অসাধ্যসাধন! স্যাটেলাইটে ধরা পড়ল মিল্কি ওয়ের অপূর্ব 3D মানচিত্র

Last Updated:
আমাদের ছায়াপথ (Galaxy) যে কত সুন্দর, এই ছবি যেন তার প্রত্যক্ষ প্রমাণ
1/5
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) গাইয়া স্যাটেলাইটে ধরা পড়ল মিল্কি ওয়ে (Milky Way) বা আকাশগঙ্গার অসাধারণ থ্রি-ডি ম্যাপ। আমাদের ছায়াপথ (Galaxy) যে কত সুন্দর, এই ছবি যেন তার প্রত্যক্ষ প্রমাণ।
ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) গাইয়া স্যাটেলাইটে ধরা পড়ল মিল্কি ওয়ে (Milky Way) বা আকাশগঙ্গার অসাধারণ থ্রি-ডি ম্যাপ। আমাদের ছায়াপথ (Galaxy) যে কত সুন্দর, এই ছবি যেন তার প্রত্যক্ষ প্রমাণ।
advertisement
2/5
এই স্যাটেলাইটের উদ্দেশ্য ছিল বিস্তৃত মিল্কি ওয়ে ছায়াপথের খুঁটিনাটি তুলে ধরা এবং তার জন্য একটি থ্রি-ডি ম্যাপ তৈরি করা। এই কাজ স্যাটেলাইটটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছে। প্রায় ১.৮ বিলিয়ন সূত্র থেকে তৈরি করা হয়েছে নানা বিস্তারিত তথ্য সম্বলিত এই মানচিত্র। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট এই মানচিত্রকে আখ্যা দিয়েছে জ্যোতির্বিদদের কাছে স্বর্ণখনি বা গুপ্তধন হিসেবে।
এই স্যাটেলাইটের উদ্দেশ্য ছিল বিস্তৃত মিল্কি ওয়ে ছায়াপথের খুঁটিনাটি তুলে ধরা এবং তার জন্য একটি থ্রি-ডি ম্যাপ তৈরি করা। এই কাজ স্যাটেলাইটটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছে। প্রায় ১.৮ বিলিয়ন সূত্র থেকে তৈরি করা হয়েছে নানা বিস্তারিত তথ্য সম্বলিত এই মানচিত্র। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট এই মানচিত্রকে আখ্যা দিয়েছে জ্যোতির্বিদদের কাছে স্বর্ণখনি বা গুপ্তধন হিসেবে।
advertisement
3/5
ছায়াপথের যে কেন্দ্র, তার উল্টো দিকে থাকে এর বিকেন্দ্র বা অ্যান্টিসেন্টার। সেই অঞ্চলকেই বেছে নেওয়া হয়েছে ম্যাপ তৈরির কাজে। এ ভাবে অ্যান্টিসেন্টার বেছে নেওয়ার কারণ একটাই- যাতে এই স্যাটেলাইট ছায়াপথের অতীত সম্পর্কেও কিছু তথ্য সংগ্রহ করতে পারে। যেটুকু পর্যবেক্ষণ করা হয়েছে এবং যা যা তথ্য পাওয়া গিয়েছে গাইয়া স্পেসক্রাফট থেকে, সেটা বিশ্লেষণ করেছে গাইয়া ডেটা প্রসেসিং এবং অ্যানালাইসিস কনসরটিয়াম অ্যাসট্রোনমারস সংগঠন। এই ছায়াপথ সম্পর্কে বিভিন্ন তথ্য ও তত্ত্ব নিয়ে মোট চারটে ডেমনস্ট্রেশন পেপার প্রকাশ করা হয়েছে।
