Ban -র তালিকায় আরও দুটি চিনা অ্যাপ৷ এবার ব্যান হল উইবো (Weibo) ও বায়ডু (Baidu) ৷ ব্লক করে দেওয়া হয়ে গেল এই দুটি অ্যাপ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি এই অ্যাপগুলিকে গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ Weibo - গুগল সার্চের বিকল্প এবং Baidu ট্যুইটারের সমগোত্রীয়৷ এই দুটি অ্যাপের বিকল্প হিসেবেই এই অ্যাপগুলি ব্যবহার হত৷ সূত্রের খবর অনুযায়ি এই দুটি অ্যাপ ওই ৪৭ টি অ্যাপের মধ্যেই ছিল-যেগুলি ২৭ জুলাই ভারত সরকার ব্যান করে দিয়েছিল৷
ইংরাজি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী সরকার এই দুটি অ্যাপকে গুগল প্লে স্টোর ও অ্যাপেলর অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি দেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরও নির্দেশ দেওয়া হয়েছে এই অ্যাপগুলি ব্লক করে দেওয়া হয়৷ উইবো ২০০৯ সালে সিনা কর্পোরেশন লঞ্চ করেছিল৷ সারা পৃথিবীতে ৫০০ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার রয়েছে৷ সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি -রও এতে অ্যাকাউন্ট ছিল৷ তবে ভারত -চিনের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করে দিয়েছেন৷