কোন পাসওয়ার্ড ভারতে সব থেকে বেশি ব্যবহার হয় জানেন? অবাক হয়ে যাবেন

Last Updated:
Password- তবে সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী অনায়াসে হ্যাক করার মতো পাসওয়ার্ড ব্যবহার করছেন। ফলে নিজেরাই সাইবার হানার ঝুঁকির মুখে পড়ে যাচ্ছেন। 
1/6
কলকাতা: আজকালকার যুগে ব্যাঙ্কিং থেকে শুরু করে শপিং - সব কিছুই অনলাইনে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো রয়েছেই। তাই ডিজিটাল তথ্য সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী অনায়াসে হ্যাক করার মতো পাসওয়ার্ড ব্যবহার করছেন। ফলে নিজেরাই সাইবার হানার ঝুঁকির মুখে পড়ে যাচ্ছেন।
কলকাতা: আজকালকার যুগে ব্যাঙ্কিং থেকে শুরু করে শপিং - সব কিছুই অনলাইনে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো রয়েছেই। তাই ডিজিটাল তথ্য সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারী অনায়াসে হ্যাক করার মতো পাসওয়ার্ড ব্যবহার করছেন। ফলে নিজেরাই সাইবার হানার ঝুঁকির মুখে পড়ে যাচ্ছেন।
advertisement
2/6
NordPass-এর ষষ্ঠ এডিশন থেকে দ্য টপ ২০০ মোস্ট কমন পাসওয়ার্ডস রিপোর্ট সামনে এসেছে। যেখানে কিছু অ্যালার্মিং ট্রেন্ড তুলে ধরা হয়েছে। রিপোর্টে বিশ্লেষণ করা হয়েছে যে, বিশ্বের ৪৪টি দেশে সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ডিজিটাল নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। সেই তালিকায় সবার প্রথমে রয়েছে ‘123456’। অর্থাৎ ভারত তথা বিশ্বের অন্যান্য দেশে এই পাসওয়ার্ড সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
NordPass-এর ষষ্ঠ এডিশন থেকে দ্য টপ ২০০ মোস্ট কমন পাসওয়ার্ডস রিপোর্ট সামনে এসেছে। যেখানে কিছু অ্যালার্মিং ট্রেন্ড তুলে ধরা হয়েছে। রিপোর্টে বিশ্লেষণ করা হয়েছে যে, বিশ্বের ৪৪টি দেশে সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ডিজিটাল নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। সেই তালিকায় সবার প্রথমে রয়েছে ‘123456’। অর্থাৎ ভারত তথা বিশ্বের অন্যান্য দেশে এই পাসওয়ার্ড সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে।
advertisement
3/6
NordPass-এর গবেষণায় জানা গিয়েছে যে, সারা বিশ্বের ৩০,১৮,০৫০ ব্যবহারকারী ‘123456’ পাসওয়ার্ডটি ব্যবহার করেন। আর শুধুমাত্র ভারতে এই পাসওয়ার্ডের ব্যবহারকারীর সংখ্যা ৭৬৮৯১। এরপর সারা বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘123456789’। আর ভারতে জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটি। এখানেই শেষ নয়, Qwerty আমাদের কিবোর্ডের উপরের দিকে থাকা বেসিক একটা লাইন। ফলে এটিও ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। সেরকমই নম্বর এবং অক্ষর মিশিয়ে তৈনি বহুল ব্যবহৃত আরও একটি পাসওয়ার্ড আছে। আর সেটি হল ‘1q2w3e4er5t’।
NordPass-এর গবেষণায় জানা গিয়েছে যে, সারা বিশ্বের ৩০,১৮,০৫০ ব্যবহারকারী ‘123456’ পাসওয়ার্ডটি ব্যবহার করেন। আর শুধুমাত্র ভারতে এই পাসওয়ার্ডের ব্যবহারকারীর সংখ্যা ৭৬৮৯১। এরপর সারা বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘123456789’। আর ভারতে জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটি। এখানেই শেষ নয়, Qwerty আমাদের কিবোর্ডের উপরের দিকে থাকা বেসিক একটা লাইন। ফলে এটিও ব্যাপক ভাবে ব্যবহৃত হয়। সেরকমই নম্বর এবং অক্ষর মিশিয়ে তৈনি বহুল ব্যবহৃত আরও একটি পাসওয়ার্ড আছে। আর সেটি হল ‘1q2w3e4er5t’।
advertisement
4/6