ছায়াপথের যে কেন্দ্র, তার উল্টো দিকে থাকে এর বিকেন্দ্র বা অ্যান্টিসেন্টার। সেই অঞ্চলকেই বেছে নেওয়া হয়েছে ম্যাপ তৈরির কাজে। এ ভাবে অ্যান্টিসেন্টার বেছে নেওয়ার কারণ একটাই- যাতে এই স্যাটেলাইট ছায়াপথের অতীত সম্পর্কেও কিছু তথ্য সংগ্রহ করতে পারে। যেটুকু পর্যবেক্ষণ করা হয়েছে এবং যা যা তথ্য পাওয়া গিয়েছে গাইয়া স্পেসক্রাফট থেকে, সেটা বিশ্লেষণ করেছে গাইয়া ডেটা প্রসেসিং এবং অ্যানালাইসিস কনসরটিয়াম অ্যাসট্রোনমারস সংগঠন। এই ছায়াপথ সম্পর্কে বিভিন্ন তথ্য ও তত্ত্ব নিয়ে মোট চারটে ডেমনস্ট্রেশন পেপার প্রকাশ করা হয়েছে।
advertisement
4/5
সঠিক ভাবে পর্যবেক্ষণ করার জন্য গাইয়া একটি রঙিন মানচিত্রও প্রকাশ করেছে। সব চেয়ে বড় তারাটি এখানে সব চেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছে। এই তারার বিচ্ছুরণ গাইয়া স্যাটেলাইট দুই ভাবে তুলে ধরেছে। যতটা আলো আকাশের বিভিন্ন স্তরে এই তারা থেকে বেরোচ্ছে, সেটা গাইয়া রেকর্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে লাল ও নীল রঙের যে বিচ্ছুরণ সেটাও মাথায় রাখা হয়েছে। ম্যাপে রঙিন অঞ্চল যে ভাবে কাজ করে, এখানে সেই কাজ করছে এই আলোর বিচ্ছুরণ।
সঠিক ভাবে পর্যবেক্ষণ করার জন্য গাইয়া একটি রঙিন মানচিত্রও প্রকাশ করেছে। সব চেয়ে বড় তারাটি এখানে সব চেয়ে বেশি উজ্জ্বল দেখাচ্ছে। এই তারার বিচ্ছুরণ গাইয়া স্যাটেলাইট দুই ভাবে তুলে ধরেছে। যতটা আলো আকাশের বিভিন্ন স্তরে এই তারা থেকে বেরোচ্ছে, সেটা গাইয়া রেকর্ড করেছে এবং তার সঙ্গে সঙ্গে লাল ও নীল রঙের যে বিচ্ছুরণ সেটাও মাথায় রাখা হয়েছে। ম্যাপে রঙিন অঞ্চল যে ভাবে কাজ করে, এখানে সেই কাজ করছে এই আলোর বিচ্ছুরণ।
advertisement
5/5
এটাও পর্যবেক্ষণ করে দেখা হয়েছে যে যত বেশি নতুন তারার জন্ম হচ্ছে, ছায়াপথের বিস্তৃতি তত বেশি বাড়ছে। সাম্প্রতিক ডেটা যা পাওয়া গেছে তার থেকে ১০ বিলিয়ন পুরনো এই ছায়াপথ সম্পর্কে অনেক কিছু জানা যাবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে যে ছবিটি উঠে এসেছে এই ছায়াপথের, সেখানে যে সব অঞ্চলে উজ্জ্বলতা দেখা যাচ্ছে সেখানে অনেক বেশি তারা (Stars) আছে বলে মনে করা হচ্ছে। আবার যে সব জায়গায় অন্ধকার, সেখানে তারাগুলি ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে অনুমান করছে সংগঠন!
এটাও পর্যবেক্ষণ করে দেখা হয়েছে যে যত বেশি নতুন তারার জন্ম হচ্ছে, ছায়াপথের বিস্তৃতি তত বেশি বাড়ছে। সাম্প্রতিক ডেটা যা পাওয়া গেছে তার থেকে ১০ বিলিয়ন পুরনো এই ছায়াপথ সম্পর্কে অনেক কিছু জানা যাবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে যে ছবিটি উঠে এসেছে এই ছায়াপথের, সেখানে যে সব অঞ্চলে উজ্জ্বলতা দেখা যাচ্ছে সেখানে অনেক বেশি তারা (Stars) আছে বলে মনে করা হচ্ছে। আবার যে সব জায়গায় অন্ধকার, সেখানে তারাগুলি ছড়িয়ে-ছিটিয়ে আছে বলে অনুমান করছে সংগঠন!
advertisement
advertisement
advertisement