Ultraviolette Automotive F77: ই-স্কুটার অনেক হল, বাজার কাঁপাতে আসছে ইলেকট্রিক বাইক! দেখলে চোখ ফেরাতে পারবেন না

Last Updated:
Ultraviolette Automotive F77: পেট্রল চালিত স্পোর্টস বাইক তো অনেক দেখেছেন। একবার ইলেকট্রিক স্পোর্টস বাইকের দুর্দান্ত লুক দেখুন।
1/6
পেট্রোলের দাম আকাশছোঁয়া হতেই ই-স্কুটারের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার উত্পাদনে জোর দিচ্ছে। তবে ই-স্কুটারের বাজারে এবার আসছে দারুন দেখতে একটি ইলেকট্রিক বাইক। দেখলে চোখ ফেরাতে পারবেন না।
পেট্রোলের দাম আকাশছোঁয়া হতেই ই-স্কুটারের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সংস্থাগুলিও ইলেকট্রিক স্কুটার উত্পাদনে জোর দিচ্ছে। তবে ই-স্কুটারের বাজারে এবার আসছে দারুন দেখতে একটি ইলেকট্রিক বাইক। দেখলে চোখ ফেরাতে পারবেন না।
advertisement
2/6
Ultraviolette Automotive তাদের ইলেকট্রিক স্পোর্টস বাইক F77-এর টিজার প্রকাশ করেছে। জানা যাচ্ছে, দেশের সংস্থা টিভিএস এই মোটরসাইকেল উত্পাদনে বিনিয়োগ করেছে।
Ultraviolette Automotive তাদের ইলেকট্রিক স্পোর্টস বাইক F77-এর টিজার প্রকাশ করেছে। জানা যাচ্ছে, দেশের সংস্থা টিভিএস এই মোটরসাইকেল উত্পাদনে বিনিয়োগ করেছে।
advertisement
3/6
জানা যাচ্ছে, ২০২২-এর মে-জুন মাসের মধ্যে এই ই-বাইক বাজারে আসবে। এখনও পর্যন্ত সারা বিশ্বে ৫০ হাজার মানুষ এই বাইক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
জানা যাচ্ছে, ২০২২-এর মে-জুন মাসের মধ্যে এই ই-বাইক বাজারে আসবে। এখনও পর্যন্ত সারা বিশ্বে ৫০ হাজার মানুষ এই বাইক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।
advertisement
4/6
আপাতত এই বাইক বিভিন্ন রাস্তায় চালিয়ে দেখছে সংস্থা। ব্যাটারি ক্যাপাসিটি, থ্রটল রেসপন্স, ফেয়ারিং রিলায়বিলিটি দেখা হচ্ছে।
আপাতত এই বাইক বিভিন্ন রাস্তায় চালিয়ে দেখছে সংস্থা। ব্যাটারি ক্যাপাসিটি, থ্রটল রেসপন্স, ফেয়ারিং রিলায়বিলিটি দেখা হচ্ছে।
advertisement
5/6
ইতিমধ্যে অটোমোবাইলের বাজার পরিবর্তন হয়েছে। এখন অনেকেই আর পেট্রল চালিত বাইক বা স্কুটারের দিকে ঝুঁকছেন না। ফলে ইলেকট্রিক ভেহিকেল-এর চাহিদা ক্রমশ বাড়ছে।
ইতিমধ্যে অটোমোবাইলের বাজার পরিবর্তন হয়েছে। এখন অনেকেই আর পেট্রল চালিত বাইক বা স্কুটারের দিকে ঝুঁকছেন না। ফলে ইলেকট্রিক ভেহিকেল-এর চাহিদা ক্রমশ বাড়ছে।
advertisement
6/6
টিভিএস ইতিমধ্যে ই-স্কুটারে বিনিয়োগ করেছে। তবে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে বিনিয়োগে নতুন পথ খুঁজতে চাইছে দেশের এই মোটরসাইকেল উত্পাদনকারী সংস্থা।
টিভিএস ইতিমধ্যে ই-স্কুটারে বিনিয়োগ করেছে। তবে বিদেশি ব্র্যান্ডের সঙ্গে বিনিয়োগে নতুন পথ খুঁজতে চাইছে দেশের এই মোটরসাইকেল উত্পাদনকারী সংস্থা।
advertisement
advertisement
advertisement