এসি-র আয়ু ফুরিয়ে এসেছে, কখন, কীভাবে বোঝা যায়? একটা 'কায়দা' শিখে রাখুন

Last Updated:
Air Conditioner- সাধারণত ১.৫ টনের এসি যদি ৮ ঘণ্টা চলে, তা হলে ৬ থেকে ১২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। কতক্ষণ ধরে এসি ব্যবহার করা হচ্ছে, তার উপর এসির আয়ু অনেকটাই নির্ভর করে।
1/6
শীতের দিন শেষ। এবার টানা গরমের দিন শুরু হবে। এর এমন সময় অনেকেরই এসি ভরসা। তবে মনে রাখবেন, এসি কিন্তু কখনওই প্রকৃতির এই উত্তপ্ত অবস্থা থেকে রেহাইয়ের রাস্তা হতে পারে না। গাছ লাগান, পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে গাছের কোনও বিকল্প নেই।
শীতের দিন শেষ। এবার টানা গরমের দিন শুরু হবে। এর এমন সময় অনেকেরই এসি ভরসা। তবে মনে রাখবেন, এসি কিন্তু কখনওই প্রকৃতির এই উত্তপ্ত অবস্থা থেকে রেহাইয়ের রাস্তা হতে পারে না। গাছ লাগান, পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে গাছের কোনও বিকল্প নেই।
advertisement
2/6
আপনার বাড়িতে যদি স্প্লিট এসি থাকে, তবে আপনাকে একটু বেশিই সতর্ক থাকতে হবে। কারণ ইনভার্টার স্প্লিট এসি সঠিক সময় সার্ভিস করাতে হয়। না হলে এসিতে সমস্যা হতে পারে। অনেকেই এসি সময়মতো সার্ভিস করেন না। দিনের পর দিন এসি চলতে থাকে সার্ভিস ছাড়াই।
আপনার বাড়িতে যদি স্প্লিট এসি থাকে, তবে আপনাকে একটু বেশিই সতর্ক থাকতে হবে। কারণ ইনভার্টার স্প্লিট এসি সঠিক সময় সার্ভিস করাতে হয়। না হলে এসিতে সমস্যা হতে পারে। অনেকেই এসি সময়মতো সার্ভিস করেন না। দিনের পর দিন এসি চলতে থাকে সার্ভিস ছাড়াই।
advertisement
3/6
অনেকেই হয়তো পরিকল্পনা করে ফেলেছেন, এবার গরম পড়লেই এসি কিনবেন। আবার অনেকে এসি কিনেছেন বেশ কয়েক বছর আগেই। এসি-র কি কোনও এক্সপায়ারি ডেট হয়? এটা সম্পর্কে অনেকেই জানেন না।
অনেকেই হয়তো পরিকল্পনা করে ফেলেছেন, এবার গরম পড়লেই এসি কিনবেন। আবার অনেকে এসি কিনেছেন বেশ কয়েক বছর আগেই। এসি-র কি কোনও এক্সপায়ারি ডেট হয়? এটা সম্পর্কে অনেকেই জানেন না।
advertisement
4/6
মনে রাখবেন, এসি কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পর খারাপ হতেই পারে। যদি পিসিবি বোর্ডে সমস্যা হয়, তা হলে অনেকগুলো টাকা খরচ হতে পারে। কীভাবে বুঝবেন, আপনার বাড়ির এসি খারাপ হতে আর বেশি দেরি নেই! এই প্রতিবেদনে সেটাই জানাব আমরা।
মনে রাখবেন, এসি কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পর খারাপ হতেই পারে। যদি পিসিবি বোর্ডে সমস্যা হয়, তা হলে অনেকগুলো টাকা খরচ হতে পারে। কীভাবে বুঝবেন, আপনার বাড়ির এসি খারাপ হতে আর বেশি দেরি নেই! এই প্রতিবেদনে সেটাই জানাব আমরা।
advertisement
5/6
সাধারণত ১.৫ টনের এসি যদি ৮ ঘণ্টা চলে, তা হলে ৬ থেকে ১২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। কতক্ষণ ধরে এসি ব্যবহার করা হচ্ছে, তার উপর এসির আয়ু অনেকটাই নির্ভর করে।
সাধারণত ১.৫ টনের এসি যদি ৮ ঘণ্টা চলে, তা হলে ৬ থেকে ১২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে। কতক্ষণ ধরে এসি ব্যবহার করা হচ্ছে, তার উপর এসির আয়ু অনেকটাই নির্ভর করে।
advertisement
6/6
স্প্লিট এসি সাধারণত ৭-৮ বছর ভালভাবে চলতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এসি তার থেকেও বেশি বছর ভালভাবে চলে। যদিও সবার বাড়িতে এসি কিন্তু এত বেশি বছর ভালভাবে চলে না। এসির কম্প্রেসরে বারবার গ্যাস ফুরিয়ে গেলে, এসি ঠাণ্ডা করতে সময় নিলে বুঝতে হবে এবার সময় এসেছে। এছাড়া অনেক সময় দেখা যায়, নির্ধারিত সময় চলার পর এসির জন্য বিদ্যুৎ পুড়ছে আগের থেকে বেশি। তখন বুঝতে হবে, এবার এসি বদলের সময় হয়েছে।
স্প্লিট এসি সাধারণত ৭-৮ বছর ভালভাবে চলতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এসি তার থেকেও বেশি বছর ভালভাবে চলে। যদিও সবার বাড়িতে এসি কিন্তু এত বেশি বছর ভালভাবে চলে না। এসির কম্প্রেসরে বারবার গ্যাস ফুরিয়ে গেলে, এসি ঠাণ্ডা করতে সময় নিলে বুঝতে হবে এবার সময় এসেছে। এছাড়া অনেক সময় দেখা যায়, নির্ধারিত সময় চলার পর এসির জন্য বিদ্যুৎ পুড়ছে আগের থেকে বেশি। তখন বুঝতে হবে, এবার এসি বদলের সময় হয়েছে।
advertisement
advertisement
advertisement