চামড়া পুড়িয়ে দেওয়া গরম শুরু! চার ব্লেড-এর ফ্যান কি বেশি হাওয়া দেবে? জেনে নিন

Last Updated:
3 Blade vs 4 Blade Fans: চার ব্লেড-এর ফ্যান! কখনও দেখেছেন? গরমকালে এই ফ্যান চললে কি আরাম বেসি? জেনে নিন।
1/6
আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ভয়ঙ্কর গরম পড়বে। সারা দেশে এখন এসি, কুলার কেনার ধুম পড়েছে। তবে অনেকেরই এসি বা কুলার কেনার সামর্থ নেই। তাঁদের ভরসা সিলিং ফ্যান।
আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ভয়ঙ্কর গরম পড়বে। সারা দেশে এখন এসি, কুলার কেনার ধুম পড়েছে। তবে অনেকেরই এসি বা কুলার কেনার সামর্থ নেই। তাঁদের ভরসা সিলিং ফ্যান।
advertisement
2/6
তিনটি ব্লেড-এর পাখা তো ঘরে ঘরে আছে। কিন্তু আপনি কি কখনও চার ব্লেড-এর পাখা দেখেছেন? অনেকে মনে করেন চার ব্লেড-এর পাখা বেশি হাওয়া দেয়!
তিনটি ব্লেড-এর পাখা তো ঘরে ঘরে আছে। কিন্তু আপনি কি কখনও চার ব্লেড-এর পাখা দেখেছেন? অনেকে মনে করেন চার ব্লেড-এর পাখা বেশি হাওয়া দেয়!
advertisement
3/6
ফ্যান কেনার সময় RPM (Revolutions per minute)-এর দিকে নজর রাখবেন। তিনটি ব্লেড-এর ফ্য়ান-এর আরপিএম হয় সাধারণত ৪০০। অন্যদিকে, চার ব্লেড-এর পাখার আরপিএম থাকে ৩০০-৩৫০।
ফ্যান কেনার সময় RPM (Revolutions per minute)-এর দিকে নজর রাখবেন। তিনটি ব্লেড-এর ফ্য়ান-এর আরপিএম হয় সাধারণত ৪০০। অন্যদিকে, চার ব্লেড-এর পাখার আরপিএম থাকে ৩০০-৩৫০।
advertisement
4/6
চার ব্লেড-এর পাখা আকারে ছোট হয়। তবে তিন ব্লেড হোক বা চার, সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটরে সাধারণত কোনও তফাত হয় না।
চার ব্লেড-এর পাখা আকারে ছোট হয়। তবে তিন ব্লেড হোক বা চার, সিঙ্গল ফেজ ইন্ডাকশন মোটরে সাধারণত কোনও তফাত হয় না।
advertisement
5/6
আমেরিকার মতো দেশে চার ব্লেডের ফ্যান জনপ্রিয়। ভারতে অবশ্য ঘরে ঘরে তিনটি ব্লেড-এর ফ্যান দেখা যায়। চার ব্লেডের ফ্যান হাওয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারে। তিন ব্লেডের ফ্যান সাধারণত ঘাম শুকোতে পারে তাড়াতাড়ি।
আমেরিকার মতো দেশে চার ব্লেডের ফ্যান জনপ্রিয়। ভারতে অবশ্য ঘরে ঘরে তিনটি ব্লেড-এর ফ্যান দেখা যায়। চার ব্লেডের ফ্যান হাওয়া সারা ঘরে ছড়িয়ে দিতে পারে। তিন ব্লেডের ফ্যান সাধারণত ঘাম শুকোতে পারে তাড়াতাড়ি।
advertisement
6/6
চারটি ব্লেডের ফ্যানে মোটরে চাপ বেশি পড়ে। ফলে ইলেকট্রিসিটি বিল বেশি আসতে পারে। তা ছাড়া চার ব্লেডের ফ্যানে আওয়াজ বেশি।
চারটি ব্লেডের ফ্যানে মোটরে চাপ বেশি পড়ে। ফলে ইলেকট্রিসিটি বিল বেশি আসতে পারে। তা ছাড়া চার ব্লেডের ফ্যানে আওয়াজ বেশি।
advertisement
advertisement
advertisement