NordPass-এর প্রতিবেদনে আরও জানা গিয়েছে যে, ব্যবহারকারীদের মধ্যে সহজ-সরল পাসওয়ার্ড ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যে অবশ্য থাকে সাংস্কৃতিক অথবা ব্যক্তিগত ছোঁয়া। উদাহরণ স্বরূপ বলা যায় ‘Indya123’-র কথা। অনেকে ‘India123’-র বদলে তা ব্যবহার করে থাকেন। এছাড়া ‘admin’ এবং ‘abcd1234′ -ও বেশ জনপ্রিয় পাসওয়ার্ড।
NordPass-এর প্রতিবেদনে আরও জানা গিয়েছে যে, ব্যবহারকারীদের মধ্যে সহজ-সরল পাসওয়ার্ড ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। এর মধ্যে অবশ্য থাকে সাংস্কৃতিক অথবা ব্যক্তিগত ছোঁয়া। উদাহরণ স্বরূপ বলা যায় ‘Indya123’-র কথা। অনেকে ‘India123’-র বদলে তা ব্যবহার করে থাকেন। এছাড়া ‘admin’ এবং ‘abcd1234′ -ও বেশ জনপ্রিয় পাসওয়ার্ড।
advertisement
5/6
ওই সমীক্ষায় আরও একটা ভয়াবহ পাসওয়ার্ডের কথা উঠে এসেছে। আসলে সারা বিশ্বজুড়ে পাসওয়ার্ড হিসেবে ‘password’ শব্দটির জনপ্রিয়তা তুঙ্গে। ভারতে জনপ্রিয়তার নিরিখে এই পাসওয়ার্ডের স্থান দ্বিতীয়। আর ইউকে আর অস্ট্রেলিয়ায় জনপ্রিয়তার নিরিখে এটি রয়েছে প্রথম স্থানে। সমীক্ষায় এ-ও দেখা গিয়েছে যে, ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক সংস্থায় ৪০ শতাংশ ক্ষেত্রেই পাসওয়ার্ড একই রকম। কর্পোরেট পরিবেশে যেমন ‘newmember’, ‘newpass’, ‘newuser’ এবং ‘welcome’-এর মতো শব্দগুলি পাসওয়ার্ড হিসেবে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। এই দুর্বল পাসওয়ার্ডগুলি বহু ক্ষেত্রেই নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে পরিবর্তন করা হয় না। যা নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে।
ওই সমীক্ষায় আরও একটা ভয়াবহ পাসওয়ার্ডের কথা উঠে এসেছে। আসলে সারা বিশ্বজুড়ে পাসওয়ার্ড হিসেবে ‘password’ শব্দটির জনপ্রিয়তা তুঙ্গে। ভারতে জনপ্রিয়তার নিরিখে এই পাসওয়ার্ডের স্থান দ্বিতীয়। আর ইউকে আর অস্ট্রেলিয়ায় জনপ্রিয়তার নিরিখে এটি রয়েছে প্রথম স্থানে। সমীক্ষায় এ-ও দেখা গিয়েছে যে, ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক সংস্থায় ৪০ শতাংশ ক্ষেত্রেই পাসওয়ার্ড একই রকম। কর্পোরেট পরিবেশে যেমন ‘newmember’, ‘newpass’, ‘newuser’ এবং ‘welcome’-এর মতো শব্দগুলি পাসওয়ার্ড হিসেবে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। এই দুর্বল পাসওয়ার্ডগুলি বহু ক্ষেত্রেই নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে পরিবর্তন করা হয় না। যা নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে।
advertisement
6/6
শুধু তা-ই নয়, NordPass-এর গবেষণা বলছে, দুর্বল পাসওয়ার্ড যেভাবে বাড়ছে, তাতে তা কয়েক সেকেন্ডের মধ্যে হাতিয়ে ফেলতে পারে হ্যাকাররা। সারা বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলিরে মধ্যে প্রায় ৭৮ শতাংশই নিমেষের মধ্যে বুঝে ফেলা সম্ভব। কিন্তু এর ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরি করা হলেও ডিজিটাল সুরক্ষা বিপদের মুখে পড়ছে।
শুধু তা-ই নয়, NordPass-এর গবেষণা বলছে, দুর্বল পাসওয়ার্ড যেভাবে বাড়ছে, তাতে তা কয়েক সেকেন্ডের মধ্যে হাতিয়ে ফেলতে পারে হ্যাকাররা। সারা বিশ্বের সবথেকে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডগুলিরে মধ্যে প্রায় ৭৮ শতাংশই নিমেষের মধ্যে বুঝে ফেলা সম্ভব। কিন্তু এর ঝুঁকির বিষয়ে সচেতনতা তৈরি করা হলেও ডিজিটাল সুরক্ষা বিপদের মুখে পড়ছে।
advertisement
advertisement
advertisement