গ্রাহকদের জন্য সুখবর! এবার ৯৮ টাকার রিচার্জে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone

Last Updated:
এবার ৯৮ টাকার রিচার্জে পেয়ে যান ৬জিবি ডেটা বিনামূল্যে
1/4
লকডাউনের মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির vodafone-idea। কিছুদিন আগেই নির্দিষ্ট কিছু প্ল্যানে দ্বিগুণ ডেটা অফার চালু করেছিল ভোডাফোন। এবার ফের একবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির হয়েছে ভোডাফোন।
লকডাউনের মধ্যেই গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির vodafone-idea। কিছুদিন আগেই নির্দিষ্ট কিছু প্ল্যানে দ্বিগুণ ডেটা অফার চালু করেছিল ভোডাফোন। এবার ফের একবার গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে হাজির হয়েছে ভোডাফোন।
advertisement
2/4
করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এবার ১০০ টাকার কমের প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone।
করোনায় ওয়ার্ক ফ্রম হোম। করোনা সতর্কতায় পদক্ষেপ বিভিন্ন সংস্থার। কর্মীদের অফিসে আসতে বারণ। বাড়ি থেকেই কাজ করার পরামর্শ। তাই বেশির ভাগ কর্মস্থলগুলিতে বর্তমানে ‘Work From Home’-এর ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি জরুরি ইন্টারনেট ডেটা। তাই এই পরিস্থিতিতে গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এবার ১০০ টাকার কমের প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone।
advertisement
3/4
ভোডাফোনের এই প্ল্যান হল ৯৮ টাকার অ্যাড অন প্যাক। আগে এই প্ল্যানে ৬জিবি ডেটা পাওয়া যেত। এবার ১২জিবি ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।
ভোডাফোনের এই প্ল্যান হল ৯৮ টাকার অ্যাড অন প্যাক। আগে এই প্ল্যানে ৬জিবি ডেটা পাওয়া যেত। এবার ১২জিবি ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। এই প্ল্যানের মেয়াদ ২৮ দিনের।
advertisement
4/4
মার্চের প্রথম সপ্তাহে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা রিচার্জে ডবল ডেটা অফার ঘোষণা করেছিল Vodafone Idea।
মার্চের প্রথম সপ্তাহে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা রিচার্জে ডবল ডেটা অফার ঘোষণা করেছিল Vodafone Idea।
advertisement
advertisement
advertisement