

এক টাকার দেশলাই হোক বা ২০ টাকার কেক, জামা-কাপড় হোক বা বই-খাতা- আজকাল সব কিছুতেই ডিজিটাল পেমেন্টের অপশন চলে আসায় অনেকটাই সহজলভ্য হয়েছে টাকা আদান-প্রদানের বিষয়টি। আর ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে UPI পেমেন্ট অন্যতম জনপ্রিয়। BHIM, Google Pay, Paytm, PhonePe থেকে UPI কানেক্ট করে এই পেমেন্ট করা হয়ে থাকে। এবং খুব তাড়াতাড়ি একজনের অ্য়াকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। কিন্তু আগামী কয়েকদিন এই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা UPI পেমেন্টে সমস্যা হতে পারে। রাত ১টা থেকে ৩টে পর্যন্ত এই সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা।


ন্যাশনাল পেমেন্টস করপোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তরফে UPI-তে কাজ করা হবে বলে জানানো হয়েছে। যার ফলে আগামী কয়েকদিন এই সমস্যা হতে পারে। তবে, ঠিক কবে থেকে কত দিন পর্যন্ত এই সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের, সে বিষয়ে NCPI-র তরফে কিছু জানানো হয়নি। তারা শুধু বলেছে, পেমেন্টকে আরও ভালো ও সুরক্ষিত করার লক্ষ্যে আগামী কয়েকদিন কাজ চলবে।


গতকাল NPCI-র তরফে একটি ট্যুইট (Tweet) করে জানানো হয়, UPI ট্রানজাকশনের ক্ষেত্রে আরও ভালো পরিকাঠামো তৈরি করতে আগামী কয়েকদিন UPI প্ল্যাটফর্মটিতে কাজ চলবে। প্রতি দিন রাত ১টা থেকে ৩টে পর্যন্ত কাজ হবে। তাই আগে থেকে টাকা আদান-প্রদান সংক্রান্ত ক্ষেত্রে পরিকল্পনা করে রাখতে বলা হয়েছে। UPI-তে এই কাজ করার লক্ষ্য আর্থিক জালিয়াতি আটকানো ও গ্রাহকদের অর্থ সুরক্ষিত রাখা।


NCPI-এর ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে BHIM UPI প্ল্যাটফর্মে মোট ১৬৫টি ব্যাঙ্ক অন্তর্ভুক্ত রয়েছে। BHIM-এর পাশাপাশি অন্যান্য থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও প্রচুর অ্যাকাইন্ট UPI-তে যুক্ত রয়েছে। NCPI-র সাম্প্রতিক তথ্য বলছে, জনপ্রিয়তার খাতিরে ওয়ালমার্টের PhonePe, Google Pay-কে ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে PhonePe-র প্রায় ৯০২.০৩ মিলিয়ন গ্রাহক রয়েছে। Google Pay রয়েছে দ্বিতীয়তে। এর বর্তমানে ৮৫৪.৪৯ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।