Mobile Unlimited Pack: রিচার্জ করাবেন, আনলিমিটেড মোবাইল প্ল্যানে কলিং থেকে ডেটা দারুণ সব অফার

Last Updated:
Recharge Plans: গ্রাহকরা অনলাইন Vi স্টোর থেকে এই দুটি রিচার্জ প্ল্যান রিচার্জ করিয়ে নিতে পারবেন।
1/5
কলকাতা: মোবাইল প্ল্যান ছাড়া জীবন অচল৷ আপনি কি নতুন প্যাক ভরানোর অপেক্ষায়৷ তাহলে মার্কেটে আসা নতুন এই ধামাকা প্ল্যানগুলির সম্পর্কে জানেন তো? এই নতুন প্ল্যানগুলিতে গ্রাহকরা ৭৮ দিন পর্যন্ত প্ল্যানের বৈধতা, ৬GB পর্যন্ত ডেটা এবং ১০০০টি SMS পর্যন্ত পাবেন। বিশেষ বিষয় হল এতে ব্যবহারকারীরা ডেটার জন্য কোনও দৈনিক লিমিট নেই৷
কলকাতা: মোবাইল প্ল্যান ছাড়া জীবন অচল৷ আপনি কি নতুন প্যাক ভরানোর অপেক্ষায়৷ তাহলে মার্কেটে আসা নতুন এই ধামাকা প্ল্যানগুলির সম্পর্কে জানেন তো? এই নতুন প্ল্যানগুলিতে গ্রাহকরা ৭৮ দিন পর্যন্ত প্ল্যানের বৈধতা, ৬GB পর্যন্ত ডেটা এবং ১০০০টি SMS পর্যন্ত পাবেন। বিশেষ বিষয় হল এতে ব্যবহারকারীরা ডেটার জন্য কোনও দৈনিক লিমিট নেই৷
advertisement
2/5
প্রথমত, Vi-এর ২৮৯ টাকার প্ল্যান সম্পর্কে জানুন৷ এতে ইউজার  আনলিমিটেড কলিং -র সুবিধা পাবেন। এই প্ল্যানের বৈধতা ৪৮ দিনের জন্য রাখা হয়েছে। এই সময়ে ব্যবহারকারী ৪ জিবি ডেটা পাবেন৷
প্রথমত, Vi-এর ২৮৯ টাকার প্ল্যান সম্পর্কে জানুন৷ এতে ইউজার  আনলিমিটেড কলিং -র সুবিধা পাবেন। এই প্ল্যানের বৈধতা ৪৮ দিনের জন্য রাখা হয়েছে। এই সময়ে ব্যবহারকারী ৪ জিবি ডেটা পাবেন৷
advertisement
3/5
তবে এই প্ল্যান ডেটার জন্য কোনও দৈনিক সীমা রাখা হয়নি। অর্থাৎ ২৮৯ টাকার প্ল্যানের ডেটা যেকোনও সময় ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে ব্যবহারকারীরা ৬০০ SMSও পাবেন।
তবে এই প্ল্যান ডেটার জন্য কোনও দৈনিক সীমা রাখা হয়নি। অর্থাৎ ২৮৯ টাকার প্ল্যানের ডেটা যেকোনও সময় ব্যবহার করতে পারবেন। এর সাহায্যে ব্যবহারকারীরা ৬০০ SMSও পাবেন।
advertisement
4/5
ভিআই-র ৪২৯ টাকার প্ল্যানের কথা বলছি, এটি সত্যিই একটি আনলিমিটেড ক্যাটাগরির প্ল্যান। এতে গ্রাহকদের ৬ GB ডেটা দেওয়া হবে। এতেও গ্রাহকদের জন্য কোনও দৈনিক সীমা থাকবে না।
ভিআই-র ৪২৯ টাকার প্ল্যানের কথা বলছি, এটি সত্যিই একটি আনলিমিটেড ক্যাটাগরির প্ল্যান। এতে গ্রাহকদের ৬ GB ডেটা দেওয়া হবে। এতেও গ্রাহকদের জন্য কোনও দৈনিক সীমা থাকবে না।
advertisement
5/5
Vi-এর এই প্ল্যানের বৈধতা ৭৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা ১০০০টি SMSও পাবেন। গ্রাহকরা অনলাইন Vi স্টোর থেকে এই দুটি রিচার্জ প্ল্যান রিচার্জ করিয়ে নিতে পারবেন।
Vi-এর এই প্ল্যানের বৈধতা ৭৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা ১০০০টি SMSও পাবেন। গ্রাহকরা অনলাইন Vi স্টোর থেকে এই দুটি রিচার্জ প্ল্যান রিচার্জ করিয়ে নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement