বাড়তে চলেছে Vodafone -এর ট্যারিফ ! আকাশছোঁয়া দাম হতে চলেছে ইন্টারনেটের

Last Updated:
১ এপ্রিল থেকেই লাগু হতে চলেছে হচ্ছে Vodafone-এর নতুন ট্যারিফ
1/5
 আপনি কি Vodafone ব্যবহার করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার দুঃসংবাদ। বাড়তে চলেছে মোবাইল ব্যবহারের খরচ। টেলিকম বাজারে টিকে থাকতে এবার ফোনের ট্যারিফ বাড়াতে চলেছে Vodafone Idea। ১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে Vodafone-এর নতুন ট্যারিফ।
আপনি কি Vodafone ব্যবহার করেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার দুঃসংবাদ। বাড়তে চলেছে মোবাইল ব্যবহারের খরচ। টেলিকম বাজারে টিকে থাকতে এবার ফোনের ট্যারিফ বাড়াতে চলেছে Vodafone Idea। ১ এপ্রিল থেকেই কার্যকর হচ্ছে Vodafone-এর নতুন ট্যারিফ।
advertisement
2/5
ইতিমধ্যে কেন্দ্রকে ৩,৫০০ কোটি টাকা জমা দিয়েছে, কিন্তু এখনও ৫৩,০০০ কোটি টাকা দেওয়া বাকি রয়েছে, তাই এই পদক্ষেপ নিয়েছে Vodafone।
ইতিমধ্যে কেন্দ্রকে ৩,৫০০ কোটি টাকা জমা দিয়েছে, কিন্তু এখনও ৫৩,০০০ কোটি টাকা দেওয়া বাকি রয়েছে, তাই এই পদক্ষেপ নিয়েছে Vodafone।
advertisement
3/5
জানা গিয়েছে বকেয়া মেটানোর জন্য ১৮ বছররের সময়সীমা চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে দাবি করা হয়েছে বকেয়া মেটানোর সঙ্গে সঙ্গে জরিমানাও ৩ বছরের জন্য চাড় দেওয়া দরকার ৷
জানা গিয়েছে বকেয়া মেটানোর জন্য ১৮ বছররের সময়সীমা চাওয়া হয়েছে ৷ একই সঙ্গে দাবি করা হয়েছে বকেয়া মেটানোর সঙ্গে সঙ্গে জরিমানাও ৩ বছরের জন্য চাড় দেওয়া দরকার ৷
advertisement
4/5
এবার থেকে মোবাইল ডেটা ব্যবহার করতে অন্তত ৩৫ টাকা করার দাবি করেছে সংস্থা। যা বর্তমানের দাম থেকে ৭-৮ গুণ বেশি। এই মুহূর্তে  প্রতি জিবি ডেটার জন্য গ্রাহকরা খরচ করেন ৪-৫ টাকা ।
এবার থেকে মোবাইল ডেটা ব্যবহার করতে অন্তত ৩৫ টাকা করার দাবি করেছে সংস্থা। যা বর্তমানের দাম থেকে ৭-৮ গুণ বেশি। এই মুহূর্তে প্রতি জিবি ডেটার জন্য গ্রাহকরা খরচ করেন ৪-৫ টাকা ।
advertisement
5/5
আর ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে আনলিমিটেড ভয়েস কল, এবার ৬ পয়সা প্রতি মিনিট করে গুণতে হবে গ্রাহকদের। এখন গ্রাহকরা যদি Vodafone নম্বর চালু রাখতে চান তাহলে প্রতি মাসে খরচ করতে হবে ৫০ টাকা। ৩ মাসে আগেই মোবাইল পরিষেবার ট্যারিফ ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ছিল Vodafone ৷
আর ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে আনলিমিটেড ভয়েস কল, এবার ৬ পয়সা প্রতি মিনিট করে গুণতে হবে গ্রাহকদের। এখন গ্রাহকরা যদি Vodafone নম্বর চালু রাখতে চান তাহলে প্রতি মাসে খরচ করতে হবে ৫০ টাকা। ৩ মাসে আগেই মোবাইল পরিষেবার ট্যারিফ ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে ছিল Vodafone ৷
advertisement
advertisement
advertisement