WhatsApp-এ আড়ি পাতা হবে আরও সহজ? QR code স্ক্যান করেই সব চ্যাট নিজের ফোনে! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
WhatssApp New Feature: ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রতিনিয়ত নানা ধরনের নতুন নতুন ফিচার আনা নিয়ে পরিকল্পনা করছে মার্ক জুকারবার্গের সংস্থা। এবার খুব শীঘ্রই WhatsApp-এ আও একটি নতুন ফিচার আনতে চলেছে মেটা। যেই ফিচার শুরু হলে ব্যবহারকারীদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
তবে এবার অতি সহজেই আপনি এক মোবাইল থেকে অন্য মোবাইলে আপনার পুরো তথ্য ট্রান্সফার করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি আইফোন থেকে অন্য আইফোনে স্যুইচ করতে চান। তবে আপনি একটি QR কোড স্ক্যান করে তা করতে সক্ষম হবেন। একইভাবে, আপনি অ্যান্ড্রয়েড ফোনেও মিনিটের মধ্যে আপনার চ্যাট হিস্ট্রি স্থানান্তর করতে সক্ষম হবেন।
advertisement
এই নতুন চ্যাট ট্রান্সফার বৈশিষ্ট্য আপনার নতুন ডিভাইসের সঙ্গে আপনার পুরনো ফোনে প্রদর্শিত একটি QR কোড স্ক্যান করে ক্লাউড ব্যাকআপের প্রয়োজনীয়তাকে বাইপাস করে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের আশ্বস্ত করে যে ডেটা দুটি ডিভাইসের মধ্যে একচেটিয়াভাবে ভাগ করা হয় এবং স্থানান্তর প্রক্রিয়া চলাকালীন সম্পূর্ণরূপে এনক্রিপ্ট করা হয়।
advertisement
এই বৈশিষ্ট্যের মাধ্যমে WhatsApp-এর লক্ষ্য হল ব্যবহারকারীর সুবিধা বাড়ানো এবং ব্যক্তিগত ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। এই ফিচার নিয়ে শেষ মুহূর্তের কাজ চালাচ্ছে মার্ক জুকের বার্গের সংস্থা। কবে থেকে এই সুবিধা ব্যবহার করতে পারবেন সকলে সেই সম্পর্কে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি। তবে খুব শীঘ্রই এই সুবিধা পাবে ব্যবহারকারীরা।