভিজ্ঞতা বলে! নম্বরগুলো সব জি-মেল থেকে উদ্ধার করা যায় ঠিকই, তবে সাধের ছবি-ভিডিওগুলো তো আর ফেরত আসে না। সেটা কিছুটা হলেও ইউজারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। পাশাপাশি, নতুন ফোন কেনার গাঁটগচ্চা তো রয়েছেই!
হারানো স্মার্টফোন ফিরে পাওয়া আর লটারিতে কোটি টাকা জেতার মধ্যে বড় একটা ফারাক নেই, তেমনটাই বেশিরভাগ ইউজারের অভিজ্ঞতা বলে! নম্বরগুলো সব জি-মেল থেকে উদ্ধার করা যায় ঠিকই, তবে সাধের ছবি-ভিডিওগুলো তো আর ফেরত আসে না। সেটা কিছুটা হলেও ইউজারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। পাশাপাশি, নতুন ফোন কেনার গাঁটগচ্চা তো রয়েছেই!
advertisement
3/7
মোবাইল ফোন কোথাও যদি হারিয়ে যায়, তাহলে তা ফেরত পাওয়ার সহজ উপায়ও আছে বইকি! যে কেউ প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করে হারানো মোবাইল সনাক্ত করতে পারেন। হারানো মোবাইল খুঁজে পেতে অবশ্য সেই মোবাইলে লিঙ্ক করা ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে।
মোবাইল ফোন কোথাও যদি হারিয়ে যায়, তাহলে তা ফেরত পাওয়ার সহজ উপায়ও আছে বইকি! যে কেউ প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করে হারানো মোবাইল সনাক্ত করতে পারেন। হারানো মোবাইল খুঁজে পেতে অবশ্য সেই মোবাইলে লিঙ্ক করা ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে।
advertisement
4/7
মোবাইল ফোন কোথাও যদি হারিয়ে যায়, তাহলে তা ফেরত পাওয়ার সহজ উপায়ও আছে বইকি! যে কেউ প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করে হারানো মোবাইল সনাক্ত করতে পারেন। হারানো মোবাইল খুঁজে পেতে অবশ্য সেই মোবাইলে লিঙ্ক করা ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে।
মোবাইল ফোন কোথাও যদি হারিয়ে যায়, তাহলে তা ফেরত পাওয়ার সহজ উপায়ও আছে বইকি! যে কেউ প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করে হারানো মোবাইল সনাক্ত করতে পারেন। হারানো মোবাইল খুঁজে পেতে অবশ্য সেই মোবাইলে লিঙ্ক করা ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে।
advertisement
5/7
গুগল প্লে স্টোর থেকে Find My Device অ্যাপে সেই ই-মেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনের অবস্থান, মানে তা কোথায় রয়েছে পরখ করা যায়।ফলে, এই অ্যাপের সাহায্যে হারানো ফোনের অবস্থান সহজেই খুঁজে পাওয়া যাবে। তবে, হারানো মোবাইলে লোকেশন ফিচারটি চালু থাকাও দরকার। তাহলেই কেবল ই-মেল আইডি দিয়ে লগ ইন করে, Find My Device ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন ট্রেস করা সম্ভব হবে। তা রিয়েল টাইম লোকেশন জানিয়ে দিয়ে সহজেই ইউজারকে সেখানে যেতে সহায়তা করতে পারে।
গুগল প্লে স্টোর থেকে Find My Device অ্যাপে সেই ই-মেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনের অবস্থান, মানে তা কোথায় রয়েছে পরখ করা যায়।
ফলে, এই অ্যাপের সাহায্যে হারানো ফোনের অবস্থান সহজেই খুঁজে পাওয়া যাবে। তবে, হারানো মোবাইলে লোকেশন ফিচারটি চালু থাকাও দরকার। তাহলেই কেবল ই-মেল আইডি দিয়ে লগ ইন করে, Find My Device ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন ট্রেস করা সম্ভব হবে। তা রিয়েল টাইম লোকেশন জানিয়ে দিয়ে সহজেই ইউজারকে সেখানে যেতে সহায়তা করতে পারে।
advertisement
6/7
এছাড়াও, ভারত সরকার চালু করা একটি পোর্টালের সাহায্যে পুলিশ সহজেই চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে পারে। এখানে যে পোর্টালটার কথা বলা হচ্ছে, তার নাম CEIR, পুরো নাম সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পোর্টাল। এতে দেশের প্রতিটি ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন ফোনের মডেল, কোন কোম্পানির সিম এতে ব্যবহার করা হয়েছে এবং ফোনের IMEI নম্বর কী ইত্যাদি।
এছাড়াও, ভারত সরকার চালু করা একটি পোর্টালের সাহায্যে পুলিশ সহজেই চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে পারে। এখানে যে পোর্টালটার কথা বলা হচ্ছে, তার নাম CEIR, পুরো নাম সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পোর্টাল। এতে দেশের প্রতিটি ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন ফোনের মডেল, কোন কোম্পানির সিম এতে ব্যবহার করা হয়েছে এবং ফোনের IMEI নম্বর কী ইত্যাদি।
advertisement
7/7
এছাড়াও, ভারত সরকার চালু করা একটি পোর্টালের সাহায্যে পুলিশ সহজেই চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে পারে। এখানে যে পোর্টালটার কথা বলা হচ্ছে, তার নাম CEIR, পুরো নাম সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পোর্টাল। এতে দেশের প্রতিটি ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন ফোনের মডেল, কোন কোম্পানির সিম এতে ব্যবহার করা হয়েছে এবং ফোনের IMEI নম্বর কী ইত্যাদি।
এছাড়াও, ভারত সরকার চালু করা একটি পোর্টালের সাহায্যে পুলিশ সহজেই চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতে পারে। এখানে যে পোর্টালটার কথা বলা হচ্ছে, তার নাম CEIR, পুরো নাম সেন্ট্রাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার পোর্টাল। এতে দেশের প্রতিটি ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন ফোনের মডেল, কোন কোম্পানির সিম এতে ব্যবহার করা হয়েছে এবং ফোনের IMEI নম্বর কী ইত্যাদি।
advertisement
advertisement
advertisement