Vivo T4 5G Price: প্রচুর স্টোরেজ স্পেস, ঝকঝকে ক্যামেরা, আপগ্রেডেড Vivo T4 5G-র দাম খুবই কম, পয়লা বৈশাখে কিনতেই পারেন

Last Updated:
লঞ্চের সময় যত এগিয়ে আসছে, Vivo T4 5G নিয়ে নানা তথ্য সামনে আসছে। সত্যি মিথ্যে এখনও অজানা। তবে জল্পনা কল্পনার শেষ নেই। কী কী স্পেসিফিকেশন, ফিচার এবং আপগ্রেড থাকছে? এখানে রইল তারই এক ঝলক।
1/8
এপ্রিলেই লঞ্চ হতে চলেছে ভিভো-এর টি সিরিজের নতুন স্মার্টফোন Vivo T4 5G অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারের সংমিশ্রণে আসতে চলেছে এই স্মার্টফোন, যা আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত হবে। স্টোরেজ ক্যাপাসিটিও আগের চেয়ে বেশি থাকবে। দামও সাধ্যের মধ্যে। শোনা যাচ্ছে, নতুন স্মার্টফোনের দাম থাকতে পারে ২৫ হাজার টাকার মধ্যে।
এপ্রিলেই লঞ্চ হতে চলেছে ভিভো-এর টি সিরিজের নতুন স্মার্টফোন Vivo T4 5G অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন ফিচারের সংমিশ্রণে আসতে চলেছে এই স্মার্টফোন, যা আগের মডেলগুলোর তুলনায় আরও উন্নত হবে। স্টোরেজ ক্যাপাসিটিও আগের চেয়ে বেশি থাকবে। দামও সাধ্যের মধ্যে। শোনা যাচ্ছে, নতুন স্মার্টফোনের দাম থাকতে পারে ২৫ হাজার টাকার মধ্যে।
advertisement
2/8
লঞ্চের সময় যত এগিয়ে আসছে, Vivo T4 5G নিয়ে নানা তথ্য সামনে আসছে। সত্যি মিথ্যে এখনও অজানা। তবে জল্পনা কল্পনার শেষ নেই। কী কী স্পেসিফিকেশন, ফিচার এবং আপগ্রেড থাকছে? এখানে রইল তারই এক ঝলক।
লঞ্চের সময় যত এগিয়ে আসছে, Vivo T4 5G নিয়ে নানা তথ্য সামনে আসছে। সত্যি মিথ্যে এখনও অজানা। তবে জল্পনা কল্পনার শেষ নেই। কী কী স্পেসিফিকেশন, ফিচার এবং আপগ্রেড থাকছে? এখানে রইল তারই এক ঝলক।
advertisement
3/8
টিপস্টার যোগেশ ব্রার 91Mobiles-এর একটি প্রতিবেদনে Vivo T4 5G-এর লঞ্চ সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করেছেন। ভারতে কবে লঞ্চ হতে পারে, তাও উল্লেখ করা হয়েছে। আপাতত জানা যাচ্ছে, Vivo T4 5G এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
টিপস্টার যোগেশ ব্রার 91Mobiles-এর একটি প্রতিবেদনে Vivo T4 5G-এর লঞ্চ সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করেছেন। ভারতে কবে লঞ্চ হতে পারে, তাও উল্লেখ করা হয়েছে। আপাতত জানা যাচ্ছে, Vivo T4 5G এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
advertisement
4/8
অনুমান করা হচ্ছে, স্মার্টফোনের দাম ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে। 8GB ও 12GB RAM ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অর্থাৎ আগের মডেলের মতোই।
অনুমান করা হচ্ছে, স্মার্টফোনের দাম ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে। 8GB ও 12GB RAM ভ্যারিয়েন্টে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। অর্থাৎ আগের মডেলের মতোই।
advertisement
5/8
স্পেসিফিকেশনের দিক থেকে দেখলে, Vivo T4 5G-তে 6.67-ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। মিড রেঞ্জের এই স্মার্টফোন চলবে Snapdragon 7s Gen 3 চিপসেটে, শক্তিশালী পারফরম্যান্স পাবেন ইউজাররা।
স্পেসিফিকেশনের দিক থেকে দেখলে, Vivo T4 5G-তে 6.67-ইঞ্চির কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। মিড রেঞ্জের এই স্মার্টফোন চলবে Snapdragon 7s Gen 3 চিপসেটে, শক্তিশালী পারফরম্যান্স পাবেন ইউজাররা।
advertisement
6/8
ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে থাকবে 50MP Sony IMX882 সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা OIS সাপোর্ট সহ, এবং একটি 2MP সেকেন্ডারি লেন্স। সামনের দিকে, 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে, যা উন্নত মানের ফ্রন্ট ফেসিং ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে ইউজারকে।
ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে থাকবে 50MP Sony IMX882 সেন্সরযুক্ত প্রধান ক্যামেরা OIS সাপোর্ট সহ, এবং একটি 2MP সেকেন্ডারি লেন্স। সামনের দিকে, 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে, যা উন্নত মানের ফ্রন্ট ফেসিং ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে ইউজারকে।
advertisement
7/8
Vivo T4 5G-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি লাইফ। এতে থাকতে পারে 7300mAh ব্যাটারি, যা গত বছরের 5000mAh ব্যাটারির তুলনায় বড় আপগ্রেড। এছাড়াও, এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
Vivo T4 5G-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি লাইফ। এতে থাকতে পারে 7300mAh ব্যাটারি, যা গত বছরের 5000mAh ব্যাটারির তুলনায় বড় আপগ্রেড। এছাড়াও, এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।
advertisement
8/8
জানা গিয়েছে, এই স্মার্টফোন Android 15-এর ভিত্তিক Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে চলবে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে Vivo T4 5G-এর বিষয়ে কিছু জানাতে পারে Vivo। এর ফিচার নিয়ে টিজার রিলিজের সম্ভাবনাও রয়েছে। তখনই হয়ত লঞ্চের তারিখও জানানো হবে।
জানা গিয়েছে, এই স্মার্টফোন Android 15-এর ভিত্তিক Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে চলবে। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে Vivo T4 5G-এর বিষয়ে কিছু জানাতে পারে Vivo। এর ফিচার নিয়ে টিজার রিলিজের সম্ভাবনাও রয়েছে। তখনই হয়ত লঞ্চের তারিখও জানানো হবে।
advertisement
advertisement
advertisement